লায়লা কানিজের রিমান্ড শুনানিতে মুন্নী সাহা প্রসঙ্গ
Published: 26th, January 2025 GMT
ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন রিমান্ড শুনানিতে উঠে আসে সাংবাদিক মুন্নী সাহা প্রসঙ্গ।
গত ১৫ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে লায়লা কানিজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো.
আরো পড়ুন:
শেরপুরে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি
খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাসান হাফিজ
দুদক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, “সহকারী প্রফেসর হিসেবে তিনি চাকরি করেন। তার সম্পদের সোর্সের অস্তিত্ব নাই। চাকরি জীবনে যা আয় করেছেন তার বাইরে যেসব সম্পদ রয়েছে, সেগুলো অবৈধভাবে অর্জিত। তার এসব সম্পদের আয়ের উৎস পাওয়া যায়নি। আলোচিত ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী, তার কাছে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ রয়েছে। তিনি কোনো মানিলন্ডারিং করেছেন কি না এবং অবৈধ সম্পদের তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। এজন্য তার সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন।”
আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ শাহান শাহ তাপস বলেন, “তার বিরুদ্ধে অতিরঞ্জিতভাবে মিথ্যা মামলা করা হয়েছে। ট্রায়ালে এটা প্রমাণ করব। তার স্বামী মতিউরের কারণে এ মামলায় তাকে আসামি করা হয়েছে। পরিকল্পিতভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সবকিছু পূর্ণাঙ্গভাবে আদালতে উপস্থাপন করেছি। তাকে হেনস্তা করতেই এ মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে তার রিমান্ড আবেদন বাতিল করে জামিন দেওয়া হোক।”
এ সময় লায়লা কানিজের আরেক আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিক মুন্নী সাহা প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছিলো। তখন দুদক বলেছিল, তার বিরুদ্ধে ১১২ কোটি টাকা লেনদেনের খবর। তাকে কিন্তু গ্রেপ্তার করেনি। ছেড়ে দিয়েছে।”
তখন দুদক প্রসিকিউটর মামলার ম্যারিট নিয়ে কথা বলতে বলেন। আইনজীবী মুহাম্মদ শাহান শাহ তাপস বলেন, “ত্রুটিপূর্ণ এজাহার, মিথ্যা বলেছেন।” তখন মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, “সত্যা মিথ্যা ন্যায়বিচারের মাধ্যমে প্রমাণ হবে। আদালত ন্যায়বিচার করবেন।”
পরে আদালত লায়লা কানিজের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
ঢাকা/মামুন/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে হাইকোর্টে রিট
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং একটি আসন কমিয়ে তিনটি আসন করার নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
আরো পড়ুন:
মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটার বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের
ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা ছাত্রলীগ নেতার রিট বাতিল
বাগেরহাট প্রেস ক্লাব ও অন্যান্যদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন রিট পিটিশন দাখিল করেন। এছাড়া চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল একই বিষয়ে পৃথক রিট পিটিশন করেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাগেরহাট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন বলেন, “আমরা রিট পিটিশন করেছি। আদালত আমাদের কথা শুনেছেন এবং ১০ দিনের রুল জারি করেছেন। আশা করি, আদালতে ন্যায়বিচার পাব এবং বাগেরহাটের চারটি আসন বহাল থাকবে।”
গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এরপর থেকে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন আন্দোলন শুরু করে। চারটি আসন বহালের দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ নেয় তারা।
তবে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
চূড়ান্ত গেজেট অনুযায়ী বাগেরহাট-১ (সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) নির্ধারণ করা হয়। অথচ দীর্ঘদিন ধরে বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।
ঢাকা/শহিদুল/বকুল