সিদ্ধিরগঞ্জে লোহা চোর আকরামের কাঁচাবাজার উচ্ছেদ
Published: 27th, January 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী দশতলা এলাকায় অর্ধশত কোটি টাকার মূল্যের জায়গা দখল করে অবৈধভাবে কাঁচাবাজার বসায় আদমজীর লোহা চোর আকরাম। অবশেষে ৫দিনের মাথায় সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সেই বাজার উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের সময় জায়গার মালিক উপস্থিত ছিলেন।
এদিকে উচ্ছেদের সময় ক্ষুদ্র ব্যবসায়িরা ক্ষতিগ্রস্থ হলেও লোহা চোর আকরাম ভয়ে ঘটনাস্থলে আসেনি। পরে বিকালের দিকে আকরামের শ্যালক স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহাগ ও আকরাম বাহিনীর সদস্যরা নিলামে অনেক পণ্যসামগ্রী বিক্রি করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কদমতলী ১০তলার সামনে ৯৫ শতাংশ জায়গা দখল করে গত ৫দিন ধরে কাঁচাবাজার বসায় আদমজীর লোহা চোর আকরাম। সে নাকি এই জায়গার লীজ এনেছে। এসময় সে নিজেকে বিএনপির নেতা পরিচয় দেয়। এবং সেনাবাহিনীর কাছ থেকে পারমিশন নিয়ে বাজার বসাচ্ছে বলে প্রচার করে।
রোববার (২৬ জানুয়ারি) রাত পর্যন্ত ৩০টি দোকান নির্মাণ করা হয়। আকরামের নির্দেশে বাজার নিয়ন্ত্রণ করে সিদ্ধিরগঞ্জের দুই নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ও আকরামের শ্যালক সোহাগ, আকতার, বাদল, আলম, লিটন, সুমন ও রিতু।
এদিকে অবৈধ বাজার নিয়ে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়িদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানতে পারে জমির মালিকরা। রোববার বিকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ভেতর অস্থায়ী সেনা ক্যাম্প থেকে দুটি গাড়ি ঘটনাস্থল পরিদর্শন করে। এবং খোঁজ খবর নেয়।
ওদিকে সোমবার দুপুরে এক ঘন্টার মৌখিক নোটিশে কাঁচাবাজারের সকল ব্যবসায়িদের তাদের দোকান নিজ দায়িত্বে অপসারণ করার নির্দেশ দেন জমির মালিক। এসময় জমির মালিকদের একজন জাহাঙ্গীর আলম জানান, এই জমির মালিক নীট কনসার্ন গ্রুপ।
আমাদের কাছে না জিঞ্জেস করে কে বাজার বসিয়েছে? পরে ব্যবসায়ীরা তাদের স্থাপনা সরিয়ে নেয়া শুরু করে। সময় চরম ক্ষোভ প্রকাশ করেন লোহা চোর আকরামের উপর।
তারা বলেন, টাকা খরচ করে দোকান নির্মাণ করে সেখানে মালামাল উঠিয়েছি। এখন হঠাৎ করে আমাদের এই জায়গা ছাড়তে হচ্ছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতি হয়েছি। আকরামের কোন খবর নাই। সে এখন দুরে সরে আছে।
এলাকাবাসী জানায়, নানা অপকর্মের হোতা লোহা চোর আকরাম দীর্ঘ বহু বছর পলাতক থাকার পর ৫ আগস্টের পর প্রকাশ্যে আসে। জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের নাম ভাংগিয়ে শুরু হয় তার দখল বাণিজ্য।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ চ র আকর ম ব যবস য় আকর ম র
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত আটক
বাড়ির ভেতর ঢুকে বাবা-মাকে মারধরের পর এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় ঘটনাটি ঘটে। বিকেল ৫টার দিকে ভুক্তভোগীকে উদ্ধার ও মূল অভিযুক্ত আটক করে পুলিশ।
অভিযুক্ত সঞ্চয় (২০) উপজেলার ফাঁসিতলা এলাকার মোঘলটুলী গ্রামের রাফিউল ইসলাম রাফির ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন ওই শিক্ষার্থী। কিছুক্ষণ পর সঞ্চয়সহ ১৫-২০ জন লাঠি নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং মালামাল লুট করে। এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা ওই শিক্ষার্থীর বাবা-মাকে মারধর ও কুপিয়ে আহত করে। পরে তারা শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
আরো পড়ুন:
ধামরাইয়ে চালক-হেলপারকে মারধর করে তেলবাহী ট্রাক ছিনতাই
সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পুলিশ বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কামারদহ ফেলুপাড়া গ্রামে অভিযান চালিয়ে চাঁন মিয়ার বাড়ি থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত সঞ্চয়কে আটক ও তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিচ্ছিলেন সঞ্চয়। এ ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
ঘটনাটি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। একটি বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত সঞ্চয়কে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঢাকা/মাসুম/মাসুদ