সিদ্ধিরগঞ্জে লোহা চোর আকরামের কাঁচাবাজার উচ্ছেদ
Published: 27th, January 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী দশতলা এলাকায় অর্ধশত কোটি টাকার মূল্যের জায়গা দখল করে অবৈধভাবে কাঁচাবাজার বসায় আদমজীর লোহা চোর আকরাম। অবশেষে ৫দিনের মাথায় সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সেই বাজার উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের সময় জায়গার মালিক উপস্থিত ছিলেন।
এদিকে উচ্ছেদের সময় ক্ষুদ্র ব্যবসায়িরা ক্ষতিগ্রস্থ হলেও লোহা চোর আকরাম ভয়ে ঘটনাস্থলে আসেনি। পরে বিকালের দিকে আকরামের শ্যালক স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহাগ ও আকরাম বাহিনীর সদস্যরা নিলামে অনেক পণ্যসামগ্রী বিক্রি করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কদমতলী ১০তলার সামনে ৯৫ শতাংশ জায়গা দখল করে গত ৫দিন ধরে কাঁচাবাজার বসায় আদমজীর লোহা চোর আকরাম। সে নাকি এই জায়গার লীজ এনেছে। এসময় সে নিজেকে বিএনপির নেতা পরিচয় দেয়। এবং সেনাবাহিনীর কাছ থেকে পারমিশন নিয়ে বাজার বসাচ্ছে বলে প্রচার করে।
রোববার (২৬ জানুয়ারি) রাত পর্যন্ত ৩০টি দোকান নির্মাণ করা হয়। আকরামের নির্দেশে বাজার নিয়ন্ত্রণ করে সিদ্ধিরগঞ্জের দুই নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ও আকরামের শ্যালক সোহাগ, আকতার, বাদল, আলম, লিটন, সুমন ও রিতু।
এদিকে অবৈধ বাজার নিয়ে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়িদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানতে পারে জমির মালিকরা। রোববার বিকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ভেতর অস্থায়ী সেনা ক্যাম্প থেকে দুটি গাড়ি ঘটনাস্থল পরিদর্শন করে। এবং খোঁজ খবর নেয়।
ওদিকে সোমবার দুপুরে এক ঘন্টার মৌখিক নোটিশে কাঁচাবাজারের সকল ব্যবসায়িদের তাদের দোকান নিজ দায়িত্বে অপসারণ করার নির্দেশ দেন জমির মালিক। এসময় জমির মালিকদের একজন জাহাঙ্গীর আলম জানান, এই জমির মালিক নীট কনসার্ন গ্রুপ।
আমাদের কাছে না জিঞ্জেস করে কে বাজার বসিয়েছে? পরে ব্যবসায়ীরা তাদের স্থাপনা সরিয়ে নেয়া শুরু করে। সময় চরম ক্ষোভ প্রকাশ করেন লোহা চোর আকরামের উপর।
তারা বলেন, টাকা খরচ করে দোকান নির্মাণ করে সেখানে মালামাল উঠিয়েছি। এখন হঠাৎ করে আমাদের এই জায়গা ছাড়তে হচ্ছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতি হয়েছি। আকরামের কোন খবর নাই। সে এখন দুরে সরে আছে।
এলাকাবাসী জানায়, নানা অপকর্মের হোতা লোহা চোর আকরাম দীর্ঘ বহু বছর পলাতক থাকার পর ৫ আগস্টের পর প্রকাশ্যে আসে। জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের নাম ভাংগিয়ে শুরু হয় তার দখল বাণিজ্য।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ চ র আকর ম ব যবস য় আকর ম র
এছাড়াও পড়ুন:
উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
কুমিল্লার মুরাদনগর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আসিফ মাহমুদের পক্ষের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইউপি সদস্য রয়েছেন।
বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা সদরের আল্লাহ চত্বরে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন। সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে কয়েকটি ইট, পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উপদেষ্টা আসিফ মাহমুদের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হন, তাদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।
আরো পড়ুন:
কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল
সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান
মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর শত শত ইটপাটকেল ছুড়ে আমাদের ধাওয়া দিতে থাকে। আমাদের অনেক সমর্থক আহত হন।”
হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির মুরাদনগর উপজেলার আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, “তারা হামলা করার পর আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে।”
কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান জানান, আজ মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থান করা কিছু লোক বিনা উসকানিতে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে।
ঢাকা/রুবেল/মাসুদ