সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ, কর্মবিরতি চলবে
Published: 28th, January 2025 GMT
রেল যোগাযোগ পুনরায় চালু করতে আয়োজিত বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ফলে, আপাতত ট্রেন চালুর কোনো সম্ভাবনা নেই। সারা দেশে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে সব পক্ষকে নিয়ে বৈঠক করা হয়। কয়েক দফায় বৈঠক করা হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা যায়নি।
কর্মবিরতি থেকে সরে আসতে রেলের রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মো.
দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে বৈঠক শুরু হয়। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে রানিং স্টাফদের প্রতিনিধি সেখান থেকে বেরিয়ে যান।
ঢাকা/হাসান/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শাহবাগে জুলাই আন্দোলনকারী দুই পক্ষের মারামারি
শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনকারীদের দুই পক্ষের মারামারি ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।
জুলাই সনদের দাবিতে রাস্তা অবরোধ করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছিলেন জুলাই আহত ও নিহতদের পরিবারের সদস্যদের একটি অংশ। পরে সেখানে জুলাই আন্দোলনের আরেকটি পক্ষ এসে তাদেরকে সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। যে পক্ষটি তাদের সরিয়ে দিতে আসে তাদের দাবি, এই আন্দোলন কারীরা ভুয়া জুলাই যোদ্ধা।
এর আগে জুলাই সনদের দাবিতে শুক্রবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল।
সকাল থেকেই বৃষ্টির মধ্যে মেট্রোরেলের পিলারের নিচে জুলাই যোদ্ধারা অবস্থান করতে থাকেন। লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে শতাধিক জুলাই যোদ্ধা অবস্থান করেন। অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতেও দেখা যায়। সড়কে ব্যারিকেড থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার সন্ধ্যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “গতকাল থেকে জুলাই সনদের দাবিতে জুলাই যোদ্ধারা শাহবাগ অবরোধ করে রেখেছিলেন। জুলাই যোদ্ধাদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ফলে অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে গেছে। এখন শাহবাগে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই যোদ্ধারা।
ঢাকা/রায়হান/সাইফ