টিকটক ভিডিও কনটেন্ট তৈরি করায় পাকিস্তানে কিশোরীকে গুলি করে হত্যা করেছে বাবা। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার একটি রাস্তায় এই গুলি চালানোর ঘটনা ঘটেছে বুধবার জানিয়েছে এএফপি।

পুলিশ কর্মকর্তা বাবর বালুচ জানিয়েছেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরিবারকে পাকিস্তানে ফিরিয়ে এনেছিলেন আনোয়ার উল-হক নামের এক ব্যক্তি। মঙ্গলবার তিনি জানিয়েছিলেন, অজ্ঞাত বন্দুকধারীরা তার আমেরিকায় জন্মগ্রহণকারী ১৫ বছর বয়সী মেয়েকে গুলি করে হত্যা করেছে। তার বর্ণনায় সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। বুধবার তিনি স্বীকার করেছেন যে তিনি তার কিশোরী মেয়েকে টিকটক কন্টেন্ট তৈরি করতে নিষেধ করেছিলেন। আদেশ না মানায় তিনি মেয়েকে গুলি করে হত্যা করেছেন।

তদন্তকারী কর্মকর্তা জোহাইব মহসিন বলেন, “আমাদের তদন্তে এখনো পর্যন্ত দেখা গেছে যে পরিবারের সদস্যরা মেয়েটির পোশাক, জীবনযাত্রা এবং সামাজিক যোগাযোগের প্রতি আপত্তি জানিয়েছিলেন। আমাদের কাছে তার ফোন আছে। আমরা অনার কিলিং (সম্মান রক্ষার্থে হত্যা) সহ সব দিক তদন্ত করছি।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের

টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।

বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্‌–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।

আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগে

সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।

সংবাদ সম্মেলনে আবেগাক্রান্ত হয়ে পড়েন সন

সম্পর্কিত নিবন্ধ