Samakal:
2025-09-18@13:02:25 GMT

রোদ নেই, ৪ বিভাগে বৃষ্টির আভাস

Published: 31st, January 2025 GMT

রোদ নেই, ৪ বিভাগে বৃষ্টির আভাস

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার রোদের দেখা মেলেনি। দেশের দুয়েক স্থানে সামান্য বৃষ্টিও হয়েছে। মেঘলা আকাশ ও ঘন কুয়াশায়ও কমেনি তাপমাত্রা। এক দিনের ব্যবধানে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে। এমন অবস্থার মধ্যে আজ দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কুয়াশা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

আজ দেশে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হবে। গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৭৮ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হয় ৫টা ৪৪ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৬টা ৩৯ মিনিটে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকালও এখানে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা—৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। সকাল ৬টার মধ্যে কুমিল্লায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে ৬টার পর নোয়াখালীর মাইজদিতে সামান্য বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা। তিনি বলেন, আজ সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতে বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা আছে।

চলতি জানুয়ারি মাসে মাত্র একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তা–ও এক দিন। আজ এই মেঘলা আবহাওয়ার মধ্যেও তাপমাত্রা তেমন কমল না। আগামীকালও তাপমাত্রা আজকের মতোই থাকতে পারে বলে জানিয়েছেন শাহনাজ সুলতানা। তিনি বলেন, তবে রবি বা সোমবারে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে তা শৈত্যপ্রবাহের পর্যায়ে যাওয়ার সম্ভাবনা নেই।

আজ রাজধানীতে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে। আজ নগরীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমকি ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল কিছু এলাকায় কুয়াশা থাকলেও অনেক স্থানে আজকের মেঘলা আবহাওয়া না–ও থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো.

বজলুর রশীদ।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: স লস য় স আজ দ শ অবস থ

এছাড়াও পড়ুন:

নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ

আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।

হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?

অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ