কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলা নাঙ্গলকোট। জেলা শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে উপজেলাটির অবস্থান। ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে উপজেলাটি গঠিত। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এখনও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন হয়নি উপজেলাটিতে। এতে নানা সময়ে অগ্নিকাণ্ডে উপজেলার বিভিন্ন বাজার, বসতবাড়ি, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পার্শ্ববর্তী উপজেলা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আসতে আসতে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। নাঙ্গলকোট বাজারের ব্যবসায়ী মো.

আলমগীর হোসেন বলেন, বিভিন্ন সময়ে নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের টিম পাশের উপজেলা লাকসাম অথবা চৌদ্দগ্রাম থেকে আসতে আসতে পুড়ে সব ছাইয়ে পরিণত হয়। এ পর্যন্ত আমার জানা মতে, পৌরবাজারসহ আশপাশে উপজেলার বাজারগুলো এবং অনেকের বাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের লোকজন এসে ছাইয়ের ওপর পানি ছিটিয়ে চলে যায়। তাই আমরা নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জানাই।
উপজেলার হেসাখাল ইউনিয়নের মেটুয়া গ্রামের বাসিন্দা মুহিব্বুল্লাহ আল হুসাইনী বলেন, নাঙ্গলকোটে ফায়ার সার্ভিসের অভাবে কিছুদিন পরপর অগ্নিকাণ্ডের অনভিপ্রেত ঘটনা ঘটছে। পার্শ্ববর্তী লাকসাম ও চৌদ্দগ্রাম থানা থেকে দমকল কর্মী আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই ব্যাপক ক্ষয়ক্ষতি যেন দেখার কেউ নেই। আমরা এর যথাযথ প্রতিকার চাই।
সাম্প্রতিককালে নাঙ্গলকোটে পরপর বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে। অথচ তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তাই নাঙ্গলকোট উপজেলাবাসীর প্রাণের দাবি, নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্থাপন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে নাঙ্গলকোটের জনগণ।

রবিউল হোসাইন রাজু: মাল্টিমিডিয়া সাংবাদিক, সমকাল

উৎস: Samakal

কীওয়ার্ড: ন ঙ গলক ট উপজ ল

এছাড়াও পড়ুন:

কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম  কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

সম্পর্কিত নিবন্ধ