যে কোনো বেলার খাবারের শেষে একটু হলেও দই থাকাটা রসনাবিলাসী বাঙালি আশা করতেই পারে। অঞ্চলভেদে পুরোনো সব আদব-কায়দা আমরা হরহামেশাই হারিয়ে ফেলি। বাঙালির এমন কিছু ইতিহাস, ঐতিহ্য, রেওয়াজ, সংস্কৃতি একেবারেই মুছে ফেলা বা ভোলা যায় না। মানুষের মধ্যে অল্পস্বল্প হলেও তা রয়ে যায়। জমিদারি আমলে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ জেলার তাড়াশের তৎকালীন জমিদার রাজা রায় বাহাদুরের প্রচলন করা প্রায় ৩০০ বছর আগেকার দইয়ের মেলা তেমনি একটি ঐতিহ্য।
ইতিহাস থেকে জানা যায়, সতেরো শতকে বাসুদেব তালুকদার নামে এক ব্যক্তি তাড়াশ অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন। মুর্শিদাবাদের নবাবের অধীন হয়ে রাজস্ব বিভাগে চাকরি নেওয়ার মাধ্যমে বাসুদেব তালুকদারের কর্মজীবন শুরু হয়। পাশাপাশি তাঁর সততা এবং নবাবের প্রতি আনুগত্যের স্বীকৃতি স্বরূপ তাঁকে তাড়াশ মহাল বরাদ্দ দেওয়া হয়। সেই সঙ্গে তাঁকে ‘রায় চৌধুরী’ উপাধিতে ভূষিত করা হয়। বাসুদেবের পৌত্র বলরাম দাস ছিলেন নাটোর জমিদারির অধীন একজন কর্মচারী মাত্র। জানা যায়, ১৭১১ সালে তিনি ‘রায়’ উপাধি গ্রহণ করেন এবং উনিশ শতকের শুরুর দিকে বলরাম রায়ের পঞ্চম পুরুষ রামসুন্দর রায় নিঃসন্তান হওয়ায় মূল বংশের বিলুপ্তি ঘটে। উত্তরাধিকারী ছিলেন চার দত্তক পুত্র। তাড়াশের জমিদারদের মধ্যে বনওয়ারী লাল রায় অত্যন্ত খ্যাতিমান ছিলেন। সে সময় তিনি পাবনা এডওয়ার্ড কলেজ প্রতিষ্ঠায় অর্থ সহায়তা দিয়েছিলেন। বনওয়ারী লাল রায়কে ব্রিটিশ সরকার ১৮৯৪ সালে ‘রায় বাহাদুর’ উপাধি দেন। ১৯০৫ সালে তাঁর মৃত্যুর পর দত্তক পুত্র বনমালী রায় তাড়াশের পরবর্তী জমিদার হন। তিনিও একজন খ্যাতিমান জমিদার ছিলেন। বনমালী রায় পাবনা শহরে ‘ইলিয়ট বনমালী টেকনিক্যাল ইনস্টিটিউট’ এবং সিরাজগঞ্জে ‘বনওয়ারী উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেছিলেন। পাবনায় অবস্থিত এডওয়ার্ড কলেজের নতুন ভবন নির্মাণেও এ জমিদার অর্থ সহায়তা করেছিলেন। তিনিও ব্রিটিশ সরকার কর্তৃক ‘রায় বাহাদুর’ উপাধিতে ভূষিত হন। ১৯১৪ সালে তাঁর মৃত্যু হয়। তখন তাঁর দুই পুত্র ক্ষিতীশভূষণ ও রাধিকাভূষণ ১৯৫০ সালের জমিদারি প্রথা বিলোপ না হওয়া পর্যন্ত তাড়াশের জমিদারি পরিচালনা করেছিলেন।
এ অঞ্চলে জনশ্রুতি আছে, তাড়াশ অঞ্চলে যারা জমিদারি করেছেন তাদের মধ্যে নাম, যশ, খ্যাতিতে অন্যতম জমিদার ছিলেন রাজা রায় বাহাদুর। রাজা রায় বাহাদুর যেমন তাড়াশে এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বৃহৎ পরিসরে রাধাগোবিন্দ মন্দির নির্মাণসহ নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করেছেন। ব্যক্তিজীবনেও তিনি খাবারের ক্ষেত্রে দই, পনির ও মিষ্টান্ন খুব পছন্দ করতেন। জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলের প্রখ্যাত ঘোষদের তৈরি দই, পনির, মিষ্টান্ন পরিবেশন করা হতো। এ বিষয়টি থেকে তিনি জমিদার বাড়ির অদূরে রশিক রায় মন্দিরের মাঠে বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে ঢাক-ঢোল বাজিয়ে তিন দিনব্যাপী দইমেলার প্রচলনও শুরু করেন। মেলার দিনগুলোয় এ অঞ্চলের প্রজা সাধারণসহ সবাই অন্তত এক বেলা খাবারের পাতে দইয়ের স্বাদ নিতে পারেন। তখন থেকে প্রতি বছর শীত মৌসুমের মাঘ মাসে সরস্বতী পূজার দিন পঞ্চমী তিথিতে দইমেলা বসে আসছে; যা জমিদার রাজা রায় বাহাদুর, বনমালী রায়, ক্ষিতীশভূষণ ও রাধিকাভূষণ পর্যন্তও মোটামুটি জাঁকজমক ও জৌলুসপূর্ণ ছিল তাড়াশের দইমেলা। পরবর্তী সময়ে জৌলুস কমে এলেও, প্রতি বছর পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার দিন তাড়াশে দইয়ের মেলা বসে আসছে। এবারও সরস্বতী পূজার দিন ২ ফেব্রুয়ারি (রোববার) বসবে দইমেলা।
আগে পূজার আগের দিন সন্ধ্যায় বাঁশের তৈরি ঝুড়িতে দই সাজিয়ে বাক্সে করে ঘোষরা মাটির কাঁচা রাস্তা ধরে দূর-দূরান্ত থেকে তাড়াশের দইমেলায় আসতেন। এখন নানা পরিবহনে তাড়াশ ঈদগাহ মাঠে এ সময়ের বিখ্যাত ঘোষদের দই আসার মধ্য দিয়ে শুরু হয় প্রায় ৩০০ বছরের পুরোনো তাড়াশের ঐতিহ্যবাহী দইমেলা; যার মধ্যে বগুড়া, শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, ঘুড়কা, পাবনার চাটমোহর, নাটোরের গুরদাসপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ক্ষীরশা দই, শাহি দই, টক দই, ডায়াবেটিক দই, স্পেশাল দই, প্রিমিয়ামসহ বিভিন্ন ধরন ও নামের দই নিয়ে মেলা জমে ওঠে। মেলায় দইয়ের পাশাপাশি ঝুড়ি, মুড়ি, মুড়কি, আমন-আউশ ধানের চিড়া, মোয়া, বাতাসা, কদমা, খাগরাই, খেজুরের গুড়সহ রসনাবিলাসী নানা খাবার বিকিকিনি চলে দিনব্যাপী।
স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, জমিদারি আমলে দইমেলাকে ঘিরে এ অঞ্চলে সাজসাজ রব পড়ে যেত। এলাকায় নাইওরে আসত বউ-ঝি। আসত দূরের ও কাছের আত্মীয়স্বজন। তিন দিনের মেলা ছিল জৌলুসে ভরা। জমিদার রায় বাহাদুর তাঁর সময়ে প্রতি বছর মেলা শেষে সবচেয়ে ভালো সুস্বাদু দই তৈরিকারক ঘোষদের উপঢৌকন দেওয়ার রেওয়াজও প্রচলন করেছিলেন। এতে ভাটার টান চললেও নিয়ম মেনেই প্রতি বছর সরস্বতী পূজার দিন মেলা বসছে, যা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির স্মারক। v
উৎস: Samakal
কীওয়ার্ড: কর ছ ল ন
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা, হাসপাতাল বন্ধ
চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক দাফনের সময় নড়ে ওঠা এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয় শহরের তালতলা দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় আগামী দুই দিনের মধ্যে রোগীদের অন্যত্র স্থানান্তর করে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দি ইউনাইটেড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন হাসপাতালটিতে নানা অবৈধ কার্যক্রম চলে আসছে। ওই নবজাতকের জন্মও হয় এই হাসপতালে। জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা করার ভিডিও ভাইরাল হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের এবং পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নবজাতককে কবরস্থানে নিয়ে আসা ওয়ার্ড বয় ফারুক গাজীকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবর স্থানের কেয়ারটেকার মো. শাহজাহান মিয়াজী।
এদিকে দি ইউনাইটেড হাসপাতালে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, “হাসপাতালে এসে ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। তাদের সাথে ফোনে যোগাযোগ করেও কোন সাড়া মিলেনি। চিকিৎসক নেই, হাসপাতালের প্যাথলজি ও ওটির সঠিক পরিবেশ নেই। একই সাথে পোস্ট অপারেটিভ রোগীর জন্য কোন সুব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্রও নবায়ন নেই।”
তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সীলগালা করা হয়েছে। একই সাথে রোগীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের অভিযানে পরিচালিত কার্যক্রম সিভিল সার্জন বরাবর প্রদান করা হবে। সিভিল সার্জন হাসপাতালের নিবন্ধন বাতিলসহ পরবর্তী ব্যবস্থা নিতে পারবেন।”
এ ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।
অপরদিকে ভ্রাম্যমাণ আদালত শেষে হাসপাতালের ড্রাগ সনদসহ যাবতীয় কার্যক্রম পরীক্ষা করে দেখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।
ঢাকা/অমরেশ/এস