অমর একুশে বইমেলায় এ এস এম এনামুল হক প্রিন্সের কাব্যগ্রন্থ “জোছনা ছুঁয়ে যায়” বের হয়েছে। আধুনিক বাংলা সাহিত্যের একজন রোমান্টিক কবিতার সাধক এ এস এম এনামুল হক প্রিন্স। তার কবিতায় উঠে এসেছে মানুষের জীবনের প্রত্যাশা ও অচরিতার্থতার বেদনাবোধ। কবিতা যদি মানবিক আবেদনে পরিপূর্ণ হয় তা পাঠকের হৃদয়তন্ত্রীতে টান না মেরে পারে না। সাহিত্যের রোমান্টিক কথামালা সত্যের উত্তাপে খাটি মানবতাবাদী বাংলা কবিতার বিশাল ভুবনে লেখালেখির ভান্ডারে এ এস এম এনামুল হক প্রিন্সের অসংখ্য কবিতা। তিনি একাধারে কবি, সাংবাদিক, সংগঠক, প্রাবন্ধিক, সম্পাদক, প্রকাশক এবং রোমান্টিক সাহিত্যের আলোচিত ব্যক্তি। এ এস এম এনামুল হক প্রিন্স নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে ১৯৭০ সালে ১১ মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতা ব্যাংকার সুলতান উদ্দিন আহামেদ এবং মাতা রেজিয়া বেগম।


শিক্ষাজীবনে বিএ, বিএড সম্পন্ন করেন। তিনি সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের জন্মভূমি পত্রিকার সহ- সম্পাদক এং বর্ণ সাহিত্যপত্র সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিত্য, সাংবাদিকতা, সংগঠক ও সমাজ সেবার জন্য অর্ধশতাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।


এ এস এম এনামুল হক প্রিন্স দীর্ঘদিন যাবৎ কবিতার সাথে বসবাস। লিখে চলছেন এখনও বিভিন্ন পত্র- পত্রিকা ও লিটলম্যাগ গুলোতে। প্রকৃতিপ্রেমী এ লেখক প্রেমের কবিতাই লিখতে পছন্দ করেন বেশি। তাই তার কবিতা লেখা তাকে প্রেমের কবি হিসেবে পরিচিতি দিলেও বিভিন্ন সময়ে ফুটে ওঠে শব্দময় আলো-ছায়ার খেলা। সেই আলো-ছায়ায় দেখতে পাই কবির সে-সব কবিতা। যা অপনারা এই বইতে পাবেন। তার অনেক পঙক্তির মধ্যে আছে, ধমনির উষ্ণ রক্ত সঞ্চালনে টের পাই তোমার উপস্থিতি। তার লেখা কবিতার সংখ্যা তিন শতাধিক। প্রবন্ধ, ফিচার, নিবন্ধ ও বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।


তিনি ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ সাহিত্য সম্পাদক, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ জেলা কোষাধ্যক্ষ, আনন্দধাম সাহিত্য পরিচালক, ব্যাংকার সুলতান উদ্দিন আহমেদ ফাউন্ডেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), হাসিনা অটিজম চাইল্ড কেয়ার উপদেষ্টা, সাবিলা ফাউন্ডেশন সহ-সভাপতি, সাহিত্য রিপোর্টার্স ক্লাব সভাপতিসহ অর্ধশত সংগঠনের সহিত জড়িত রয়েছে। সাহিত্য সাংবাদিকতাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ রয়েছে অর্ধশতাধিক। সামাজিক কর্মকান্ডে সমাজকর্মী হিসেবে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। ৬৪ পৃষ্ঠার কাব্যগ্রন্থে ৫৬টি কবিতা রয়েছে। রোমান্টিক কবিতা ৪৬টি, মাকে নিয়ে কবিতা ২টি, চব্বিশের জুলাই-আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ৩টি, স্বাধীনতা নিয়ে ১টি, বিজয় নিয়ে কবিতা ১টি, একুশের কবিতা ১টি, বৈশাখের কবিতা ১টি, বসন্ত নিয়ে কবিতা ১টি স্থান পেয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের পরিচিতি সভা ও শপথ গ্রহণ  

মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীরসাহেব চরমোনাই এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়  ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান (৩০ জুলাই) বুধবার বিকেলে মোগড়াপাড়া গোহাট্রা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুহা আব্দুল লতিফ এর সভাপতিত্বে মুহা. জয়নাল আবেদিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (নারায়ণগঞ্জ -৩) সোনারগাঁও আসনের হাতচপাখা মার্কার পদপ্রার্থী মুহা ফারুক আহমাদ মুন্সি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সদর হাজী মুহা আলী আহম্মদ মুন্সি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মাওঃ আবুল কালাম আজাদী।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়নের কমিটিকে সপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • সন্ত্রাসমুক্ত ও শান্তিময় দেশ গড়তে ইসলামী শক্তির বিকল্প নাই : মাসুম বিল্লাহ
  • না’গঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ সাধারণ সভা 
  • বিজয় মিছিলকে সফল করতে মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি 
  • শ্রীমতী ময়ূরী মন্ডলের আশু রোগমুক্তি কামনায় পূজা পরিষদের বিশেষ প্রার্থনা 
  • সাম্প্রদায়িক কোন উস্কানিতে পা দিবেন না : টিপু
  • সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
  • মাইলস্টোন স্কুলে হতাহতদের স্মরণে দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
  •  শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতা চান নাই : টিপু 
  • নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাথে গিয়াসউদ্দিনের মতবিনিময় সভা
  • সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের পরিচিতি সভা ও শপথ গ্রহণ