ঝিনাইদহের কোটচাঁদপুরে নিয়ম বহির্ভুতভাবে সাব-রেজিস্ট্রার অতিরিক্ত টাকা দাবি করায় ক্ষোভে দলিল লেখা বন্ধ করে দেন লেখকরা। এতে বে-কায়দায় পড়েন বিভিন্ন এলাকা থেকে জমি রেজিস্ট্রি করতে আসা মানুষ। পরে উপজেলা নির্বাহী অফিসের সমঝোতায় কাজ শুরু হয়।

কোটচাঁদপুর সাব-রেজিস্ট্রি অফিসে সপ্তাহে দুই দিন জমি রেজিস্ট্রি করা হয়। এ অফিসে জমি রেজিস্ট্রি করেন সাব-রেজিস্ট্রার তামিম আহম্মেদ চৌধুরী। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখকদের ডেকে নেন। এরপর জমি রেজিস্ট্রি নিয়ে নিয়মবহির্ভূত অতিরিক্ত টাকা চাইতে বলেন। এতে দলিল লেখকরা ক্ষোভ প্রকাশ করেন। এরপর দলিল লেখকেরা অফিস থেকে বের হয়ে যান এবং পরে দলিল লেখা বন্ধ করে দেন। এতে করে জমি রেজিস্ট্রি করতে আসা ভুক্তভোগীরা বে-কায়দায় পড়েন। উপজেলা নির্বাহী অফিসারের সমঝোতায় ৬ ঘণ্টা পর জমি রেজিস্ট্রি শুরু হয়।

ভুক্তভোগী হরিণদীয়া গ্রামের শফিকুল ইসলাম, রাঙ্গিযারপোতা গ্রামের আবুল কালাম আজাদ বলেন, ‘‘আমরা জমি রেজিস্ট্রি করতে এসেছিলাম। অফিস থেকে কাগজপত্র দেখে ওয়ারিশের জন্য ১০ হাজার টাকা আর প্রত্যয়নের জন্য ১০ হাজার টাকা দাবি করেন।’’ সাব-রেজিস্ট্রার হাতে করে টাকা নেন কি-না এমন প্রশ্নে তারা বলেন, ‘‘টাকা তো উনি হাতে করে নেন না। টাকা নেন অফিসের বড় বাবু আবদুল মালেক ও ওই অফিসের টোটন নামের আরেক জন।’’

দলিল লেখক সমিতির সভাপতি বদর উদ্দিন বলেন, ‘‘সকালে সাব-রেজিস্ট্রার আমাদের ডাকেন। কথা হয় জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকার প্রসঙ্গে। তিনি আমাদের ওয়ারিশের জমির দলিলে টাকা বাড়িয়ে দিতে বলেন। এ ছাড়া বিভিন্ন ধরনের অজুহাতে টাকা নিয়ে দিতে বলেন জমি রেজিস্ট্রি করতে আসা ভুক্তভোগীদের কাছ থেকে।’’  

আগে কত করে টাকা নেওয়া হতো— এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘আগে পাঁচ হাজার টাকা নেওয়া হতো। এখন আরো বাড়িয়ে দিতে বলছেন। যা আমোদের পক্ষে আদৌও সম্ভব না।’’ আর প্রত্যয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘প্রত্যয়নে টাকার কোনো ধরা-বাধা নিয়ম নেই।’’ 

সাব-রেজিস্ট্রার তামিম আহম্মেদ চৌধুরীর তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘‘সকালে লেখকদের ডেকে ছিলাম জমি রেজিস্ট্রির বিষয় নিয়ে কথা বলতে। আমি উনাদের একটা কথা বলায় উনারা তাতে রাজি হননি। এরপর আমি লেখকদের চলে যেতে বললে উনারা বাইরে গিয়ে ক্ষোভ দেখান। পরে তারা দলিল লেখা বন্ধ করে দেন। এতে করেই বাধে বিপত্তি। পরে জমি রেজিস্ট্রি করতে আসা মানুষেরা ক্ষিপ্ত হয়ে যান।’’

কোট চাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) অপু কুমার বিশ্বাস বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলাম বলেন, ‘‘ওই ঘটনার ভিকটিম সাব-রেজিস্টার। আপনারা উনার সঙ্গে কথা বলেন। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আর কোনো মন্তব্য করতেও চাই না।’’ এরপর তিনি সাব-রেজিস্ট্রারকে সাংবাদিকদের ভালো করে খাইয়ে দিতে বলেন।
 

ঢাকা/সোহাগ/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দল ল ল খ অফ স র

এছাড়াও পড়ুন:

আর রাহিকুল মাখতুম: এক আশ্চর্য সিরাতগ্রন্থ

রাসুলুল্লাহ (সা.)–এর জীবনী প্রথম পড়েছিলাম অনেক ছোটবেলায়—সিরাতে ইবনে হিশাম’। কিছু বুঝিনি, মনেও নেই। এটা বইয়ের দোষ না। যে বয়সে পড়েছি, সেটা চাচা চৌধুরী পড়ার বয়স, তাই। এরপর পড়েছিলাম ‘রাসুলুল্লাহ (সা)–এর বিপ্লবী জীবন’, ‘মানবতার বন্ধু’। ভালো লেগেছে, আলাদা আলাদা ঘটনাগুলো মনে আসত। আর সেসবের পেছনের দর্শন। এরপর পেলাম সেই বইটা।

‘আর রাহিকুল মাখতুম’। সিলমোহরকৃত অমৃত। আল্লামা সফিউর রহমান মোবারকপুরীর লেখা। আমি পড়েছি ‘আল কোরআন একাডেমি’র অনুবাদটি। ভূমিকাটা ভালো লাগল, একটা সিরাত প্রতিযোগিতার জন্য তাড়াহুড়ো করে লেখা বই। শুরু করলাম পড়া।

আরও পড়ুন‘ইসলামি শাসনে’ নিজামুল মুলকের ব্যবস্থাপত্র২২ জুন ২০২৫সফিউর রহমান মোবারকপুরী (১৯৪৩–২০০৬)

সম্পর্কিত নিবন্ধ

  • ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল
  • হেনরির ৬ উইকেটের পর দুই ওপেনারে নিউজিল্যান্ডের দিন
  • অসুখবিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না: ববিতা
  • নিশ্ছিদ্র দাপটে উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ও অলিম্পিকে ব্রাজিল
  • যে জীবন মানুষের উপকারে আসে না, সে জীবন সার্থক নয়: ববিতা
  • প্রেমের টানে চীনা যুবকের বাংলাদেশে এসে বিয়ে
  • চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর
  • নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়
  • সাংলাং থেকে বেডং, সমুদ্র আমাদের সাথী  
  • আর রাহিকুল মাখতুম: এক আশ্চর্য সিরাতগ্রন্থ