যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ বিদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য। শিক্ষার মান, ইংরেজিভাষী দেশ, ফান্ডিং সুবিধা ও জীবনযাত্রার মান এর অন্যতম কারণ। তাই প্রতিবছর দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে যাঁরা পড়াশোনা করতে চান, বা যাঁরা পড়তে যাচ্ছেন তাঁদের অনেকেরই প্রশ্ন থাকে ‘দেশটিতে ইন্টার্নশিপের সুযোগ আসলে কেমন’, ‘যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার সময় কি ইন্টার্নশিপ প্রয়োজন’, প্রয়োজন হলে কীভাবে খুঁজে পাব? পড়াশোনার ফাঁকে ইন্টার্নশিপ নিজেদের শিক্ষাগত এবং পেশাদার যাত্রার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। ইন্টার্নশিপ কেবল শিক্ষার্থীকে আর্থিক সহায়তাই প্রদান করে না বরং শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জন এবং পেশাদার সংযোগ তৈরিতেও সহায়তা করে। কিছু কিছু প্রোগ্রামে, ইন্টার্নশিপ পাঠ্যক্রমের অংশ হিসেবে বাধ্যতামূলক, যা শিক্ষার্থীদের উপযুক্ত সুযোগগুলো কীভাবে খুঁজতে হয়, তা বুঝতে সহায়তা করে।

আরও পড়ুনলুক্সেমবার্গে বৃত্তি, আইইএলটিএস ছাড়াই আবেদন, ১০ হাজার ইউরোর সঙ্গে নানা সুবিধা২৮ জানুয়ারি ২০২৫

ইন্টার্নশিপ কেন গুরুত্বপূর্ণ—

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপগুলোর একাধিক উদ্দেশ্য থাকে। কিছু একাডেমিক প্রোগ্রামে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জন নিশ্চিতে বাধ্যতামূলক হিসেবেও প্রয়োজন হয় ইন্টার্নশিপের। ইন্টার্নশিপ প্রোগ্রামগুলো নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে, যা শিক্ষার্থীদের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সংযোগ স্থাপন এবং অভিজ্ঞ পরামর্শদাতাদের কাছ থেকে নানান শেখার সুযোগ তৈরি হয়। কিছু কিছু ক্ষেত্রে, ইন্টার্নশিপ পূর্ণ সময়ের চাকরির দিকে যাওয়ার পথ তৈরি করে।

আরও পড়ুনব্রুনেই ওআইসি শিক্ষার্থীদের দেবে বৃত্তি, আবেদনের সময় বৃদ্ধি ১১ দিন০৪ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে কীভাবে ভালো বেতনের ইন্টার্নশিপ খুঁজবেন—

* কোম্পানির তালিকা করুন এবং পর্যালোচনা করুন।

* নিজের কাঙ্ক্ষিত ক্যারিয়ারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোম্পানিগুলো চিহ্নিত করুন।

* অধ্যাপক এবং সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিন যাঁরা সঠিক প্রতিষ্ঠান নির্বাচনে সহায়তা করতে পারেন।

* একটি সিভি বা জীবনবৃত্তান্ত প্রস্তুত করে রাখুন।

* শিক্ষাজীবনে সাফল্য, প্রাসঙ্গিক দক্ষতা এবং পূর্ববর্তী যেকোনো কাজের অভিজ্ঞতা তুলে ধরতে হবে।

* নির্দিষ্ট ক্ষেত্র বা নির্দিষ্ট কোম্পানিতে আবেদনের জন্য নিজের জীবনবৃত্তান্ত তৈরি করুন।

* আবেদন করুন অনলাইনে।

* শর্টলিস্ট করা কোম্পানিগুলোর অফিশিয়াল ওয়েবসাইটে ঢুঁ মারুন এবং ইন্টার্নশিপের জন্য শূন্য পদগুলোর খোঁজ রাখুন।

* ইন্টার্নশিপের খোঁজে লিংকডইন, ইন্টার্নশিপ ডটকম, ইন্টারম্যাচ ডটকম, ইউটার্ন এবং আইডিয়ালিস্ট–এর মতো পেশাদার নেটওয়ার্কিং এবং চাকরির পোর্টালগুলোয় ঢুঁ মারুন।

এসব পদক্ষেপ অনুসরণ করে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীরা ভালো ইন্টার্নশিপ পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারেন। আর এতে করে নতুন নতুন ক্যারিয়ারের পথ খুলবে। তথ্যসূত্র: এনডিটিভি

আরও পড়ুনবেসরকারি মেডিকেলে ভর্তিতে আবেদন শুরু, মুক্তিযোদ্ধা কোটাসহ জেনে নিন বিস্তারিত০৩ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদন শুরু, আইএলটিএসে ৬.

৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন ০১ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে আবার চালু হলো নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস’

রাজশাহীভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম’-এর কার্যক্রম আবার চালু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পোর্টালটি সচল করা হয়।

গত ২১ জুলাই পোর্টালটি সাময়িকভাবে বন্ধ করে দেয় মালিকপক্ষ। তখন পদ্মাটাইমসের সম্পাদক এম বদরুল হাসান অভিযোগ করেছিলেন, জেলা বিএনপির কমিটি নিয়ে একটি সংবাদ প্রকাশের পর মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিউজ পোর্টালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আজ সকালে পোর্টালটির ফেসবুক পেজে সম্পাদক বদরুল হাসানের স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনিবার্য কারণে সাময়িকভাবে বন্ধ থাকা পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম-এর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ-বিদেশের সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী ও প্রশাসনের পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সাময়িক বিরতিতে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখিত এবং সবার ভালোবাসা কামনা করছি।’

এম বদরুল হাসান আজ সকালে বলেন, জেলা বিএনপি-সংক্রান্ত একটি সংবাদের জেরে মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি হয়। এমনকি প্রকাশকের বাড়িতে গিয়ে ‘মব’ তৈরি করে হামলার চেষ্টাও করা হয়। বিষয়টি সেনাবাহিনীকেও জানানো হয়েছিল। এরপর মালিকপক্ষ পোর্টালটি বন্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার তাঁরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। কমিশনার ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার আশ্বাস দেন। এতে মালিকপক্ষ আশ্বস্ত হয়ে পোর্টালটি আবার চালু করেছে।

আরও পড়ুনরাজশাহীতে বন্ধ হলো নিউজ পোর্টাল পদ্মাটাইমস, চাপের কথা জানালেন সম্পাদক২১ জুলাই ২০২৫

২০১৭ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে পদ্মাটাইমস। ২০২২ সালের ২১ জুলাই এটি সরকার থেকে নিবন্ধন পায়। পোর্টালটির প্রকাশক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম (বেন্টু)। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন তাঁর ওপর হামলা হয়। এর পর থেকে তিনি পলাতক। ২০২২ সালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আজিজুল আলম। পরে তাঁকে সাংগঠনিক সম্পাদক করা হলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

সম্পর্কিত নিবন্ধ

  • রাজশাহীতে আবার চালু হলো নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস’