ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ
Published: 7th, February 2025 GMT
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। সেটি শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন ও প্রেসক্লাব হয়ে পল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে ইসলামী ছাত্রশিবির। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতিষ্ঠার পর থেকে শিবিরের ওপর নির্যাতনের ধারাবাহিকতা থাকলেও সংগঠনটির অবদানকে কেউ দমিয়ে দিতে পারেনি। ফ্যাসিবাদী সময়ে আমরা দেখেছি ছাত্ররাজনীতির নামে যে অপরাজনীতি শুরু হয়েছিল, এর কারণে ছাত্রসমাজের কাছে ছাত্ররাজনীতি ভয় ও আতঙ্কের নামে পরিণত হয়েছে। কিন্তু শিবির সব সময় ভালো নাগরিক তৈরি করার ছাত্ররাজনীতি করেছে।’
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালুর দাবি জানিয়ে ছাত্রশিবিরের সভাপতি বলেন, সরকারকে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে স্বাধীন শিক্ষা কমিশন গঠন করতে হবে। এ ছাড়া শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে লড়াই–সংগ্রাম করা ছাত্রদলসহ ইসলামি মূল্যবোধের ছাত্রসংগঠনকে জাতীয় ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র–জনতা তাঁদের রক্ত বিলিয়ে দিয়ে এই দেশকে তাঁরা ফ্যাসিবাদমুক্ত করেছেন। তাঁদের চোখে স্বপ্ন ছিল এক বৈষম্যহীন সমাজের। আমরা মেধা ও সততার মাধ্যমে সেই বাংলাদেশ গড়ে তুলব।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে শত্রুতা করে পৃথিবীর কেউ টিকে থাকতে পারেনি। বাংলাদেশের অসংখ্য শক্তি তাদের সব শক্তি দিয়ে শিবিরের সুন্দরতম পথচলাকে রুদ্ধ করতে চেয়েছিল। ইসলামী ছাত্রশিবির যতটা না রাজপথে থেকেছে, তার চেয়ে বেশি ছিল শিক্ষার্থীদের মনে ইসলাম ও দেশের সমৃদ্ধি ঢুকিয়ে দেওয়ার কাজে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, ছাত্রশিবির সংগীতের রচয়িতা মোহাম্মদ মোরশেদ আলী, ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ, প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েমসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যরা। শোভাযাত্রায় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান ‘দুর্বার ২০২৫’ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অদম্য মেধাবী (শারীরিক প্রতিবন্ধী) শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ইসল ম
এছাড়াও পড়ুন:
মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (১৭ সেপ্টেম্বর) পা রাখলেন জীবনের এক বিশেষ মাইলফলকে। তিনি পূর্ণ করলেন ৭৫ বছর। জন্মদিন উপলক্ষ্যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে শাসকদলের নেতাদের পাশাপাশি বিরোধী দলের নেতারাও মোদিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরাও ভারতীয় প্রধামন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত দুটি ঘটনা হলো- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ এবং আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পাঠানো উপহার।
আরো পড়ুন:
শান্তি স্থাপনের লক্ষ্যে আত্মসমর্পণ ও অস্ত্রত্যাগের প্রস্তাব মাওবাদীদের
মাদক পাচারে অভিযুক্ত ১৬ হাজার বিদেশিকে বহিষ্কার করবে ভারত
ইন্ডিয়ার এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি নিজেই সেই খবর শেয়ার করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য ধন্যবাদ বন্ধু। ভারত-আমেরিকার সম্পর্ক আরো উচ্চতায় নিয়ে যেতে চাই।”
এছাড়াও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে ট্রাম্পের উদ্যোগকে ভারত সমর্থন করছে বলেও উল্লেখ করেছেন মোদি।
কূটনৈতিক মহল মনে করছে, সাম্প্রতিক টানাপোড়েন সত্ত্বেও এই ফোনালাপ দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।
অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি নরেন্দ্র মোদির জন্য পাঠিয়েছেন নিজের স্বাক্ষর করা একটি বিশেষ জার্সি। মোদির জন্মদিন উপলক্ষে এই উপহারকে ভারত-আর্জেন্টিনা ক্রীড়া সম্পর্কের বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের বড়নগরে জন্ম নেওয়া নরেন্দ্র মোদি ছোটবেলা থেকেই আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ ২৪ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। তার নেতৃত্বে ভারত অর্থনীতি, মহাকাশ গবেষণা ও বৈদেশিক নীতিতে নতুন উচ্চতায় পৌঁছেছে বলে দাবি ক্ষমতাসীন দল বিজেপির।
ঢাকা/ফিরোজ