এক ম্যাচের জন্য এনেও বরিশাল কেন খেলাল না নিশামকে
Published: 8th, February 2025 GMT
ফাইনাল জেতার পর ডেভিড ম্যালানের একটি সাক্ষাৎকার নেন জিমি নিশাম। এবারের বিপিএলে নিউজিল্যান্ড অলরাউন্ডারের উপস্থিতি বলতে এতটুকুই। দক্ষিণ আফ্রিকা থেকে তাঁকে ফাইনালের জন্য উড়িয়ে এনেছিল ফরচুন বরিশাল। শুধু কি একটা সাক্ষাৎকার নেওয়ার জন্যই? ভুল বুঝবেন না, নিশাম এখনো ক্রিকেট ছেড়ে পেশাদার উপস্থাপক হয়ে যাননি।
বাংলাদেশের উদ্দেশে উড়াল দেওয়ার আগেও এসএ টি–টোয়েন্টিতে নিশাম প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে এমআই কেপটাউনের বিপক্ষে খেলে এসেছেন। বোলিংয়ে ৩ উইকেট আর ব্যাটিংয়ে ২৪ বলে করেছেন ৩২ রান।
আরও পড়ুনবিপিএল ফাইনাল: জিততে জিততে ঠিক কোথায় হারল চিটাগং কিংস৩৬ মিনিট আগেতাতে অবশ্য বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের একাদশে জায়গা হয়নি। ম্যাচ শেষে ম্যালানের সঙ্গে এ নিয়ে রসিকতাও করেন নিশাম, ‘তোমাদের দলটা তো ভালোই। ১০ জন নিয়ে ফাইনাল জিততে পারে!’ যতই হাসি–তামাশা করুন, দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে এসে বেঞ্চে বসে থাকতে নিশ্চয়ই ভালো লাগেনি নিশামেরও।
দলে না থাকার কথা ফাইনালের আগেই জানতে পেরেছেন নিশাম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি