কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে ৪০০ বস্তা ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলমপুরে ঘটনাটি ঘটে। চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, গতকাল শনিবার ট্রাকটি ডিলারের সার নিয়ে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়া আসছিল। রাত ১২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলামপুর পৌঁছালে ঘন কুয়াশার কারণে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ট্রাকটি সড়কের পাশের খালে উল্টে পড়ে।
আরো পড়ুন:
উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় নিহত ৩
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ট্রাকের মালিক জাফর ইকবাল বলেন, “ঘনকুয়াশার কারণে ট্রাকটি খালে পড়েছে।”
ওসি সৈয়দ আল মামুন বলেন, “ট্রাকটি ডিলারের সার নিয়ে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়া আসছিল। দুর্ঘটনায় কেউ আহত হননি। ট্রাকটি ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি