তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, কামড়ে ছিঁড়ে নেওয়া হলো যুবকের কান
Published: 12th, February 2025 GMT
ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যানের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবকের কান কামড়ে ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এসময় আরো একজন আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন বোর্ড অফিসের সামনে প্রথম দফায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে হামলা করে প্রতিপক্ষের লোকজন আহত একজনকে আরো আহত করে।
এলাকাবাসী জানান, উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের সাঈদ ফকিরের ছেলে মোহাম্মাদ ফকিরসহ (২৪) তার তিন ভাই জন্মনিবন্ধন করার জন্য কাগজপত্র নিয়ে অটোভ্যান করে গোপালপুর বোর্ড অফিসের সামনে যান। একই ইউনিয়নের কামারগ্রামের হানিফ রেজা ছেলে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী রিফাত হোসেন (২৫) তার সহপাঠীদের সঙ্গে সেখানে দাঁড়িয়ে ছিলেন। এসময় অটোভ্যানের হর্ন বাজালে চালকের সাথে রিফাতদের কথা কাটাকাটি হয়।
আরো পড়ুন:
কুষ্টিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৮
হাইমচরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
এসময় রিফাত হোসেন ও মোহাম্মদ ফকিরের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মোহম্মাদ ফকির রিফাত হোসেনের বাম কান কামড়ে ছিঁড়ে ফেলেন। পরে সহপাঠীরা রিফাতকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর কিছুক্ষণ পর আহত মোহাম্মাদকে তার ভাইরা হাসপাতালে আনেন। এ সময় রিফাতের বন্ধুরা তাদের ওপর হামলা চালায়। এতে মোহাম্মাদ গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.
আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বলেন, “হাসপাতালে হামলার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/তামিম/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত আলফ ড ঙ গ স ঘর ষ উপজ ল
এছাড়াও পড়ুন:
মুদি দোকানে যৌন উত্তেজক ঔষধ, জরিমানা
দিনাজপুরের হাকিমপুরে মুদি দোকানে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ গুদামজাত এবং বিক্রি করায় দুই দোকানিকে জরিমানা করা হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার সাতনী চার রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। এসময় ধ্বংস করা হয় দুই হাজার নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ।
ইউএনও অমিত রায় বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুদি দোকানে মজুত করে রাখা দুই হাজার নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়েছে। এসময় মুদি দোকানদার মোতালেবকে এক লাখ ও বেলাল নামের আরেকজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’
আরো পড়ুন:
রাজউকের দুই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈধ লাইসেন্স নেই, রিসোর্টে লাখ টাকা জরিমানা
ঢাকা/মোসলেম/রাজীব