বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম-এর পক্ষ থেকে দেশের ঘরোয়া ফুটবলের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দেশীয় সংগঠক, কোচ, খেলোয়াড়, সমর্থকদেরকে সম্মান জানানো হয়েছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিট’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, অভিনেত্রী ও উদ্যোক্তা শাহনাজ মজিদ সন্ধ্যা, ক্রীড়া সংগঠক ও দিপালী সংঘ এর সাধারণ সম্পাদক শফিকুল আজম ভূঁইয়া শোয়েব। 

বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম-এর সভাপতি কনক রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো.

শাহাদাত হোসেন। 

বিএফএসএফ বিপিএল ফুটবল অ্যাওয়ার্ড ২০২২-২৩ উপলক্ষে সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফারকে আজীবন সম্মাননা, বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংস-এর সভাপতি ইমরুল হাসানকে সফল ক্রীড়া সংগঠক, হাবিবুর রহমান হাবিবকে সেরা সমর্থক (মরণোত্তর), আনিসুর রহমানকে সেরা রেফারি,  নুরুজ্জামানকে সেরা সহকারী রেফারির পুরস্কার দেওয়া হয়। 

আলফাজ আহমেদকে সেরা হেড কোচ, জাহান-ই-আলম নূরীকে সেরা সহকারী কোচ, আনিসুর রহমান জিকোকে সেরা গোলরক্ষক গোলরক্ষকের পুরস্কার দেওয়া হয়। সেরা ডিফেন্ডার হন মেহেদী হাসান, সেরা মিডফিল্ডার হৃদয়, সেরা স্ট্রাইকার শেখ মোরসালিন। সেরা খেলোয়াড় হন রাকিব। সর্বোচ্চ গোলদাতা এলিটা কিংসলে ও সেরা উদীয়মান খেলোয়াড় হন শাহরিয়ার ইমন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ল দ শ ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ