বিএফএসএফ বিপিএল এ্যাওয়ার্ড প্রদান
Published: 12th, February 2025 GMT
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম-এর পক্ষ থেকে দেশের ঘরোয়া ফুটবলের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দেশীয় সংগঠক, কোচ, খেলোয়াড়, সমর্থকদেরকে সম্মান জানানো হয়েছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিট’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, অভিনেত্রী ও উদ্যোক্তা শাহনাজ মজিদ সন্ধ্যা, ক্রীড়া সংগঠক ও দিপালী সংঘ এর সাধারণ সম্পাদক শফিকুল আজম ভূঁইয়া শোয়েব।
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম-এর সভাপতি কনক রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো.
বিএফএসএফ বিপিএল ফুটবল অ্যাওয়ার্ড ২০২২-২৩ উপলক্ষে সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফারকে আজীবন সম্মাননা, বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংস-এর সভাপতি ইমরুল হাসানকে সফল ক্রীড়া সংগঠক, হাবিবুর রহমান হাবিবকে সেরা সমর্থক (মরণোত্তর), আনিসুর রহমানকে সেরা রেফারি, নুরুজ্জামানকে সেরা সহকারী রেফারির পুরস্কার দেওয়া হয়।
আলফাজ আহমেদকে সেরা হেড কোচ, জাহান-ই-আলম নূরীকে সেরা সহকারী কোচ, আনিসুর রহমান জিকোকে সেরা গোলরক্ষক গোলরক্ষকের পুরস্কার দেওয়া হয়। সেরা ডিফেন্ডার হন মেহেদী হাসান, সেরা মিডফিল্ডার হৃদয়, সেরা স্ট্রাইকার শেখ মোরসালিন। সেরা খেলোয়াড় হন রাকিব। সর্বোচ্চ গোলদাতা এলিটা কিংসলে ও সেরা উদীয়মান খেলোয়াড় হন শাহরিয়ার ইমন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব ল দ শ ফ টবল ফ টবল
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।