রাবির ফোকলোর বিভাগের রজত জয়ন্তী কাল
Published: 12th, February 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের রজত জয়ন্তী, ষষ্ঠ আন্তর্জাতিক ফোকলোর সেমিনার ও দ্বিতীয় ফোকলোর অ্যালামনাই পুনর্মিলনী-২০২৫ আগামীকাল অনুষ্ঠিত হবে।
আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য সালেহ হাসান নকীব।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মো.
ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে করবেন।
অনুষ্ঠান সূচির প্রথম পর্বে থাকছে সকাল সাড়ে ৮টায় রেজিস্ট্রেশন, সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান, ১০টা ২০ মিনিটে বর্ণাঢ্য র্যালি, ১১টা ১৫ মিনিটে শোক সভা, ১১টা ২০ মিনিটে চতুর্থ শিল্প বিপ্লব ও বৈশ্বিক ফোকলোর শীর্ষক আলোচনা সভা। দুপুর সাড়ে ১২টায় শাহিদা খাতুন মেধা পুরস্কার বিতরণ, ১টায় বিভাগীয় সিনিয়র শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেড়টায় নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি।
দ্বিতীয় পর্বে থাকছে বেলা আড়াইটায় স্মৃতিচারণ ও আড্ডা, সাড়ে ৩টায় পিঠা উৎসব, সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৯টায় রাতের খাবার।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ভালোবাসা বিনিময়, স্মৃতিচারণ ও আড্ডা, সাড়ে ১০টায় লোকক্রীড়া, ১২টায় বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে অ্যালামনাইদের মত বিনিময় ও কর্মসংস্থান বিষয়ে পরামর্শ, ১টায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন ১টা ৪৫ মিনিটে নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি, আড়াইটায় আড্ডা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
এদিকে, দুই দিনব্যাপী এ অনুষ্ঠানকে ঘিরে ফোকলোর বিভাগসহ পুরো সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন তার সামনের অংশ সাজানো হয়েছে। শেষ মুহূর্তে বিভাগের শিক্ষার্থীরা আলপনায় দিচ্ছেন রঙ-তুলির আঁচড়।
ঢাকা/ফাহিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ কল র ব ভ গ র
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়