মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই : রনি
Published: 15th, February 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, অপরাধী এবং খারাপ প্রকৃতিক লোকজন কখনো ভাল লোকদের সাথে মিশতে পারে না।
খারাপ লোকজন ভাল লোকদের সাথে মেশার চেষ্টা করে। খারাপ লোকদের দুরে রেখে ভাল লোকদের সামনের সারিতে এনে সামাজিক কাজ করতে হবে।
বিশেষ করে মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই। তাই প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজনে যুবকদের উৎসাহিত করতে হবে। আর সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী কোন দলের লোক হতে পারে না। সমাজে যারা মাদক ব্যবসার সাথে লীপ্ত রয়েছে তাদের কাছ থেকে দুরে থাকার জন্য যুব সমাজের প্রতি আহবান করেন তিনি।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মাঠে যুব শক্তি সামাজিক সংগঠনের আয়োজিত শহিদ জিয়া স্মৃতি প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমাজে অনেক বিত্তবান ব্যক্তি রয়েছে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নয় তাদেরকে দিয়ে সমাজের ভাল কাজে পাশে রাখা উচিৎ। সমাজের বিত্তবান ভাইদেরকে বলতে চাই আপনারা সমাজের ভাল কাজের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
তাহলে দেখবেন যারা সমাজে খেলাধুলা সহ ভাল কাজের উদ্যোগ গ্রহণ করে তারা উৎসাহিত হবে। সমাজ থেকে মাদক সহ সকল ধরনের অপরাধ দুর করতে হলে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।
অনুষ্ঠানে আরএন ফ্যাশন এমডি আব্দুল্লাহ আল লিমন এবং আরটি ফ্যাশনের এমডি মো সাকিব যৌথভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে যুব শক্তি সামাজিক সংগঠনের সভাপতি মেহেদী হাসান রাব্বি'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মাহমুদুল হক আলমগীর, ফরিদপুর জেল সুপার আবু ফাতহা, স্থানীয় সমাজ সেবক প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহসভাপতি রোজিনা আক্তার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রধান, এনায়েতনগর ইউনিয়ন ৭ ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান প্রধান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন প্রধান, ২নং ওয়াডর্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক, যুবদল নেতা রুবেল, সুমন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ র স র রহম ন
এছাড়াও পড়ুন:
সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজারে নতুন ট্রেন চালুসহ ৮ দাবিতে অবরোধ-বিক্ষোভ
সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া জংশন স্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচি চলছে। আজ শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বেলা পৌনে একটা পর্যন্ত কোনো ট্রেন স্টেশনটিতে পৌঁছায়নি।
আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, কর্মসূচি সফল করতে সকাল থেকেই লোকজন লাল পতাকা হাতে নিয়ে কুলাউড়া রেলস্টেশনে জড়ো হতে থাকেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন তাঁরা।
এ সময় কুলাউড়ায় আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এম আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবেদ রাজা, জামায়াতে ইসলামীর প্রার্থী সাহেদ আলীসহ অনেকে।
একপর্যায়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির প্রতি একাত্মতা জানান। তিনি বলেন, ‘সিলেট বিভাগ রেল, সড়ক যোগাযোগসহ নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। এ বৈষম্যের বিরুদ্ধে কুলাউড়ার পাশাপাশি সিলেটের মানুষও জেগে উঠেছেন। রেলের আট দফা দাবি যৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া যাবে না।’
আট দফা দাবিগুলো হলো—ঢাকা-সিলেট রেলপথে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস দ্রুত চালুসহ সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু; আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ; আখাউড়া-সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালু; আখাউড়া-সিলেট সেকশনে সব বন্ধ স্টেশন চালু; কুলাউড়া জংশন ও শ্রীমঙ্গল স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি; সিলেট-ঢাকাগামী আন্তনগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী সব স্টেশনের যাত্রাবিরতি প্রত্যাহার; সিলেটের সঙ্গে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত এবং যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।
কুলাউড়া স্টেশনের স্টেশনমাস্টার রোমান আহমদ জানান, অবরোধের কারণে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল স্টেশনে কিছু সময় আটকা পড়ে। অবরোধ শুরুর আগে সকাল সাড়ে সাতটায় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশন ছেড়ে যায়।
শ্রীমঙ্গলে সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের সামনে অবস্থান নিয়ে অবরোধ করা হয়। আজ দুপুর ১২টার দিকে