মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই : রনি
Published: 15th, February 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, অপরাধী এবং খারাপ প্রকৃতিক লোকজন কখনো ভাল লোকদের সাথে মিশতে পারে না।
খারাপ লোকজন ভাল লোকদের সাথে মেশার চেষ্টা করে। খারাপ লোকদের দুরে রেখে ভাল লোকদের সামনের সারিতে এনে সামাজিক কাজ করতে হবে।
বিশেষ করে মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই। তাই প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজনে যুবকদের উৎসাহিত করতে হবে। আর সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী কোন দলের লোক হতে পারে না। সমাজে যারা মাদক ব্যবসার সাথে লীপ্ত রয়েছে তাদের কাছ থেকে দুরে থাকার জন্য যুব সমাজের প্রতি আহবান করেন তিনি।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মাঠে যুব শক্তি সামাজিক সংগঠনের আয়োজিত শহিদ জিয়া স্মৃতি প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমাজে অনেক বিত্তবান ব্যক্তি রয়েছে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নয় তাদেরকে দিয়ে সমাজের ভাল কাজে পাশে রাখা উচিৎ। সমাজের বিত্তবান ভাইদেরকে বলতে চাই আপনারা সমাজের ভাল কাজের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
তাহলে দেখবেন যারা সমাজে খেলাধুলা সহ ভাল কাজের উদ্যোগ গ্রহণ করে তারা উৎসাহিত হবে। সমাজ থেকে মাদক সহ সকল ধরনের অপরাধ দুর করতে হলে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।
অনুষ্ঠানে আরএন ফ্যাশন এমডি আব্দুল্লাহ আল লিমন এবং আরটি ফ্যাশনের এমডি মো সাকিব যৌথভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে যুব শক্তি সামাজিক সংগঠনের সভাপতি মেহেদী হাসান রাব্বি'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মাহমুদুল হক আলমগীর, ফরিদপুর জেল সুপার আবু ফাতহা, স্থানীয় সমাজ সেবক প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহসভাপতি রোজিনা আক্তার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রধান, এনায়েতনগর ইউনিয়ন ৭ ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান প্রধান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন প্রধান, ২নং ওয়াডর্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক, যুবদল নেতা রুবেল, সুমন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ র স র রহম ন
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম–কক্সবাজার রুটে দুই ট্রেনের সময় বদলে যাচ্ছে
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলা সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরীক্ষামূলকভাবে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সময়সূচি আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস (৮২১ নম্বর ট্রেন) ট্রেনটি এখন সকাল সোয়া ৬টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। নতুন সূচি অনুযায়ী, পরীক্ষামূলকভাবে এ ট্রেন চলাচল করবে ভোর ৫টা ৫০ মিনিটে।
আর কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (৮২২ নম্বর ট্রেন) ট্রেনটি কক্সবাজার স্টেশন ছাড়বে সকাল ১০টায়। এখন এ ট্রেন ছাড়ে ১০টা ২০ মিনিটে। গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলরত সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি পরীক্ষামূলকভাবে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান।
রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীকের সই করা এক চিঠিতে বলা হয়েছে, যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনার জন্য কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এবং চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে এখন দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করে আরও দুই জোড়া আন্তনগর ট্রেন।
কক্সবাজার রেললাইনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর। প্রথমে ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস নামে আন্তনগর বিরতিহীন ট্রেন দেওয়া হয়। এরপর গত বছরের জানুয়ারিতে চলাচল শুরু করে পর্যটক এক্সপ্রেস। এটাও দেওয়া হয় ঢাকা থেকে। চট্টগ্রাম থেকে ট্রেন না দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
গত বছরের ৮ এপ্রিল চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এক জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়। দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই ট্রেন। এরপর ইঞ্জিন ও কোচের সংকটের কথা বলে গত বছরের ৩০ মে তা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের চাপে সেই অবস্থান থেকে সরে আসে রেলওয়ে। গত বছরের ১২ জুন থেকে আবার চালু হয় ট্রেন। আর নিয়মিত ট্রেন চলাচল শুরু হয় চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে।
সৈকত এক্সপ্রেস ট্রেনটি যাত্রী ওঠানামার জন্য ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামবে।
আর প্রবাল এক্সপ্রেস যাত্রাপথে থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।