শ্রীপুরে ঘরে ঢুকে বৃদ্ধের হাত-পা বেঁধে ডাকাতি
Published: 17th, February 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে দরজা ভেঙে ঘরে ঢুকে বাদল মিয়া নামের এক বৃদ্ধের হাত-পা বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিরিশগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, ডাকাতেরা অর্থের পাশাপাশি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছেন।
বাদল মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন বলেন, গতকাল রাত আড়াইটার দিকে হঠাৎ একদল ডাকাত রান্নাঘরের বেড়া ভেঙে তাঁদের বসতবাড়িতে ঢুকেন। এরপর কৌশলে বাইরে থেকে তাঁর বাবার ঘরের দরজা খুলে ভেতরে যান। এ সময় ওই ঘরে বাদল মিয়ার হাত ও পা বেঁধে গলায় ছুরি ধরে চিৎকার–চেঁচামেচি করতে নিষেধ করেন তাঁরা। পরে ঘরে থাকা স্বর্ণালংকার, টাকাপয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান।
বিল্লাল হোসেন বলেন, লুটপাটের বিষয়টি পাশের কক্ষ থেকে টের পান তাঁর ছোট বোন। তাৎক্ষণিকভাবে তিনি আত্মীয়স্বজন ও আশপাশের লোকজনকে মুঠোফোনে কল করে ঘটনাটি জানান। এ সময়ের মধ্যে ডাকাত দল অন্য কক্ষের দরজাও ভাঙতে চেষ্টা করে। দ্রুত লোকজন বিভিন্ন জায়গা থেকে হইচই শুরু করলে ডাকাত দল একটি কক্ষের মালামাল লুট করে সেগুলো নিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের অন্তত পাঁচজন ঘরের ভেতরে প্রবেশ করেছিলেন। তাঁদের মধ্যে তিনজনের মুখ বাঁধা অবস্থায় ছিল। প্রত্যেকের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। তাঁদের হাতে দেশি অস্ত্র, দা, ছুরি, লোহার রড ও দরজা খোলার যন্ত্রাংশ ছিল।
আজ সকাল ১০টার দিকে শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে