সিদ্ধিরগঞ্জে আতত্বাকওয়া সমাজ কল্যানের উদ্যোগে আলোচনা সভা
Published: 17th, February 2025 GMT
সিদ্ধিরগঞ্জে আতত্বাকওয়া সমাজ কল্যানের উদ্যোগে “সমাজ পরিবর্তনে যুব সমাজের ভূমিকা ও মাহে রমজানের প্রস্তুতি” বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। বোববার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদমজী কদমতলী এলাকায় হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আতত্বাকওয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আদমজী হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক মো.
ছিনতাই কিংবা খুনের ঘটনা মাদকাসক্ত লোকের মাধ্যমে ঘটছে এমন নজির বহু রয়েছে। মাদক নির্মূল না করতে পারলে, অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। কেননা অধিকাংশ অপরাধমূলক কর্মকান্ডের পেছনে রয়েছে মাদকের কালো থাবা।
এক সমীক্ষায় জানা যায়, শতকরা ৮০ ভাগ মাদকাসক্তের বয়স ১৬ থেকে ৩০ বছরের মধ্যে। তার মানে বোঝাই যাচ্ছে, আমাদের মূল চালিকাশক্তি তরুণদের একটি বিরাট অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে যা দেশের প্রগতি ও সমৃদ্ধির অন্তরায়।
তিনি আতত্বাকওয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মোশারেফ হোসেনের প্রশংসা করে আরো বলেন এধরনে সামাজি সংগঠন গুলো এগিয়ে আসতে হবে আর সমাজটাকে ভালো রাখতে হলে সমাজের ভালো মানুষ গুলো এগিয়ে আসতে হবে।
আতত্বাকওয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. মোশারেফ হোসেন বলেন, সামাজিক উন্নয়ন হলো সমাজের জীবনযাত্রার মানের পরিবর্তন। অর্থাৎ জীবনমান, শিক্ষার হার এবং শ্রমিকের স্তরের উন্নতি করা, সহজ ভাষায় সামাজিক উন্নয়ন হলো সমাজের প্রতিটি ব্যক্তির কল্যানকে উন্নত করা, জ্ঞানকে কাজে লাগাতে হবে, আল্লাহ তাআলা সকলকেই জ্ঞান দান করে, ঐ জায়গা থেকে চেষ্টা, পরিশ্রম সৃজনশীলতাই, সমাজকে জাগ্রত করতে পারে।
আজকের যুব সমাজ আগামী দিনের ভাবিষ্যৎ যে সমাজ আজ উন্নত তা শুধু যুবসমাজ এগিয়ে আসার জন্যই তা হয়েছে, তাই আমাদের এগিয়ে আসতে হবে। দেখুন, আমাদের প্রত্যেকের উচিৎ সকলের প্রতি সাহায্যের হাত বাড়ানো এতে করে সমাজের প্রত্যেকটি ব্যক্তিই তার গন্তব্যে পৌঁছাতে পারবে, একে অপরের প্রতি দায়িত্ব পালন করা সবই আল্লাহর কাছে মূল্যবান আমাদের সকলকেই আল্লাহ তাআলা কবুল করুক ।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদমজী সোনামিয়া বাজার শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ, ও প্রধান জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মাকসুদুর রহমান, প্রধান জামে মসজিদের সাধারন সম্পাদক মো. শামসুল হক, আই.ই.টি গভমেন্ট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুল ইমলাম, এম,ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল কাশেম তালুকদগার, নিয়াজ, মাহম্মুদ হাসান, জাহিদুল ইসলাম, নাদিম সিকদার প্রমূখ ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ আম দ র অপর ধ
এছাড়াও পড়ুন:
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণিতে নবীনবরণ অনুষ্ঠিত
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ আজ সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রেওয়ান, এনডিসি, পিএসসি, পরিচালক, ডিপি (আর্মি)–২, ডিজিডিপি ও কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, বিজিওএম, এনডিসি, পিএসসি।
একাদশ শ্রেণির নবাগত প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২ হাজার ৪১১ শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ২ হাজার ২২৭ জন জিপিএ–৫ অর্জন করেছে। বিজ্ঞপ্তি
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫