সিদ্ধিরগঞ্জে আতত্বাকওয়া সমাজ কল্যানের উদ্যোগে “সমাজ পরিবর্তনে যুব সমাজের ভূমিকা ও মাহে রমজানের প্রস্তুতি” বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। বোববার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদমজী কদমতলী এলাকায় হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আতত্বাকওয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আদমজী হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক মো.

আইয়ুব হোসেন বলেন, বিশ্বায়নের যে কয়টি উপসর্গ ঘৃণিত ও কলঙ্কিত তার মধ্যে অন্যতম সব অপরাধের জনক মাদক। এটি চুরি, ডাকাতি, খুন ও যৌন হয়রানির মতো অপরাধের নেপথ্যের অন্যতম কারণ।

ছিনতাই কিংবা খুনের ঘটনা মাদকাসক্ত লোকের মাধ্যমে ঘটছে এমন নজির বহু রয়েছে। মাদক নির্মূল না করতে পারলে, অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। কেননা অধিকাংশ অপরাধমূলক কর্মকান্ডের পেছনে রয়েছে মাদকের কালো থাবা। 

এক সমীক্ষায় জানা যায়, শতকরা ৮০ ভাগ মাদকাসক্তের বয়স ১৬ থেকে ৩০ বছরের মধ্যে। তার মানে বোঝাই যাচ্ছে, আমাদের মূল চালিকাশক্তি তরুণদের একটি বিরাট অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে যা দেশের প্রগতি ও সমৃদ্ধির অন্তরায়। 

তিনি আতত্বাকওয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মোশারেফ হোসেনের প্রশংসা করে আরো বলেন এধরনে সামাজি সংগঠন গুলো এগিয়ে আসতে হবে আর সমাজটাকে ভালো রাখতে হলে সমাজের ভালো মানুষ গুলো এগিয়ে আসতে হবে।

আতত্বাকওয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. মোশারেফ হোসেন বলেন, সামাজিক উন্নয়ন হলো সমাজের জীবনযাত্রার মানের পরিবর্তন। অর্থাৎ জীবনমান, শিক্ষার হার এবং শ্রমিকের স্তরের উন্নতি করা, সহজ ভাষায় সামাজিক উন্নয়ন হলো সমাজের প্রতিটি ব্যক্তির কল্যানকে উন্নত করা, জ্ঞানকে কাজে লাগাতে হবে, আল্লাহ তাআলা সকলকেই জ্ঞান দান করে, ঐ জায়গা থেকে চেষ্টা, পরিশ্রম সৃজনশীলতাই, সমাজকে জাগ্রত করতে পারে। 

আজকের যুব সমাজ আগামী দিনের ভাবিষ্যৎ যে সমাজ আজ উন্নত তা শুধু যুবসমাজ এগিয়ে আসার জন্যই তা হয়েছে, তাই আমাদের এগিয়ে আসতে হবে। দেখুন, আমাদের প্রত্যেকের উচিৎ সকলের প্রতি সাহায্যের হাত বাড়ানো এতে করে সমাজের প্রত্যেকটি ব্যক্তিই তার গন্তব্যে পৌঁছাতে পারবে, একে অপরের প্রতি দায়িত্ব পালন করা সবই আল্লাহর কাছে মূল্যবান আমাদের সকলকেই আল্লাহ তাআলা কবুল করুক ।

এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদমজী সোনামিয়া বাজার শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ, ও প্রধান জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি  মাকসুদুর রহমান, প্রধান জামে মসজিদের সাধারন সম্পাদক মো. শামসুল হক, আই.ই.টি গভমেন্ট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুল ইমলাম, এম,ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল কাশেম তালুকদগার, নিয়াজ, মাহম্মুদ হাসান, জাহিদুল ইসলাম, নাদিম সিকদার প্রমূখ ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ আম দ র অপর ধ

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা নীলফমারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নীলফমারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ এপ্রিল) সাড়ে ৫ টার দিকে আদমজী চাষাড়া সড়কে ইপিজেড এর সামনে নারায়ণগঞ্জে বসবাসরত রংপুর বিভাগীয় বিএনপি সমর্থক গোস্ঠীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রংপুর বিভাগ তরুণ দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক এস, এম খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সদস্য সচিব আরিফ মুন্সী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন ভূঁইয়া, নীলফামারী জেলা তাঁতী দলের সদস্য মোঃ খোকা, লালমনিরহাট জেলা তাঁতি দলের সদস্য আশরাফ আহমেদ খান, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য নিতাই সরকার ,সঞ্চালনায় জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জাসাস, ও এলাকাবাসী। 

তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী হইতে বিক্ষোভ মিছিল পরিচালনা শুরু করেন এবং আদমজী ইপিজেড এর সামনে অবস্থান করেন। 

এসময় মানববন্ধনে নারায়ণগঞ্জে বসবাসরত রংপুর বিভাগীয় বিএনপি সমর্থক গোস্ঠী নেতারা বলেন, এই দায়েরকৃত মিথ্যা মামলার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।

আমরা অন্তবর্তী সরকারের কাছে এই মামলা সঠিক তদন্তের মাধ্যমে নীলফমারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নীলফমারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবি জানাই।

বক্তারা আরো বলেন, এটি একটি ষড়যন্ত্র মূলক মামলা তাকে মিথ্যা আসামী বানিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়। আমরা চাই দ্রুত যেন তার মুক্তি দেওয়া হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • দখল-দূষণে বিপন্ন লক্ষ্মীপুরের খাল ও নদী উদ্ধারে অভিযান