গাইবান্ধার গোবিন্দগঞ্জে কুলখানির দাওয়াত খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ী রিফাইতপুর গ্রামে ইজিবাইক চালক বেলালের মায়ের কুলখানি (মজলিস) অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। খাবার গ্রহণের পর মধ্যরাত থেকে অনেকের ডায়রিয়া ও বমি শুরু হয়। সোমবার সকাল থেকে অসুস্থদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

গাইবান্ধা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১৮৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১২৪ জন গাইবান্ধা হাসপাতালে ভর্তি হন এবং ৫১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ আরিফা খানম জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে।

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.

রফিকুজ্জামান বলেন, মজলিসের আটার ডাল খেয়ে অনেকে অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আমরা স্বল্প জনবল নিয়ে তাদের চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।

উৎস: Samakal

কীওয়ার্ড: খ দ যপণ য

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ