লা লিগা ছেড়ে অন্য লিগে খেলবে রিয়াল?
Published: 18th, February 2025 GMT
লা লিগা থেকে নাম প্রত্যাহার করে নিতে চায় রিয়াল মাদ্রিদ। ইউরোপের শীর্ষ পর্যায়ের অন্য কোন লিগে খেলার কথা ভাবছে ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ড। সম্প্রতি জুড বেলিংহামকে লাল কার্ড দেখানোর ঘটনায় এমন সিদ্ধান্তের পথেই নাকি হাঁটছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ আউটলেট স্পোর্ত দিয়েছে এমন খবর। তাদের মতে, স্পেনের শীর্ষ পর্যায়ের ফুটবল ছেড়ে ইউরোপের বাকি চার শীর্ষ লিগের কোন একটিতে খেলার কথা ভাবছে লস ব্লাঙ্কোসরা। সেক্ষেত্রে ইতালির সিরি আ, জার্মান বুন্দেসলিগা ও ফ্রান্সের লিগ ওয়ান নাকি হতে পারে রিয়ালের সম্ভাব্য নতুন ঠিকানা।
তবে এক লিগ ছেড়ে অন্য লিগে যাওয়া বললেই যাওয়া নয়। তার জন্য অন্তত চারটি সংগঠনের অনুমতি নিতে হবে। লা লিগা ছাড়ার জন্য রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ছাড়পত্র নিতে হবে। এরপর যে লিগে খেলবে ওই লিগ কর্তৃপক্ষকে রাজি হতে হবে। সঙ্গে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের নীতিনির্ধারক উয়েফার ছাড়পত্র নিতে হবে।
রিয়াল মাদ্রিদ গত লিগ ম্যাচে ওসাশুনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। যে কারণে লা লিগার শীর্ষস্থান হারিয়েছে তারা। ওই ম্যাচে ৩৭ মিনিটে জুড বেলিংহামকে সরাসরি লাল কার্ড দেন রেফারি। ইংলিশ ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ, রেফারিকে গালি দিয়েছেন তিনি।
তবে ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, রেফারি আসলে বেলিংহামের ইংরেজির যথাযথ অর্থ বুঝতে পারেননি। বেলিংহাম নিজের ওপরই বিরক্তি প্রকাশ করেছিলেন। অথচ রেফারি মনে করেছেন, তাকে গালি দিয়েছেন রিয়াল মিডফিল্ডার। যে কারণে দেখিয়ে দেন সরাসরি লাল কার্ড। গালি দিলে অবশ্য বেলিংহাম ৪ ম্যাচের নিষেধাজ্ঞার শঙ্কায় পড়তেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ভারতীয় জলসীমায় গ্রেপ্তার ১৩ বাংলাদেশি
মাত্র দুইদিনের ব্যবধানে আবারো ভারতীয় জলসীমা লঙ্ঘন করার অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক করা হয়েছে বাংলাদেশি ট্রলার। বুধবার (১৭ সেপ্টেম্বর) মায়ের দোয়া নামক ওই ট্রলারে মোট ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তারের পাশাপাশি বাংলাদেশি ওই ফিশিং ট্রলারটি বাজেয়াপ্ত করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
উপকূলরক্ষী বাহিনীর তরফে সংবাদমাধ্যমকে বাংলাদেশি মৎস্যজীবীদের আটক এর ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। তবে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত ট্রলার ও ১৩ জন মৎস্যজীবীকে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের আদালতে তোলা হবে।
আরো পড়ুন:
জলবায়ু পরিবর্তনে বদলাচ্ছে রোগের চিত্র, বাড়ছে বিরল সংক্রমণ
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
এর আগে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সুন্দরবনের ভারতীয় অংশে জলসীমা অতিক্রম করার অভিযোগে আটক করা হয় ১৯ বাংলাদেশি মৎস্যজীবিকে। ধৃত মৎসজীবীরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা।
প্রসঙ্গত, গত জুলাই মাসের মাঝামাঝি ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’ নামে দুটি ভারতীয় ফিশিং ট্রলারের ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। পরবর্তীতে মোংলা থানার পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পাল্টাপাল্টি মৎস্যজীবী আটকের ঘটনায় দুই দেশের তরফেই ফের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। তবে মৎসজীবীদের প্রত্যর্পণের বিষয়ে দুই দেশের এখনো কোনোপ্রকার আলোচনা শুরু হয়নি বলেই দূতাবাস সূত্রের খবর।
ঢাকা/সুচরিতা/ফিরোজ