লা লিগা ছেড়ে অন্য লিগে খেলবে রিয়াল?
Published: 18th, February 2025 GMT
লা লিগা থেকে নাম প্রত্যাহার করে নিতে চায় রিয়াল মাদ্রিদ। ইউরোপের শীর্ষ পর্যায়ের অন্য কোন লিগে খেলার কথা ভাবছে ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ড। সম্প্রতি জুড বেলিংহামকে লাল কার্ড দেখানোর ঘটনায় এমন সিদ্ধান্তের পথেই নাকি হাঁটছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ আউটলেট স্পোর্ত দিয়েছে এমন খবর। তাদের মতে, স্পেনের শীর্ষ পর্যায়ের ফুটবল ছেড়ে ইউরোপের বাকি চার শীর্ষ লিগের কোন একটিতে খেলার কথা ভাবছে লস ব্লাঙ্কোসরা। সেক্ষেত্রে ইতালির সিরি আ, জার্মান বুন্দেসলিগা ও ফ্রান্সের লিগ ওয়ান নাকি হতে পারে রিয়ালের সম্ভাব্য নতুন ঠিকানা।
তবে এক লিগ ছেড়ে অন্য লিগে যাওয়া বললেই যাওয়া নয়। তার জন্য অন্তত চারটি সংগঠনের অনুমতি নিতে হবে। লা লিগা ছাড়ার জন্য রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ছাড়পত্র নিতে হবে। এরপর যে লিগে খেলবে ওই লিগ কর্তৃপক্ষকে রাজি হতে হবে। সঙ্গে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের নীতিনির্ধারক উয়েফার ছাড়পত্র নিতে হবে।
রিয়াল মাদ্রিদ গত লিগ ম্যাচে ওসাশুনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। যে কারণে লা লিগার শীর্ষস্থান হারিয়েছে তারা। ওই ম্যাচে ৩৭ মিনিটে জুড বেলিংহামকে সরাসরি লাল কার্ড দেন রেফারি। ইংলিশ ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ, রেফারিকে গালি দিয়েছেন তিনি।
তবে ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, রেফারি আসলে বেলিংহামের ইংরেজির যথাযথ অর্থ বুঝতে পারেননি। বেলিংহাম নিজের ওপরই বিরক্তি প্রকাশ করেছিলেন। অথচ রেফারি মনে করেছেন, তাকে গালি দিয়েছেন রিয়াল মিডফিল্ডার। যে কারণে দেখিয়ে দেন সরাসরি লাল কার্ড। গালি দিলে অবশ্য বেলিংহাম ৪ ম্যাচের নিষেধাজ্ঞার শঙ্কায় পড়তেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//