সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘নে ঝা টু’
Published: 19th, February 2025 GMT
সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড চলচ্চিত্রের শীর্ষে এখন চীনের মান্দারিন ভাষার ‘নে ঝা টু’। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিজনির ‘ইনসাইড আউট টু’-কে টপকে সেরার তকমা দখলে নেয় এই সিনেমা।
উচ্চ-প্রযুক্তির আইম্যাক্স থিয়েটারে সিনেমাটি দ্বিতীয়বার দেখার জন্য ভিড় করছেন দর্শকরা। চীনা নববর্ষে মুক্তি পাওয়ার পর থেকেই চলচ্চিত্রটি একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে। তুমুল জনপ্রিয়তার কারণে আইম্যাক্স থিয়েটাগুলোতে ‘নে ঝা টু’ সিনেমার টিকিট যেন সোনার হরিণ হয়ে উঠেছে।
সিএনএন এক প্রতিবেদেনে জানিয়েছে, সিঙ্গেল মার্কেটে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘নে ঝা টু’। গত ২৯ জানুয়ারি মুক্তির পর থেকে চীনে টিকিট বিক্রিতে বিস্ময় তৈরি করেছে। এরই মধ্যে ১.
আরো পড়ুন:
তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন
চীনে নবম এশিয়ান শীতকালীন গেমস উদ্বোধন করলেন প্রেসিডেন্ট শি জিনপিং
পৌরাণিক গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন জিয়াওজি। ছোট এক বালকের অলৌকিক ক্ষমতাকে ঘিরে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— লু ইয়ানতিং, হান মো, লু চি প্রমুখ।
২০১৯ সালে মুক্তি পায় ‘নে ঝা’ সিনেমা। এটি নির্মাণ করেন জিয়াওজি। ৬ বছর পর নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল। এটিও বক্স অফিসে সাড়া ফেলেছিল। তবে এতটা ঝড় তুলতে পারেনি।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।