খাগড়াছড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যাল ২০২৫
Published: 19th, February 2025 GMT
খাগড়াছড়িতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় প্রযুক্তি-ভিত্তিক আয়োজন ‘হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যাল ২০২৫’। স্থানীয় তরুণদের প্রযুক্তিজ্ঞান বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ প্রসারের লক্ষ্যে আয়োজিত এই কার্নিভ্যাল ২২ ফেব্রুয়ারি খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এডুলাইফ আইটি ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে থাকছেন দেশবরেণ্য প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞরা। এতে অংশগ্রহণকারীরা প্রযুক্তির বিভিন্ন খাত, ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন এবং নেটওয়ার্কিং–সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ও কর্মশালায় অংশ নিতে পারবেন।
পার্বত্য এলাকাগুলোতে তথ্যপ্রযুক্তির প্রসার এখনো অন্যান্য অঞ্চলের তুলনায় সীমিত। তরুণদের আইটি খাতে দক্ষ করে গড়ে তুলতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকেরা। এডুলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা আমির হোসেন প্রথম আলোকে জানান, অনুষ্ঠানটিকে জাঁকজমকপূর্ণ করতে সবার অংশগ্রহণ এবং সহযোগিতা প্রয়োজন। এই অনুষ্ঠান খাগড়াছড়ি আইটি কমিউনিটির জন্য নতুন ও ভালো কিছু বয়ে আনবে। পার্বত্য অঞ্চলগুলোতেও যে আইটিবিষয়ক চর্চা হয়, এটা পুরো দেশবাসীর সামনে তুলে ধরায় এই আয়োজনের উদ্দেশ্য।
স্পিকার হিসেবে কারা থাকছেন কার্নিভ্যালেহিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যালের অন্যতম আকর্ষণ প্রযুক্তি ও উদ্যোক্তা খাতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি। অতিথি হিসেবে থাকবেন শীর্ষস্থানীয় প্রোগ্রামার, সব ও অভিজ্ঞ উদ্যোক্তা, তথ্যপ্রযুক্তি–বিষয়ক লেখকসহ ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং খাতের আরও অনেক অভিজ্ঞ ব্যক্তি।
তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের আগ্রহ বাড়ছেগত বছর প্রথমবারের মতো আয়োজিত হওয়া ‘হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যাল’ ব্যাপক সাড়া ফেলেছিল। এবার আরও বৃহৎ পরিসরে আয়োজনের ফলে তরুণদের আগ্রহ আরও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কার্নিভ্যালে অংশগ্রহণ করতে হলে প্রাক্-নিবন্ধন বাধ্যতামূলক। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসনসংখ্যা সীমিত থাকায় আগ্রহীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
প্রযুক্তিনির্ভর পেশা গড়তে এবং সম্ভাবনাময় এই খাত সম্পর্কে জানার জন্য পার্বত্য অঞ্চলের তরুণদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন হতে যাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। অংশগ্রহণকারী সবার জন্য থাকবে তথ্যপ্রযুক্তিশিল্পের বিশেষজ্ঞদের কাছ থেকে নিজেদের ব্যবসা কিংবা পেশা গড়ার নানা দিকনিদের্শনা ও তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ আয় জ ত র জন য
এছাড়াও পড়ুন:
রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
২০০৮ থেকে ২০১৭ সালের মধ্যে চারবার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একটি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, তিনটি রিয়াল মাদ্রিদের হয়ে।
সেই সময় ৬ থেকে ৮ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজন করত ফিফা। সাধারণত স্বাগতিক দেশের ক্লাব ও মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে বসত এই বৈশ্বিক আসর। রোনালদোর দল প্রতিবারই উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে ইউরোপ মহাদেশের সেরা হয়ে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
এ বছর থেকে বৃহৎ পরিসরে ক্লাব বিশ্বকাপ হতে চলেছে। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২ ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। খেলবে ৬ মহাদেশের ৩২টি ক্লাব।
আরও পড়ুনবডি ক্যাম নিয়ে নামবেন রেফারিরা, ক্লাব বিশ্বকাপে ফিফার চমক১৫ এপ্রিল ২০২৫পরিধি বাড়ায় প্রায় সব মহাদেশ থেকে আরও বেশি দল এখন থেকে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। লিওনেল মেসির দল ইন্টার মায়ামিও স্বাগতিক দেশের ক্লাব হিসেবে বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।
কিন্তু রোনালদো এবার হতভাগাদের তালিকায়। তাঁর দল আল নাসর যে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি!
সৌদি আরব থেকে শুধু আল হিলাল ২০২৫ ক্লাব বিশ্বকাপে জায়গা পেয়েছে