মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে উঠতে গিয়ে পড়ে হাত বিচ্ছিন্ন
Published: 20th, February 2025 GMT
সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ট্রেনে উঠার সময় পড়ে গিয়ে এক যাত্রীর এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত আমজাদ হোসেন নওগাঁর আত্রাই থানার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ হোসেন দ্রুতযান এক্সপ্রেসে ঢাকায় যাচ্ছিলেন। ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন প্লাটফমে থামলে আমজাদ হোসেন কিছু কিনতে নামেন। এ সময় মোবাইলে কল আসায় তিনি কথা বলতে বলতে ট্রেনে উঠার সময় হাত ফসকে পড়ে যান। এতে তার বাম হাত ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়৷
আরো পড়ুন:
কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন উঠছে আজ
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশনে বিকেল ৩টা ৪৫ মিনিটে আসে। এ সময় এক যাত্রী প্ল্যাটফর্মে নেমে কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। বিষয়টি জিআরপি থানাকে জানানো হয়েছে।
ঢাকা/অদিত্য/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত