সম্পর্কটা তাদের মধ্যে অনেক আগের থেকেই ভালো। সাকিব আল হাসান যখন সাকিব হয়ে-ও ওঠেননি তখন তাকে চড়া মূল্যে নিজের ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে নিয়েছিলেন ক্রিকেট সংগঠক লুৎফর রহমান বাদল। এরপর মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জে সাকিবকে সাথে নিয়েই দল গড়েছেন বাদল।

নাজমুল হাসান পাপনের বোর্ড ক্ষমতায় আসার পর তাদের সমালোচনা করায় তাকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপর নানা জটিলতায় পড়ে দেশ ত্যাগও করতে হয় তাকে। তবে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখেননি। নিজের দল লিজেন্ডস অব রূপগঞ্জকে পরিচালনা করেছেন দারুণভাবে। এ সময়ে তার দল চ্যাম্পিয়ন হতে না পারলেও ভালো পারফরম্যান্স করে ছিলেন আলোচনায়। বাদল দেশে না থাকলেও তার দলে খেলেছেন সাকিব।

দেশে ক্ষমতা পরিবর্তনের পরপরই বাদল ফিরে আসেন। আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সেজন্য দলবদল শুরু হয়েছে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) থেকে। আগামীকালও হবে দলবদল। বাদলের লিজেন্ডস অব রূপগঞ্জ দলবদলের প্রথম দিনই আলোচনায়। কেননা বাদলের রূপগঞ্জ সাইন করিয়েছে সাকিবকে। মিরপুর হোম অব ক্রিকেটের সিসিডিএম অফিসে বাদল নিজে সাকিবের ফর্ম তুলে আনুষ্ঠানিকতা শেষে জমা দিয়েছেন। গত বছর শেখ জামালের হয়ে খেলেছেন সাকিব। এবার তার পুরোনো ঠিকানা রূপগঞ্জ।

আরো পড়ুন:

‘যারা আছে তারা যোগ্য’- সাকিবের না থাকার মন্তব্যে লিপু

নিষিদ্ধই থাকছেন ‘বোলার’ সাকিব

কিন্তু সাকিব খেলতে পারবেন কিনা সেটাই বিরাট প্রশ্নের। মিরপুরে খেলে টেস্ট থেকে অবসর নিতে পারেননি তিনি। খেলতে পারেননি বিপিএলেও চিটাগং কিংসের হয়ে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তার দেশে ফেরা হয়নি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। সঙ্গে মাঠে ফেরা নিয়েও রয়েছে শঙ্কা। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন। দুইবার পরীক্ষা দিয়েও পারেননি উতরাতে।

ঢাকা লিগে খেলতে হলে তাকে প্রথমে দেশে ফিরতে হবে এবং একই সঙ্গে বোলিং অ্যাকশনেও পাস করতে হবে। রূপগঞ্জের চেয়ারম্যান বাদলের বিশ্বাস সব বাধা পেরিয়েই সাকিবকে পাওয়া যাবে ঢাকা লিগে।

‘‘আমি মনে করি ও (সাকিব) একটা দেশের সম্পদ। এই সম্পদ এতো তাড়াতাড়ি হারিয়ে যাবে, ঝরে যাবে…এটা আমি অনুভব করছি। ওকে যেভাবেই হোক রেসকিউ করে হলেও মাঠে আনতে হবে। ওর এখনো অনেক কিছু দেওয়ার মতো আছে। আমার সাথে যেটা কথা হয়েছে, কিছুদিন পর ইংল্যান্ডে যাচ্ছে তৃতীয় টেস্ট দিতে যাবে (বোলিং অ্যাকশন) রোজার মধ্যে। একজন কোচও নিয়েছে ইংল্যান্ডের। কোচ অ্যাগ্রি করলে আবার পরীক্ষা দেবে। পরীক্ষায় পাস করলে আমার ধারনা সে বাংলাদেশে এসে খেলতে পারবে। আমরা তাকে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। সেজন্যই তো নেওয়া। নইলে আমরা নেব কেন? যদি না-ই খেলতে পারে।’’

সিসিডিএম জানিয়েছে, জাতীয় দলে খেলার অ্যাসাইনমেন্টে যারা বাইরে আছে এবং নিজেদের ব্যক্তিগত কাজে যারা বাইরে আছে তাদের দলবদল অনলাইনে করার সুযোগ রয়েছে। সাকিবের ক্ষেত্রে সেই সুযোগটিই নিয়েছে রূপগঞ্জ। তার রেজিস্ট্রেশন নম্বর ৯৩৫০।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ক ব আল হ স ন র পগঞ জ

এছাড়াও পড়ুন:

বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার

সংস্কার শেষে ফেনীর দ্বিতীয় কারাগার চালু হয়েছে। আজ শনিবার সকালে বন্দীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে এ কারার যাত্রা শুরু হয়। এতে চট্টগ্রাম বিভাগের আটটি কারাগারের সাজাপ্রাপ্ত আসামিদের ও ফেনী জজ আদালতে বিচারাধীন মামলার আসামিদের রাখা হবে।

কারা সূত্র জানায়, দেশের পুরোনো চারটি কারাগারের মধ্যে ফেনী-২ কারাগার একটি। শত বছরের পুরোনো এ কারাগার ভবন ছিল জরাজীর্ণ। এ কারণে ২০১৯ সালে ১২ জানুয়ারি এ কারাগার থেকে বন্দীদের ফেনীর শহরতলির রানীরহাট এলাকার নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে কারাগারটি অনেকটা ‘পরিত্যক্ত’ অবস্থায় ছিল।

নতুন করে চালু হওয়া কারাগারটির অবস্থান ফেনী শহরের মাস্টারপাড়ায়। এটি ১৯১৫ সালে সাবজেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৮ সালে জেলা এটিকে কারাগারে উন্নীত হয়। এ কারাগারের বর্তমান ধারণক্ষমতা ১৭২ জন। এর মধ্যে ১৭০ জন পুরুষ ও ২ জন নারী। কারাগার চালু করার জন্য গতকাল কুমিল্লা জেলা কারাগার থেকে ২৪ জন ও চট্টগ্রাম থেকে চারজন বন্দীকে আনা হয়েছিল। তাঁরা সবাই সশ্রম সাজাপ্রাপ্ত। এ কারাগারে তাঁরা রান্নার দায়িত্বে থাকবেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের ফেনীর দ্বিতীয় কারাগারে আনা হবে। আপাতত এতে কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩ জন বন্দী এখানে স্থানান্তর করা হবে। এতে সেল, রান্নাঘর, কিশোর ওয়ার্ড, মসজিদসহ প্রয়োজনীয় সুবিধা রয়েছে। এ কারাগার নিয়ে বর্তমানে দেশে কারার সংখ্যা ৭১।

জানতে চাইলে ফেনী-২–এর জেল সুপার মো. দিদারুল আলম বলেন, ‘রাষ্ট্র চায়, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধনের কেন্দ্র হোক। এরই অংশ হিসেবে সংস্কার শেষে ফেনী কারাগার-২ চালু হয়েছে।’

কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফেরদৌস মিয়া প্রথম আলোকে বলেন, ‘এ কারাগারে স্থানান্তরিত বন্দীদের সব সুযোগ-সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সও যোগদান করেছেন। বেশির ভাগ পদে কর্মচারীরাও কাজ শুরু করেছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • ‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার