সাকিবকে দলে ভিড়িয়ে আলোচনায় রূপগঞ্জ
Published: 22nd, February 2025 GMT
সম্পর্কটা তাদের মধ্যে অনেক আগের থেকেই ভালো। সাকিব আল হাসান যখন সাকিব হয়ে-ও ওঠেননি তখন তাকে চড়া মূল্যে নিজের ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে নিয়েছিলেন ক্রিকেট সংগঠক লুৎফর রহমান বাদল। এরপর মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জে সাকিবকে সাথে নিয়েই দল গড়েছেন বাদল।
নাজমুল হাসান পাপনের বোর্ড ক্ষমতায় আসার পর তাদের সমালোচনা করায় তাকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপর নানা জটিলতায় পড়ে দেশ ত্যাগও করতে হয় তাকে। তবে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখেননি। নিজের দল লিজেন্ডস অব রূপগঞ্জকে পরিচালনা করেছেন দারুণভাবে। এ সময়ে তার দল চ্যাম্পিয়ন হতে না পারলেও ভালো পারফরম্যান্স করে ছিলেন আলোচনায়। বাদল দেশে না থাকলেও তার দলে খেলেছেন সাকিব।
দেশে ক্ষমতা পরিবর্তনের পরপরই বাদল ফিরে আসেন। আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সেজন্য দলবদল শুরু হয়েছে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) থেকে। আগামীকালও হবে দলবদল। বাদলের লিজেন্ডস অব রূপগঞ্জ দলবদলের প্রথম দিনই আলোচনায়। কেননা বাদলের রূপগঞ্জ সাইন করিয়েছে সাকিবকে। মিরপুর হোম অব ক্রিকেটের সিসিডিএম অফিসে বাদল নিজে সাকিবের ফর্ম তুলে আনুষ্ঠানিকতা শেষে জমা দিয়েছেন। গত বছর শেখ জামালের হয়ে খেলেছেন সাকিব। এবার তার পুরোনো ঠিকানা রূপগঞ্জ।
আরো পড়ুন:
‘যারা আছে তারা যোগ্য’- সাকিবের না থাকার মন্তব্যে লিপু
নিষিদ্ধই থাকছেন ‘বোলার’ সাকিব
কিন্তু সাকিব খেলতে পারবেন কিনা সেটাই বিরাট প্রশ্নের। মিরপুরে খেলে টেস্ট থেকে অবসর নিতে পারেননি তিনি। খেলতে পারেননি বিপিএলেও চিটাগং কিংসের হয়ে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তার দেশে ফেরা হয়নি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। সঙ্গে মাঠে ফেরা নিয়েও রয়েছে শঙ্কা। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন। দুইবার পরীক্ষা দিয়েও পারেননি উতরাতে।
ঢাকা লিগে খেলতে হলে তাকে প্রথমে দেশে ফিরতে হবে এবং একই সঙ্গে বোলিং অ্যাকশনেও পাস করতে হবে। রূপগঞ্জের চেয়ারম্যান বাদলের বিশ্বাস সব বাধা পেরিয়েই সাকিবকে পাওয়া যাবে ঢাকা লিগে।
‘‘আমি মনে করি ও (সাকিব) একটা দেশের সম্পদ। এই সম্পদ এতো তাড়াতাড়ি হারিয়ে যাবে, ঝরে যাবে…এটা আমি অনুভব করছি। ওকে যেভাবেই হোক রেসকিউ করে হলেও মাঠে আনতে হবে। ওর এখনো অনেক কিছু দেওয়ার মতো আছে। আমার সাথে যেটা কথা হয়েছে, কিছুদিন পর ইংল্যান্ডে যাচ্ছে তৃতীয় টেস্ট দিতে যাবে (বোলিং অ্যাকশন) রোজার মধ্যে। একজন কোচও নিয়েছে ইংল্যান্ডের। কোচ অ্যাগ্রি করলে আবার পরীক্ষা দেবে। পরীক্ষায় পাস করলে আমার ধারনা সে বাংলাদেশে এসে খেলতে পারবে। আমরা তাকে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। সেজন্যই তো নেওয়া। নইলে আমরা নেব কেন? যদি না-ই খেলতে পারে।’’
সিসিডিএম জানিয়েছে, জাতীয় দলে খেলার অ্যাসাইনমেন্টে যারা বাইরে আছে এবং নিজেদের ব্যক্তিগত কাজে যারা বাইরে আছে তাদের দলবদল অনলাইনে করার সুযোগ রয়েছে। সাকিবের ক্ষেত্রে সেই সুযোগটিই নিয়েছে রূপগঞ্জ। তার রেজিস্ট্রেশন নম্বর ৯৩৫০।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ক ব আল হ স ন র পগঞ জ
এছাড়াও পড়ুন:
যে জীবন মানুষের উপকারে আসে না, সে জীবন সার্থক নয়: ববিতা
চিরসবুজ অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাটে জন্মগ্রহণ করেন। আজ ৭১ বছর পূর্ণ করলেন সত্তরের দশকের অন্যতম সেরা এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে গত বছর একটি সাক্ষাৎকার দেন ববিতা। এ আলাপচারিতায় জীবনবোধ নিয়ে কথা বলেন এই শিল্পী।
জীবন নিয়ে ববিতা বলেন, “যে জীবন মানুষের কোনো উপকারে আসে না, সে জীবন সার্থক নয়। মরে গেলে আমার ছেলে অনিক আমাকে অনেক মিস করবে। একমাত্র ছেলে তো, ওর কথা খুব ভাবি। ভক্তরা আমাকে কতটুকু মনে রাখবেন, জানি না।”
একটি ঘটনা উল্লেখ করে ববিতা বলেন, “এই জীবনে একটা জিনিস খুব ভালো লেগেছে। অনেক শিল্পীকে তা দেওয়া হয়নি, হোক তা ভারতে কিংবা বাংলাদেশ। ২০২৩ সালে আমাকে যুক্তরাষ্ট্রের ডালাসের মেয়র আজীবন সম্মাননা দিয়েছেন। সেদিন আরেকটা গুরুত্বপূর্ণ সম্মান দিয়েছেন, ৬ আগস্টকে ‘ববিতা ডে’ ঘোষণা করেছেন। তার মানে আমি বেঁচে না থাকলেও দিনটা উদযাপিত হবে। এটা আমার ভীষণ ভালো লেগেছে।”
আরো পড়ুন:
বধূবেশে অভিষেক কন্যা
জসীম পুত্রের মৃত্যু: ভাই রাহুলের আবেগঘন পোস্ট
মৃত্যুর কথা স্মরণ করে ববিতা বলেন, “তবে কবরে একা থাকার কথা ভাবলে হঠাৎ কেমন যেন লাগে। আরেকটা বিষয়, আমি অনেক দিন বেঁচে থাকতে চাই না। অসুখ–বিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না। আমি কারো বোঝা হয়ে বাঁচতে চাই না।”
কারণ ব্যাখ্যা করে ববিতা বলেন, “চারপাশে অনেক আত্মীয়স্বজনকে দেখেছি, দিনের পর দিন বিছানায় অসুস্থ হয়ে কষ্ট পেয়েছেন। যারা একা থাকেন, তাদের জন্য এই কষ্ট যেন আরো বেশি। তাই সব সময় এটা ভাবি, কখনোই যেন অন্যের বোঝা না হই।”
সিনেমায় অভিনয়ের ইচ্ছা ববিতার কখনো ছিল না। পরিচালক জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও প্রথমে রাজি হননি। পরে মা আর বোনের পীড়াপীড়িতে অভিনয় করেন। তখন তিনি ষষ্ঠ শ্রেণিতে পড়েন। মুক্তির পর সিনেমাটি সুপারফ্লপ হয়।
পরিচালক জহির রায়হান আবারো ‘জ্বলতে সুরজ কে নিচে’ উর্দু সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করতে বললে প্রথমে রাজি হননি ববিতা। তখন বয়স মাত্র ১৪। কিন্তু সিনেমার বেশির ভাগ শুটিং হওয়ার পরও শিল্পীদের শিডিউল মেলাতে না পারায় সিনেমাটি আর শেষ করা হয় না।
এরপর জহির রায়হান ববিতাকে নিয়ে বাংলা সিনেমা বানান। মুক্তির পর সিনেমাটি সুপারহিট হয়। অভিনয় করার ইচ্ছা না থাকলেও সিনেমা হিট হওয়ায় আবারো ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর ‘স্বরলিপি’, ‘পিচঢালা পথ’, ‘টাকা আনা পাই’ সিনেমায় জুটি বাঁধেন রাজ্জাক-ববিতা। প্রতিটি সিনেমাই সুপারহিট।
ঢাকা/শান্ত