বাবার স্বপ্ন ছিল ছেলে অন্তত একবার হলেও বিশ্ব অনূর্ধ্ব-২০ দাবায় খেলবেন। বাবা নিজেও একবার এই টুর্নামেন্টে খেলেছিলেন। অবশেষে বাবা জিয়াউর রহমানের পথ ধরে ছেলে তাহসিন তাজওয়ার জিয়া খেলছেন ২৫ ফেব্রুয়ারি মন্টেনেগ্রোয় শুরু হতে যাওয়া বিশ্ব অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপে।

রোববার ভোরে মন্টেনেগ্রো রওনা হচ্ছেন ফিদে মাস্টার তাহসিন। জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজাও যাচ্ছেন একসঙ্গে। দুজনই বিশ্ব অনূর্ধ্ব-২০ দাবায় অংশ নিচ্ছেন প্রথমবার এবং তা নিজস্ব খরচে।

সম্প্রতি তাহসিনকে এক বছরের জন্য প্রায় ১৬ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। মননও স্পনসর পেয়েছেন। দুজনেরই লক্ষ্য ভালো কিছু করা। মননের চোখ নিজের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্মে। তাহসিন চান আন্তর্জাতিক নর্ম। প্রথম আলোকে আজ তাহসিন যেমন বলেন, ‘চেষ্টা থাকবে সেরা ২০-এ থাকার। ভালো খেলার চেষ্টা করব প্রতিটি ম্যাচে। আর অবশ্যই আন্তর্জাতিক মাস্টার নর্ম করতে চাই।’

আরও পড়ুনদাবায় জিয়ার ছেলে২৯ জানুয়ারি ২০১৩

বাবার ইচ্ছা পূরণে তাহসিন মন্টেনেগ্রো যাওয়ার কয়েক ঘণ্টা আগে আজ সন্ধ্যায় জিয়া স্মৃতি রেটিং দাবায় ২০০০ রেটিং ঊর্ধ্ব বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের নামে টুর্নামেন্টটি হয়েছে দাবা ফেডারেশনে। শেষ রাউন্ডে ওয়াদিফা আহমেদের সঙ্গে তাহসিন ড্র করেন।

অন্যদিকে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে শেষ রাউন্ডে ড্র করেন সাকলাইন মোস্তফা। তাহসিন-সাকলাইন দুজনের পয়েন্ট নয় ম্যাচে সাত। কিন্তু এই প্রতিযোগিতায় সাকলাইনের বিপক্ষে মুখোমুখি ম্যাচে জেতায় তাহসিন চ্যাম্পিয়ন হয়েছেন।

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে তাঁর ছেলে তাহসিন তাজওয়ার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম  কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

সম্পর্কিত নিবন্ধ