বাবার ইচ্ছা পূরণের পথে তাহসিন, লক্ষ্য আন্তর্জাতিক নর্ম
Published: 22nd, February 2025 GMT
বাবার স্বপ্ন ছিল ছেলে অন্তত একবার হলেও বিশ্ব অনূর্ধ্ব-২০ দাবায় খেলবেন। বাবা নিজেও একবার এই টুর্নামেন্টে খেলেছিলেন। অবশেষে বাবা জিয়াউর রহমানের পথ ধরে ছেলে তাহসিন তাজওয়ার জিয়া খেলছেন ২৫ ফেব্রুয়ারি মন্টেনেগ্রোয় শুরু হতে যাওয়া বিশ্ব অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপে।
রোববার ভোরে মন্টেনেগ্রো রওনা হচ্ছেন ফিদে মাস্টার তাহসিন। জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজাও যাচ্ছেন একসঙ্গে। দুজনই বিশ্ব অনূর্ধ্ব-২০ দাবায় অংশ নিচ্ছেন প্রথমবার এবং তা নিজস্ব খরচে।
সম্প্রতি তাহসিনকে এক বছরের জন্য প্রায় ১৬ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। মননও স্পনসর পেয়েছেন। দুজনেরই লক্ষ্য ভালো কিছু করা। মননের চোখ নিজের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্মে। তাহসিন চান আন্তর্জাতিক নর্ম। প্রথম আলোকে আজ তাহসিন যেমন বলেন, ‘চেষ্টা থাকবে সেরা ২০-এ থাকার। ভালো খেলার চেষ্টা করব প্রতিটি ম্যাচে। আর অবশ্যই আন্তর্জাতিক মাস্টার নর্ম করতে চাই।’
আরও পড়ুনদাবায় জিয়ার ছেলে২৯ জানুয়ারি ২০১৩বাবার ইচ্ছা পূরণে তাহসিন মন্টেনেগ্রো যাওয়ার কয়েক ঘণ্টা আগে আজ সন্ধ্যায় জিয়া স্মৃতি রেটিং দাবায় ২০০০ রেটিং ঊর্ধ্ব বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের নামে টুর্নামেন্টটি হয়েছে দাবা ফেডারেশনে। শেষ রাউন্ডে ওয়াদিফা আহমেদের সঙ্গে তাহসিন ড্র করেন।
অন্যদিকে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে শেষ রাউন্ডে ড্র করেন সাকলাইন মোস্তফা। তাহসিন-সাকলাইন দুজনের পয়েন্ট নয় ম্যাচে সাত। কিন্তু এই প্রতিযোগিতায় সাকলাইনের বিপক্ষে মুখোমুখি ম্যাচে জেতায় তাহসিন চ্যাম্পিয়ন হয়েছেন।
প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে তাঁর ছেলে তাহসিন তাজওয়ার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে