গৃহহীনের আশ্রয়দান নিশ্চিত করার অভিপ্রায়ে রাষ্ট্রীয় উদ্যোগে গুচ্ছগ্রাম নির্মিত হয়েছিল। তবে খুলনার কয়রা উপজেলার গুচ্ছগ্রামগুলোর বর্তমান অবস্থা কেবল নীতিগত ব্যর্থতার নিদর্শন নয়, বরং এটি আমাদের উন্নয়ন পরিকল্পনার টেকসই কাঠামোর দুর্বলতাকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করছে। এখানকার গুচ্ছগ্রামগুলোর বিদ্যমান অবস্থায় প্রতীয়মান হয়, এ প্রকল্প কেবল কাগজে-কলমেই সুচিন্তিত ছিল; বাস্তবায়নোত্তর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য সুদূরপ্রসারী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রাকৃতিকভাবে দুর্গম চরে প্রতিষ্ঠিত এসব বসতি ক্রমান্বয়ে বসবাসের অযোগ্য হয়ে উঠছে। সুপেয় পানির ব্যবস্থা অনুপস্থিত, নলকূপ অকেজো, বিদ্যুতের সংযোগ অপ্রতুল এবং ঘরগুলোর ভৌত অবকাঠামো ভঙ্গুর। মৌলিক নাগরিক সুবিধার অভাব এতটাই প্রকট যে হতাশাগ্রস্ত বাসিন্দারা বাধ্য হয়ে গুচ্ছগ্রাম পরিত্যাগ করছেন; যা প্রকল্পের মূল উদ্দেশ্যকে ব্যর্থ করে দিচ্ছে।

গুচ্ছগ্রাম নির্মাণের মুখ্য লক্ষ্য ছিল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনগণকে নিরাপদ আশ্রয় দেওয়া। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। জোয়ারের তোড়ে ঘরগুলোর মেঝে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, টিনের বেড়া ক্ষয়ে পড়ছে এবং বৃষ্টির ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও সংশ্লিষ্ট প্রশাসন এসব সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বরাদ্দের সংকটকে অজুহাত হিসেবে দাঁড় করানো হলেও প্রকল্প প্রণয়নের সময় যথাযথ পরিকল্পনা গ্রহণ করা হলে হয়তো আজকের এ দুরবস্থা দেখতে হতো না।

শুধু গৃহনির্মাণ করাই যথেষ্ট নয়, বরং সেগুলোর স্থায়িত্ব, মৌলিক সুবিধা সংযোজন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। অথচ কয়রার গুচ্ছগ্রামের অধিবাসীরা এসব মৌলিক সুবিধা থেকে বঞ্চিত।

অতএব, এ সংকট নিরসনের লক্ষ্যে কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। প্রথমত, গুচ্ছগ্রামের প্রতিটি ঘরের কাঠামো সুদৃঢ় করতে হবে এবং ভূমি স্থায়িত্বশীল করতে মেঝে পাকা করা অপরিহার্য। দ্বিতীয়ত, সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে আধুনিক নলকূপ স্থাপন ও বিদ্যমান নলকূপ সংস্কার করা আবশ্যক। তৃতীয়ত, বিদ্যুৎ–সংযোগের পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন একান্ত জরুরি। চতুর্থত, গুচ্ছগ্রামসমূহকে বাসযোগ্য রাখতে অভ্যন্তরীণ সংযোগ সড়ক সংস্কার ও পর্যাপ্ত পানিনিষ্কাশনব্যবস্থা গড়ে তুলতে হবে।

এ ছাড়া স্থানীয় প্রশাসনের ভূমিকা আরও সুসংহত ও ফলপ্রসূ হওয়া প্রয়োজন। কেবল প্রতিশ্রুতি প্রদান করলেই দায়িত্ব সম্পন্ন হয় না, বরং তার বাস্তবায়ন নিশ্চিত করতে কার্যকর তদারকির ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত সমন্বয় সাধন করে বরাদ্দ নিশ্চিত করা গেলে এখানকার অধিবাসীদের দুর্দশা লাঘব সম্ভব। অন্যথায়, এ প্রকল্প ব্যর্থ উন্নয়ন পরিকল্পনার প্রতীকে পরিণত হবে এবং ভবিষ্যতে রাষ্ট্রীয় উদ্যোগে গৃহীত এ ধরনের কর্মসূচি আরও প্রশ্নবিদ্ধ হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন শ চ ত কর ব যবস থ প রকল প গ রহণ

এছাড়াও পড়ুন:

ঢাকায় জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ, কোথায়, কখন, কোন দল

ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীসহ সাতটি দল।

বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই কর্মসূচি পালন করবে। সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন। দাবিগুলো হচ্ছে

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নিশ্চিত করা

বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সাড়ে চারটায় জামায়াত

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে জানিয়েছেন, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।জোহরের পর ইসলামী আন্দোলন

জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।

জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।আসরের পর বাংলাদেশ খেলাফত মজলিস

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া খেলাফত মজলিস বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেবেন।

একই সময়ে, একই জায়গায় মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল চারটায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজধানীর মধ্য এলাকায় একযোগে সাতটি দলের বিক্ষোভের কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের সমাগমে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। এ জন্য নগরবাসী দুর্ভোগের সম্মুখীন হতে পারেন। যদিও আজ ও আগামীকাল সকালে বিসিএস পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য এই সাত দল কর্মসূচি বিকেলে করার সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

সম্পর্কিত নিবন্ধ