অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা: বৃষ্টিতে টসে বিলম্ব
Published: 25th, February 2025 GMT
রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। নির্ধারিত সময়েও টস হতে পারেনি, দেরি হচ্ছে খেলা শুরুরও। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মাঠ এখনও কভারে ঢাকা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বৃষ্টির কারণে এখনো মাঠ খেলার উপযোগী হয়নি। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় খেলা শুরু নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
একটি করে জয় পাওয়া দুই দলের জন্যই ম্যাচটি সেমিফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ। তাই টস এখানে বড় ফ্যাক্টর হতে পারে, বিশেষ করে আবহাওয়া ও পিচের কারণে। অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যালেক্স ক্যারি মনে করছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতে হলে তাদের পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা এখন দুর্দান্ত খেলছে, তাদের স্কোয়াডেও দারুণ ভারসাম্য রয়েছে। আমরা আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছি, সেটার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। টস জিতলে আমরা আগে ব্যাটিং করে বড় স্কোর গড়তে চাইব, আমাদের লক্ষ্য ৪০০ রান তোলা।’
তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতলে আগে ফিল্ডিং করতে চান। তার মতে, রান তাড়া করাই এই উইকেটে সহজ হতে পারে। তিনি বলেন, ‘রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংবান্ধব, রান তাড়া করাটা সহজ হতে পারে। তবে টস আমাদের পক্ষে না গেলে, প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতেই হবে।’ ম্যাচটি কখন শুরু হবে, তা নির্ভর করছে বৃষ্টির অবস্থা ও মাঠের প্রস্তুতির ওপর।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।