প্রকাশিত হয়েছে বিনয় দত্ত’এর গল্পগ্রন্থ ‘দাসের বলি তাসের দেশে’
Published: 26th, February 2025 GMT
মেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ও সাংবাদিক বিনয় দত্ত’এর গল্পগ্রন্থ ‘দাসের বলি তাসের দেশে’। প্রকাশক পাঞ্জেরী। প্রচ্ছদ করেছেন মানব। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণের পাঞ্জেরীর প্যাভিলিয়ন ২৯-এ।
বইটিতে ক্ষুরধার অণুগল্প স্থান পেয়েছে। গল্পগুলো ঠিক গল্প নয়, যাপিত জীবনের প্রতিদিনকার দৃশ্যপট যেন। একেক দৃশ্যপটে একেক ধরনের গল্প তুলে ধরা হয়েছে। গল্পগুলো মূলত জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা, বক্তব্য, সাক্ষাৎকার ও বাস্তব ঘটনার নিরীক্ষে রচনা করা। গল্পগুলোর সময়, কাল, কুশীলব, ঘটনা বেশিরভাগই বাস্তব, কিছুটা কল্পনামিশ্রিত। তবে বুদ্ধিমান পাঠক অনায়াসেই ধরতে পারবেন কতটা কল্পনা আর কতটা বাস্তব।
সত্য ঘটনার মিশেলে এই গল্পগুলো পাঠককে জর্জরিত করবে প্রশ্নবাণে। দাঁড় করাবে ভয়াবহ বাস্তবতার সামনে। এই যন্ত্রণা উপভোগ করতে না চাইলে বইটা এড়িয়ে যাওয়াই মঙ্গল। তবে যারা নতুন স্বাদের গল্প পড়তে চান তাদের সুস্বাগতম ‘দাসের বলি তাসের দেশে’ গল্পগ্রন্থে।
বইটি সম্পর্কে বিনয় দত্ত বলেন, ``গল্পগুলো বেশ নিরীক্ষাধর্মী। সেটা যেমন নামের ক্ষেত্রে, তেমনি গল্পের বর্ণনায়। প্রতিটি গল্প বিশদ থেকে বিশদতর করা যেত কিন্তু আমি অণুগল্পের শক্তিতে প্রভাবিত হয়ে নিজের অবস্থান শক্ত রেখেছি। পাঠক গল্পগুলো পড়লে নিজেদের অবস্থান যেমন জানবেন, তেমনি বুঝবেন রাষ্ট্রের দায়দায়িত্ব। সর্বোপরি নিরেট গল্প পাঠের আমন্ত্রণ সবাইকে। যা শুধুই গল্প।‘’
‘দাসের বলি তাসের দেশে’ এটি লেখকের অষ্টম বই।
বিনয় দত্ত’র অর্জনের ঝুলিতে রয়েছে ‘আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতা পুরস্কার ২০২০’।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’
ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে