এক যুগের বেশি সময় পর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির। পবিত্র মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার ছাত্রসংগঠনটির পক্ষ থেকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে কলেজের বকুলতলা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মাল্টিপারপাস হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। এ সময় রমজানের পবিত্রতা বজায় রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা। এর মাধ্যমে দলীয় ব্যানারে প্রায় এক যুগের বেশি সময় পর প্রকাশ্যে কর্মসূচি পালন করল ছাত্রসংগঠনটি।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ, অর্থ সম্পাদক তানভীর শিকদার, ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আল শাহরিয়া আমিন, সেক্রেটারি ওয়াকিউজ্জামান অভি। এ সময় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্বাস আলী, অফিস সম্পাদক রুমান শেখ, প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আল শাহরিয়া আমিন বলেন, ‘স্বৈরাচার হাসিনা সরকারের দমন-পীড়নের জন্য দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ভিক্টোরিয়া কলেজে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারিনি। স্বৈরাচারের পতনের পর আজ আমরা কলেজ ক্যাম্পাসে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছি। এখন থেকে নিয়মিত আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক য গ

এছাড়াও পড়ুন:

এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।

জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

তাহমিদ আল মুদ্দাসসির

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সচল করার পর তিন জেলায় তিন নেতার পদত্যাগ
  • এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের