Samakal:
2025-05-01@00:20:55 GMT

মা-বাবার পাশে শায়িত নোমান

Published: 28th, February 2025 GMT

মা-বাবার পাশে শায়িত নোমান

মা-বাবার কবরের পাশে চিরশায়িত হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান। শুক্রবার আসর নামাজের পর গ্রামের বাড়ি রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
 
জোহর নামাজের পর চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ এবং আসর নামাজের পর রাউজানের গহিরা আবদুর জব্বার ইয়াংমেন সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। 

বিএনপি ছাড়াও বিভিন্ন দল, পেশাজীবী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে তারা শেষ বিদায় জানান আবদুল্লাহ আল নোমানকে। এর আগে মরদেহ নেওয়া হয় চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনে। সেখানে দলের নেতাকর্মীরা তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

জমিয়তুল ফালাহ মসজিদে জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মৃতিচারণ করে বলেন, ‘আবদুল্লাহ আল নোমান পরিচ্ছন্ন  রাজনীতিবিদ ছিলেন। তিনি অত্যন্ত ভদ্র ও অনুসরণ করার মতো একজন মানুষ। দল তাঁকে যখন যে দায়িত্ব দিয়েছে, তিনি তা নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।’ আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তূর্য বলেন, ‘আমার বাবা অত্যন্ত বিনয়ী ছিলেন। কখনো কোনো বিষয়ে নিজের কৃতিত্ব দাবি করতেন না। তিনি চাইতেন, আমরা দুই ভাইবোন যেন মানুষের সেবা করি।’

এ ছাড়া স্মৃতিচারণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সিটি মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ নেতারা।

গতকাল সকালে নগরীর খুলশীতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং পরে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল নোমানের মরদেহ। গহিরায় জানাজার সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারসহ দলের নেতারা। গত মঙ্গলবার ভোরে রাজধানীতে মারা যান আবদুল্লাহ আল নোমান।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আবদ ল ল হ আল ন ম ন ব এনপ র

এছাড়াও পড়ুন:

গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করা হয়েছে। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।

গিয়াস কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ছেলে ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। আর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।

সম্পর্কিত নিবন্ধ

  • বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ২২ কোম্পানির শেয়ার ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন গিয়াস কাদের ও গোলাম আকবর
  • গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ