Samakal:
2025-05-01@09:40:55 GMT

অপার স্নিগ্ধতায় ‘লেক জর্জ’

Published: 28th, February 2025 GMT

অপার স্নিগ্ধতায় ‘লেক জর্জ’

যারা যুক্তরাষ্ট্রে বেড়াতে আসেন, তাদের বেশির ভাগেরই পছন্দ সেন্ট্রাল পার্ক, স্ট্যাচু অব লিবার্টি, জমজমাট টাইমস স্কয়ার। এসব জায়গায় গিয়ে একটা ছবি না তুলতে পারলে আমেরিকায় এসেছি বলে মনে হয় না আসলে। বেড়াতে ভালোবাসি, তাই এসব জায়গায় আমারও পায়ের ছাপ পড়েছে। এসব আমার চোখ কেড়েছে, দীর্ঘদিনের কৌতূহলও মিটিয়েছে। অপার শান্তি 
দিয়েছে ‘লেক জর্জ’। বিস্তীর্ণ মাঠ পেরিয়ে শান্ত জলরাশি আর চারপাশ ঘেরা সবুজ পাহাড়। মায়াময় স্নিগ্ধতায় ডুবে যাওয়ার এক অপূর্ব স্থান।
লেক জর্জের অবস্থান নিউ ইয়র্কের রাজধানী আলবানিতে। এর ডাক নাম ‘কুইন অব আমেরিকান লেক’; যার বাংলা অর্থ দাঁড়ায় আমেরিকার হ্রদের রানী। স্থানীয়রা একে বলেন ‘আন্দিয়া-তা-রক-তে’। এর কোনো আক্ষরিক অর্থ আছে কিনা আমার জানা নেই। এটি রাজ্যের উত্তর-পূর্ব অংশে অ্যাডিরন্ড্যাক পর্বতমালার দক্ষিণ-পূর্বে অবস্থিত। লেকের কিনারা ঘেঁষে চওড়া রাস্তা। দু’দণ্ড বসতে জায়গায় জায়গায় বেঞ্চ। কেউ একা বসে থাকেন, কেউ প্রিয় সঙ্গীকে নিয়ে, কেউবা দল বেঁধে। তবে সবাই কেমন চুপচাপ। প্রকৃতি যেন বলেই দেয়– চুপ থাক। শান্ত হও। ছুটো না।
লেকের দিকে তাকালে কোথাও মনে হয় সবুজ। আবার কোথাও আকাশের সবটুকু নীল। আসলে প্রতিফলনের ওপর নির্ভর করে এই রং। কোথাও পাহাড়ের সবুজের ছায়া পড়েছে, সেখানে সবুজ জল আর কোথাও আকাশের প্রতিচ্ছবি। লেকের মধ্যে রয়েছে কাঠের তৈরি সাঁকো। চাইলেই কেউ জলের খুব কাছে যেতে পারবেন। পারবেন পা ভিজিয়ে মনের সুখে গুনগুন করে গাইতে। মনের ভেতর শুকিয়ে যাওয়া প্রেম যেন আবার ধরা দেয় এখানে এসে।
পুরো লেকটি ঘুরে দেখার জন্য রয়েছে ক্রুজে ভ্রমণের ব্যবস্থা। জনপ্রতি ২৫ থেকে ৩০ ডলার খরচ করলেই লেক ভ্রমণ করা যাবে। দেখা যাবে নদী আর পাহাড়ের সীমানাঘেঁষা জনজীবন। কী পরিচ্ছন্ন ছিমছাম বাড়িগুলো। শত বছরের পুরোনো আদলেই রয়েছে সব। সবকিছু সংরক্ষণ করা হচ্ছে অতি যত্নে। পুরোনোকে পুঁজি করেই গড়ে উঠেছে পর্যটনশিল্প। বেশ কিছু সাবেকি হোটেল-মোটেল রয়েছে। চাইলে রাতও কাটানো যাবে। ভাড়া একটু বেশি। স্থানীয়রা জানান অফ সিজনে, অর্থাৎ গ্রীষ্মের আগে বা পরে থাকা-খাওয়ার খরচ অনেকটা কম পড়ে।
ক্রুজ ভ্রমণের সুবিধা হলো– ভ্রমণের সঙ্গে সঙ্গে আপনি ইতিহাসটা জানতে পারবেন। সেই সঙ্গে শীতল মিউজিক। প্রেমপূর্ণ যুগল হৃদয়ের জন্য এ ভ্রমণ হতে পারে আরও নান্দনিক। বাঙালি প্রেমিক মন অজান্তেই গেয়ে উঠবে– 
‘আমরা এমনি এসে ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আলোর মতন, হাসির মতন
কুসুমগন্ধরাশির মতন
হাওয়ার মতন, নেশার মতন
ঢেউয়ের মতন ভেসে যাই’.

..
আমাদের ক্রুজ ভ্রমণ শেষ হতে হতে পরন্ত বিকেল। খিদে পেয়েছে। এখানে লোকাল খাবারের খুব নাম। আমরা বাসা থেকে খিচুড়ি নিয়ে গিয়েছিলাম। কাছেই একটি পার্ক। সেখানেই ঘাসের ওপর চাদর বিছিয়ে খেয়েছি। তারপর কিছু সময় ছোটাছুটি। পার্ক থেকে লেকটি খুব অদ্ভুত লাগে। পার্কটিও চমৎকার। পেছনে পাহাড়, সামনে লেক। এত বড় পার্কে খুব কম মানুষই চোখে পড়ল। যাদের দেখলাম তারা কেউ নির্জনে বসে পড়ছেন, কেউ সঙ্গী নিয়ে বসে আছেন। সঙ্গী কেবল মানুষই নয়, রয়েছে বিড়াল-ককুরের মতো প্রিয় পোষা প্রাণীও।
সবার মধ্যেই আমি কেমন একা হয়ে গেলাম। মনে হলো– 
‘মুগ্ধ পরান যতদূর চায়
ততদূর ভালোবাসি’। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ভ রমণ র মতন

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দাসপুকুর এলাকার বাসিন্দা। একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তাঁর কোনো পদ–পদবি ছিল না।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা ঢাকা দিয়ে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

কামালের ছেলে সোহান শাকিল প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি রাতে তিনি মারা গেছেন।’

ওসি বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামালকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছে।

সম্পর্কিত নিবন্ধ