চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল ইংল্যান্ডের। তবে নিজেদের শেষ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় জস বাটলারের দল। করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৭৯ রানে অলআউট হয়েছে ইংলিশরা।

টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। তবে প্রোটিয়া বোলারদের দাপটে ৩৮.২ ওভারেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ১৮০ রান করতে পারলেই গ্রুপ ‘বি’ থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নেবে দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট (৪৪ বলে)। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে জফরা আর্চারের ব্যাট থেকে (৩১ বলে)। ওপেনার বেন ডাকেট করেন ২৪ রান (২১ বলে), আর অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে বাটলার করেন ২১ রান (৪৩ বলে)। বাকিরা বড় স্কোর গড়তে ব্যর্থ হন। প্রোটিয়া বোলারদের মধ্যে মার্কো জানসেন ও উইয়ান মুল্ডার শিকার করেন ৩টি করে উইকেট, আর কেশব মহারাজ নেন ২ উইকেট।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ