রমজান উপলক্ষে ফরিদপুরে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন
Published: 2nd, March 2025 GMT
পবিত্র রমজান মাস উপলক্ষে ফরিদপুরে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের লাবলু সড়কে ফরিদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের উদ্যোগে এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের সহায়তায় বাজারটি চালু হয়েছে।
পুরো রমজান মাস জুড়ে এই বাজার খোলা থাকবে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত। এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো.
এ সময় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে এ ন্যায্যমূল্যের বাজার আয়োজন করা হয়েছে। এর ফলে সাধারণ জনগণ কম দামে তাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারবেন। সবার সম্মিলিত অংশগ্রহণে এ বাজার প্রতিষ্ঠা করা হয়েছে। সকলের সহযোগিতার মাধ্যমে সারা মাসব্যাপী ন্যায্যমূল্যের বাজারের কার্যক্রম চালু থাকবে। রমজানের পবিত্রতা উপলব্ধি করে মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। সাধারণ বাজারের চেয়ে কম মূল্যে জনগণ যাতে পণ্য ক্রয় করতে পারে সে জন্যই এ বাজারের সৃষ্টি করা হয়েছে।
এ বাজারে মোট ২৩টি দোকান দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তরের আয়োজনে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি আটা ২৪ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল ও আটা কিনতে পারবেন। এছাড়া প্রতি কেজি গরুর মাংস ৬৮০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালী ২৮০ টাকা, ডিম ৪০ টাকা, ইলিশ মাছ ১২৫০ টাকা, শিং মাছ ৪০০ টাকা, তেলাপিয়া মাছ ২২০ টাকা, কাতল মাছ ৪০০ টাকা, লাল চিনি ১৪০ টাকা, রুই মাছ ৫৫০ টাকা, দুধ ৭৫ টাকা, আলু ৩০, পেঁয়াজ ৪০, লাউ ৪০ টাকা পিস, টমেটো ২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে সিপিবি নেতার সৌজন্য সাক্ষাৎ
ভিয়েতনাম সরকারের আমন্ত্রণে দেশটির রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা।
দক্ষিণ ভিয়েতনামের স্বাধীনতা এবং দেশটির জাতীয় ঐক্য দিবসের ৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির হো চি মিন সিটিতে ২৯-৩০ এপ্রিল রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যোগ দেন সিপিবির সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী।
অনুষ্ঠানে ভিয়েতনামের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকসহ দেশটির উচ্চ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাজতান্ত্রিক ভিয়েতনাম সরকারের আমন্ত্রণে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের প্রতিনিধিগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভিয়েতনামের সরকার এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। সমাজতান্ত্রিক ভিয়েতনামের রাষ্ট্রপতি এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড তো লাম অনুষ্ঠানে মূল বক্তব্য উত্থাপন করেন।
অনুষ্ঠানের ঘোষণায় বলা হয়েছে, সাম্রাজ্যবাদ এবং নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির এ আয়োজন এক শক্তিশালী বার্তা দিচ্ছে। সেটি হলো, এশিয়ার নিপীড়িত জনগণ আজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য প্রস্তুত। আগ্রাসন, যুদ্ধ এবং সহিংসতা আজ সাধারণ জনগণের প্রতিরোধে সম্মুখীন। এ সংগ্রামে জনগণের জয় অবধারিত।
ঢাকা/সুমি