রমজান উপলক্ষে ফরিদপুরে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন
Published: 2nd, March 2025 GMT
পবিত্র রমজান মাস উপলক্ষে ফরিদপুরে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের লাবলু সড়কে ফরিদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের উদ্যোগে এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের সহায়তায় বাজারটি চালু হয়েছে।
পুরো রমজান মাস জুড়ে এই বাজার খোলা থাকবে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত। এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো.
এ সময় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে এ ন্যায্যমূল্যের বাজার আয়োজন করা হয়েছে। এর ফলে সাধারণ জনগণ কম দামে তাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারবেন। সবার সম্মিলিত অংশগ্রহণে এ বাজার প্রতিষ্ঠা করা হয়েছে। সকলের সহযোগিতার মাধ্যমে সারা মাসব্যাপী ন্যায্যমূল্যের বাজারের কার্যক্রম চালু থাকবে। রমজানের পবিত্রতা উপলব্ধি করে মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। সাধারণ বাজারের চেয়ে কম মূল্যে জনগণ যাতে পণ্য ক্রয় করতে পারে সে জন্যই এ বাজারের সৃষ্টি করা হয়েছে।
এ বাজারে মোট ২৩টি দোকান দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তরের আয়োজনে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি আটা ২৪ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল ও আটা কিনতে পারবেন। এছাড়া প্রতি কেজি গরুর মাংস ৬৮০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালী ২৮০ টাকা, ডিম ৪০ টাকা, ইলিশ মাছ ১২৫০ টাকা, শিং মাছ ৪০০ টাকা, তেলাপিয়া মাছ ২২০ টাকা, কাতল মাছ ৪০০ টাকা, লাল চিনি ১৪০ টাকা, রুই মাছ ৫৫০ টাকা, দুধ ৭৫ টাকা, আলু ৩০, পেঁয়াজ ৪০, লাউ ৪০ টাকা পিস, টমেটো ২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানান অপকৌশলের আশ্রয় নিচ্ছে।বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কি না তা নিয়েও বড় প্রশ্ন রয়েছে।”
বুধবার (৩০ জুলাই) সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে ‘নারকীয় আশুলিয়া’ শীর্ষক এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র-রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য ওৎ পেতে রয়েছে। সরকারের যেকোনো ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ সংকটে পড়তে পারে। পাশাপাশি ফ্যাসিবাদ এবং উগ্রবাদও মাথাচাড়া দিতে পেরে।”
আরো পড়ুন:
ঠাকুরগাঁওয়ে ২ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
তিনি বলেন, “দেশের জনগণ কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য গত দেড় দশক ধরে আন্দোলন অব্যাহত রাখেনি। কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ হয়নি। জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচারকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, সরকার পরিচালনা করতে চাইলে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে।”
বিএনপি নেতা বলেন, “জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের রাজনীতি করতে চায় বিএনপি। নাগরিকের রাজনৈতিক অধিকার প্রয়োগের অন্যতম প্রধান উপায় হলো নির্বাচন। দেশের দায়িত্বশীল দল হিসেবে বিএনপি বারবার সুষ্ঠু ভোটের দাবিকে অগ্রাধিকার দেয়।”
ঢাকা/রায়হান/সাইফ