ঘরে ঢুকে হাত-মুখ বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুট
Published: 2nd, March 2025 GMT
চট্টগ্রামের হাটহাজারিতে দরজা ভেঙে ঘরে ঢুকে বাসার সবার হাত-মুখ বেঁধে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল লুটের ঘটনা ঘটেছে। শনিবার রাত আড়াইটার দিকে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেলাল চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেলাল চৌধুরীপাড়ার সাদেকের বাসায় রাত আনুমানিক আড়াইটার দিকে গেট, গ্রিল ও দরজা ভেঙে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির বাসিন্দাদের মারধর ও হাত-মুখ বেঁধে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোন নিয়ে যায়।
বাড়ির মালিক সাদেক জানান, ‘বাড়ির গেট ও দরজা ভেঙে ৫-৬ জন ঘরে ঢোকে। তাদের মুখে গামছা বাঁধা ছিল, আর হাতে ছুরি, হ্যামার, খুনতিসহ দেশিয় অস্ত্র ছিল। তার ঘরে ঢুকে আমার গলায় ছুরি ধরে মারধর করে ও হাত-মুখ বেঁধে কি কি আছে তা জানতে চায়। এর পর তারা দ্বিতীয় তলায় গিয়ে আমার ছেলের গলায় ছুরি ধরে ও মারধর করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায় তারা চলে যায়।’
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল বলেন, ফতেহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শনিবার রাতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল টপ ট স বর ণ ল ক র
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন