চট্টগ্রামে ছাত্রলীগের ২ নেতা ২ দিনের রিমান্ডে
Published: 2nd, March 2025 GMT
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক ইমরান আলী মাসুদ ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক মনসুর আলীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তাদের সাত দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছিলেন।
কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, ২২ ফেরুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকা থেকে মাসুদ ও মনসুরকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া বিশেষ ক্ষমতা আইনেও তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়।
গ্রেপ্তার আসামিরা নগরীর ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের এয়াকুব আলীর ছেলে ইমরান আলী মাসুদ এবং হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পূর্ব আলামপুর গ্রামের মৃত ফরিদ আহম্মেদের ছেলে মনসুর আলী। এদের মধ্যে মনসুর ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: মনস র
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল