অ্যামাজন তৈরি করেছে কোয়ান্টাম চিপ
Published: 2nd, March 2025 GMT
বিভিন্ন বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান এখন কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করছে। সেই দৌড়ে যোগ দিয়েছে অ্যামাজন। কোয়ান্টাম কম্পিউটারের জন্য নতুন একটি চিপ তৈরির ঘোষণা দিয়েছে অ্যামাজন। নতুন চিপের নাম রাখা হয়েছে ওসেলট। নতুন কোয়ান্টাম কম্পিউটিং চিপ ওসেলটের প্রোটোটাইপ প্রকাশ করা হয়েছে। নতুন চিপের মাধ্যমে গুগল ও মাইক্রোসফটের সঙ্গে কোয়ান্টাম কম্পিউটিংয়ের মাঠে নামল অ্যামাজন।
অ্যামাজন ওয়েব সার্ভিসেসের কোয়ান্টাম হার্ডওয়্যারের পরিচালক অস্কার পেইন্টার বলেন, ‘ওসেলট আলাদা ধরনের চিপ। কোয়ান্টাম কম্পিউটারের সঙ্গে আমরা যেসব মৌলিক চ্যালেঞ্জের মুখোমুখি হই, সেসব সংবেদনশীল ত্রুটি দ্রুত কাটাতে পারে এই চিপ।’
নতুন চিপ নিয়ে নেচারে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। অ্যামাজনের ভাষ্যে, কোয়ান্টাম চিপ ওসেলট ত্রুটি সংশোধন ও স্কেলেবিলিটি খাতে একটি বড় অগ্রগতি বলা যায়। এই দুটি মূল বিষয়ের কারণে দীর্ঘকাল ধরে কোয়ান্টাম কম্পিউটার ক্ষেত্রে অগ্রগতি বেশ ধীর বলা যায়। ওসেলট প্রোটোটাইপটির প্রচলিত পদ্ধতির তুলনায় কোয়ান্টাম ত্রুটি সংশোধনের দক্ষতা ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
কোয়ান্টাম কম্পিউটার এখন একটি ক্রমবর্ধমান ক্ষেত্র। এ ক্ষেত্রে কম্পিউটারবিজ্ঞান, গণিত ও কোয়ান্টাম মেকানিকস এক হচ্ছে। এখানে চিরায়ত কম্পিউটিংয়ে ব্যবহৃত বাইনারি বিটের পরিবর্তে কিউবিট নামক তথ্যের একক ব্যবহার করা হচ্ছে। কিউবিট বাইনারি বিটের চেয়ে বেশি তথ্য ধারণ করে এবং একই সঙ্গে একাধিক অবস্থায় থাকতে পারে।
অ্যামাজন জানিয়েছে, ওসেলট চিপ ক্যাট কিউবিটস নামে একধরনের কিউবিট প্রযুক্তি ব্যবহার করে। বিখ্যাত পদার্থবিদ শ্রোডিঞ্জারের ক্যাট থট এক্সপেরিমেন্টের নামানুসারে নামকরণ করা হয়েছে। এই প্রযুক্তি অভ্যন্তরীণভাবে বেশ কিছু ত্রুটি সংশোধন করে একটি পূর্ণাঙ্গ কোয়ান্টাম কম্পিউটার তৈরির জন্য প্রয়োজনীয় কোয়ান্টাম ত্রুটি সরলভাবে সংশোধন করতে পারে।
সূত্র: বিজনেস ইনসাইডার
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অ য ম জন
এছাড়াও পড়ুন:
কোহলি জানালেন, তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলেছিল যে আইপিএল–সতীর্থ
২০০৮ সালে তাঁর আইপিএল অভিষেক। আইপিএলের শুরুর মৌসুমে ভারতের টপ অর্ডার এই ব্যাটসম্যান বিরাট কোহলিকে দলে ভিড়িয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সময় তাঁর বয়স ছিল ১৯ বছর।
১৭ বছর আগের স্মৃতি হাতড়ে কোহলির মনে পড়ছে, আইপিএলে শুরুর দিনগুলোতে কোন সতীর্থ তাঁর ব্যাটিংয়ের ওপর প্রভাব ফেলেছিলেন।
বেঙ্গালুরুর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক পডকাস্ট ভিডিওতে কোহলি কথা বলেছেন আইপিএলে নিজের শুরুর সময় নিয়ে। সেই ভিডিওতে তিনি মায়ন্তি ল্যাঙ্গারকে বলেছেন সাবেক আইপিএল সতীর্থ দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারের কথা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবং উইকেটকিপার–ব্যাটসম্যান কীভাবে তাঁর ব্যাটিংয়ে প্রভাব রেখেছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন কোহলি।
মার্ক বাউচার