Prothomalo:
2025-08-01@14:49:04 GMT

সহজে ভয় পান না রাশি

Published: 5th, March 2025 GMT

‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিতে রাশি খান্নাকে শেষ বড় পর্দায় দেখা গেছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটিতে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর আরেকটি ছবি। পিরিয়ড ভৌতিক অ্যাকশন কমেডি ‘অগথিয়া’র গুরুত্বপূর্ণ চরিত্রে রাশিকে দেখা গেছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ‘অগথিয়া’র মতো ভিন্ন স্বাদের ছবি বেছে নেওয়ার কারণ।

রাশি বলেন, ‘ভৌতিক ঘরানা খুব পছন্দ করি। আমি সহজে ভয় পাই না। আমার কাছে ভৌতিক মানে যা আমাকে ভয় পাওয়াবে। ‘অগথিয়া’ করতে রাজি হয়েছি কারণ, ছবিতে হরর ফ্যান্টাসি আছে আবার থ্রিলারও আছে। আমার মনে হয় না যে এ ধরনের ঘরানা আমরা বেশি অন্বেষণ করেছি।’

অভিনেত্রী জানিয়েছেন, ছবিতে সিজিআইয়ের (কম্পিউটার জেনারেটেড ইমেজারি) ব্যবহার রয়েছে। মার্ভেল ডিজনির জন্য কাজ করেছেন, এমন একজন এ ছবির জন্য কাজ করেছেন।

রাশি খান্না। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ