দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার কংগ্রেসে প্রথম ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকা ফিরে এসেছে’। ক্ষমতায় বসার ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন, বাণিজ্যযুদ্ধ আবার শুরু এবং সরকারি হাজার হাজার কর্মীকে চাকরিচ্যুত করার পর দেওয়া এ ভাষণের সময় উজ্জীবিত দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে।
আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এদিন কংগ্রেসে সবচেয়ে বেশি সময় ধরে প্রেসিডেন্টের বক্তব্য দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন এনে ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের পরদিন কংগ্রেসে দেওয়া তাঁর এ ভাষণ গুরুত্ব দিয়ে দেখেছেন বিশ্বনেতারা। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বাগ্বিতণ্ডার পর দেশটিতে সামরিক সহায়তা স্থগিত করে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনের প্রচেষ্টা হুমকির মুখে পড়েছে। তিন বছর আগে ইউক্রেনে এ হামলা শুরু করে রাশিয়া। এত দিন জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিয়ে এসেছে। এখন যুক্তরাষ্ট্রের নীতির এ পরিবর্তন ট্রাম্পের রাশিয়ার দিকে ঝুঁকে পড়ারই বার্তা দিচ্ছে।
ট্রাম্প তাঁর দীর্ঘ বক্তব্যে মাত্র কয়েক মিনিট পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছেন। ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি সই এগিয়ে নেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বাগ্বিতণ্ডার পর এ চুক্তি সই পিছিয়ে যায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘একই সঙ্গে রাশিয়ার সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং তারা শান্তির জন্য প্রস্তুত এমন জোরালো ইঙ্গিত পেয়েছি। এটি কি চমৎকার হবে না?’
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং আব্রাহাম চুক্তির পরিধি আরও বাড়ানোর বিষয়ে আবারও নিজের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। তাঁর প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আব্রাহাম চুক্তি সই হয়েছিল।
যুদ্ধ শুরুর জন্য ট্রাম্প দৃশ্যত ইউক্রেনকে দায়ী করেছেন। তবে রয়টার্স/ইপসোস পরিচালিত এক জরিপে দেখা গেছে, দুই–তৃতীয়াংশ রিপাবলিকানসহ ৭০ শতাংশ মার্কিনি এ জন্য রাশিয়াকে বেশি দায়ী করেছেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বাজেটে ভারসাম্য আনার অঙ্গীকার করেছেন ট্রাম্প। যদিও ব্যাপকহারে কর কমানোর জন্য বিল পাসে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, এতে কেন্দ্রীয় সরকারের ৩৬ লাখ কোটি ডলারের ঋণের বোঝার সঙ্গে আরও পাঁচ লাখ কোটি ডলার যোগ হবে। এ বছরের শেষের দিকে কংগ্রেসকে দেশটির ঋণের সীমা বাড়াতে হবে, অন্যথায় ভয়াবহ খেলাপি হওয়ার ঝুঁকি তৈরি হবে।
ট্রাম্পের বক্তব্যে তাঁর নির্বাচনী প্রচারের কিছু উল্লেখযোগ্য বিষয় উঠে আসে। তিনি বারবার তাঁর পূর্বসূরি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনকে আক্রমণ করে বক্তব্য দেন। অপরাধে জড়িত অভিবাসীদের ‘বর্বর’ আখ্যায়িত করেন। এ ছাড়া ‘লিঙ্গ রূপান্তরের মতাদর্শ’ নিষিদ্ধের প্রতিশ্রুতি দেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কার্টুন, মিমে অভ্যুত্থানের ভিন্ন ধারার দৃশ্যায়ন
টাকার বস্তার ভেতর থেকে মাথা উঁচিয়ে আছেন শুভ্র কেশ, সফেদ দাড়ি, চশমা পরিহিত এক লোক। তাঁর ছবি দেখে তো বটেই, এই বর্ণনা থেকেও তাঁকে চিনবেন দেশবাসী। বর্তমানে কারাগারের বাসিন্দা পতিত স্বৈরশাসকের এই উপদেষ্টা বলছেন, ‘টাকার ওপর আমার বিশ্বাস উঠে গেছে।’ এই ছবির পাশেই এক কাটআউট। সেখানে ‘শেখ হাসিনা পালায় না’ বলতে বলতে দৌড়ে পালাচ্ছেন ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতার মসনদ থেকে উৎপাটিত শেখ হাসিনা।
এমন মজার মজার কার্টুন, মিম, গ্রাফিতি, ভিডিও স্থাপনাকর্মসহ বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে শুরু হয়েছে ‘বিদ্রূপে বিদ্রোহ’ নামের ব্যতিক্রমী এক প্রদর্শনী। আয়োজন করেছে অনলাইনভিত্তিক স্যাটায়ার সাময়িকী ‘ইয়ারকি’। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছয় দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। সবার জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।
গত বছর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল জুলাই। একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পথে নেমেছিলেন অগণিত মানুষ। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে জীবন উৎসর্গ করেছেন তাঁদের অনেকে। আহত হয়েছেন বেশুমার। রক্তরঞ্জিত রাজপথ বেয়ে এসেছে জনতার বিজয়।
প্রদর্শনীতে প্রবেশপথটির দুই পাশে লাল রঙের পটভূমিতে বড় বড় ডিজিটাল পোস্টার। সেখানে ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশনের রিপোর্ট, ছবি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্ট—এসব তুলে আনা হয়েছে এ পোস্টারগুলোতে। প্রবেশপথটিও লাল রঙের। ‘জুলাই করিডর’ নামে এই রক্তিম পথটি বেয়ে দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সময় অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর উত্তাপ ফিরে পাবেন।