ফেসবুকে ফাঁসির ছবি প্রকাশের এক ঘণ্টা পর তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Published: 6th, March 2025 GMT
ফেসবুকে নিজের গলায় লুঙ্গি দিয়ে ফাঁস দেওয়ার ভঙ্গিমায় ছবি প্রকাশ করেছিলেন সৌরভ হাসান ওরফে দিপু (১৯)। এর প্রায় এক ঘণ্টা পর নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সৌরভ হাসান ওই গ্রামের শাহীন মিয়ার ছেলে। তিনি শ্রীপুরের পিয়ার আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এর আগে আজ সকাল ১০টা ২৫ মিনিটে সৌরভ নিজের ফেসবুক নিউজফিডে লুঙ্গি দিয়ে ফাঁসের ভঙ্গিতে একটি ছবি প্রকাশ করেন। তবে এতে কোনো ক্যাপশন বা লেখা ছিল না। এর প্রায় এক ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার হয়।
সৌরভের ফেসবুক আইডিতে দেখা যায়, এর আগে গতকাল বুধবার বিকেল ৪টা ২৫ মিনিটে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। ৫৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছিলেন, ‘সাদের (স্বাদ) জীবন নষ্ট করলাম শুধু তোর জন্য। তুই ভালো থাক, দোয়া করি আল্লাহ তরে অনেক ভালো রাখুক।’ এ ছাড়া একই দিন বেলা ২টা ৩৯ মিনিটে তিনি ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ পিক। হয়তো আর কোনো দিন প্রফাই (প্রোফাইল ছবি) চেঞ্জ করব না। ভালো থাকুক সবাই, আল্লাহ হাফেজ।’
সৌরভের নানা খুবসুর মিয়া জানান, বছরখানেক আগে গ্রামের এক মেয়ের সঙ্গে সৌরভের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটিকে সৌরভ বিয়েও করেন। পরে মেয়ের বাড়ির লোকজনের চাপাচাপিতে দুজনের বিচ্ছেদ হয়। এর পর থেকে সৌরভ বিমর্ষ থাকতেন। সৌরভ কলেজে ভর্তি হলেও নিয়মিত ক্লাসে অংশ নিতেন না, বেশির ভাগ সময় বাড়িতেই থাকতেন। কিন্তু আজ কেন এ ঘটনা ঘটিয়েছেন, তা বুঝতে পারছেন না।
পাভেল নামের সৌরভের এক প্রতিবেশী জানান, ফেসবুকে সৌরভের গলায় ফাঁস নেওয়া স্ট্যাটাসটি দেখে লোকজন তাঁর বাড়িতে বিষয়টি জানান। এ সময় তাঁর ঘরের দরজাটি ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। সাড়া না পেয়ে পাশের কক্ষ থেকে টিনশেড বেড়া ডিঙিয়ে সৌরভের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে ঘরে প্রবেশ করে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল। তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফুটবলার প্রতিমা এগিয়ে যাচ্ছেন, পাশে আছে কিশোর আলোসহ অনেকে
একটি পরিবারের ওপর নেমে আসা অপ্রত্যাশিত চাপ আর হতাশাকে দূর করেছে একটি সংবাদ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় প্রতিমা মুন্ডার পড়াশোনা ও খেলাধুলা থমকে যাওয়ার উপক্রম হয়েছিল মাত্র ৪৭ হাজার টাকার জন্য। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর মিলেছে সহযোগিতা, পরিশোধ হয়ে গেছে বিকেএসপির বকেয়া।
এতে স্বস্তির নিশ্বাস ফেলেছেন প্রতিমার মা সুনিতা মুন্ডা। তাঁদের ওপর থেকে নেমে গেছে বড় ধরনের আর্থিক চাপ।
গত ২৫ সেপ্টেম্বর বিকেএসপি প্রতিমার অভিভাবককে পাঠানো চিঠিতে জানিয়েছিল, তাঁদের মেয়ের বকেয়া বেতন ৪৬ হাজার ৮৪০ টাকা। সেই চিঠিতেই সতর্ক করে বলা হয়, ছয় মাসের বেশি বেতন বকেয়া থাকলে চূড়ান্ত সতর্কীকরণ, আর ১২ মাসের বেশি বকেয়া থাকলে বহিষ্কারের বিধান আছে। অর্থাভাবে যখন অনিশ্চিত হয়ে উঠেছিল প্রতিমার ভবিষ্যৎ, ঠিক সেই সময় ১১ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত হয় তাঁদের পরিবারের সংগ্রামের গল্প।
আরও পড়ুনবকেয়া বেতন চেয়ে বিকেএসপির চিঠি, ফুটবলার প্রতিমার পড়াশোনা বন্ধের পথে ১১ অক্টোবর ২০২৫প্রতিবেদনটি পাঠকের হৃদয়ে নাড়া দেয়। কিশোর আলোর পক্ষ থেকে প্রতিমার বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। ওই দিনই বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার দুর্গাপুর গ্রামে গিয়ে প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রতিমা ও তাঁর মা সুনিতা মুন্ডার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৌজন্যে নেওয়া হয় এই উদ্যোগ। নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী সহায়তা করেন আরও ১০ হাজার টাকা। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার দেন পাঁচ হাজার টাকা ও একটি ফুটবল।
সহায়তা পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে। মুঠোফোনে প্রতিমা বলেন, ‘এখন আর কোনো অনিশ্চয়তা নেই। বিকেএসপির পাওনা ৪৬ হাজার ৮৪০ টাকা পরিশোধ করে দিয়েছি। আমি ভালো আছি, মনোযোগ দিয়ে পড়াশোনা আর অনুশীলন করছি।’
সাতক্ষীরার তালা উপজেলার প্রতিমা মুন্ডা ও তাঁর মা সুনিতা মুন্ডার হাতে কিশোর আলোর পক্ষ থেকে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৌজন্যে এই উদ্যোগ নেওয়া হয়