হামজার ‘ভয়ে’ অবসর ভেঙে ভারতীয় দলে ৪০ বছরের সুনীল ছেত্রী
Published: 7th, March 2025 GMT
আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডের বাছাইপর্ব খেলবে ভারত। সিলংয়ের ওই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে যোগ দেওয়া হামজা খেললে লাল-সবুজের শক্তি অনেকটাই বেড়ে যাবে। কারণ বর্তমান দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার যে হামজা।
যে কারণে ভারতের ৪০ বছর বয়সী স্ট্রাইকার সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে জাতীয় দলে ফেরানো হয়েছে। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। এরপর বাংলাদেশের মুখোমুখি হবে। ওই ম্যাচের জন্য ভারতের ঘোষিত ২৬ জনের দলে আছেন সুনীল।
সুনীল ছেত্রী গত বছরের জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। ভারতের হয়ে ৯৪ গোল করেছেন তিনি। ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে এএফপি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে সুনীলকে দলে ফেরানো হয়েছে।
ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছে, ‘এশিয়ান কাপের বাছাইপর্ব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের গুরুত্ব বিবেচনা করে এবং ওই টুর্নামেন্টের যেতে যেসব ম্যাচ খেলতে হবে তা বিবেচনা করে সুনীল ছেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অবসর ভেঙে ফিরতে রাজি হন, এরপরই তাকে দলে যুক্ত করা হয়েছে।’
ভারত ম্যাচের জন্য বাংলাদেশের এবারের দলটা শক্তিশালীই মনে হচ্ছে। অভিজ্ঞ জামাল ভূঁইয়া দলে আছেন। হামজার সঙ্গে আছেন আরও দুই প্রবাসী তারেক কাজী ও ইতালির লিগে খেলা ফাহমেদুল। রাকিব-মোরসালিনরা তাদের সঙ্গে সমন্বয় করে খেলতে পারলে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে
হঠাৎ মনে হতে পারে, কথাবার্তায় লোকটা এখন তো বেশ সাদামাটা। তা-ই কি?
মোটেও না। চেনা সেই ক্যারিশমা যে চলে যায়নি, সেটা বোঝা গেল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে উসাইন বোল্ট যখন সোজা বলে দিলেন, কেন তাঁর রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। মনে হবে, এই তো সেই বোল্ট। আবার একটু ধাক্কাও লাগবে পরের কথাগুলো শুনলে। একসময়ের সুপারম্যান এখন তাহলে এমন আটপৌরে জীবন কাটাচ্ছেন! যে জীবনে নাকি সিঁড়ি ভেঙে ওঠার সময় তাঁর দম ফুরিয়ে আসে! অথচ এই লোকটাই একসময় ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে।
আরও পড়ুনআকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিসের আবারও বিশ্ব রেকর্ড১৫ সেপ্টেম্বর ২০২৫টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারটা বোল্ট দিয়েছেন টোকিওতে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দেখতে গেছেন সেখানে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৭ সালে অবসরের পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসর দেখতে গেলেন আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। জাপানি দর্শকেরা অবশ্য তাঁকে দেখে ঠিকই উল্লাসে ফেটে পড়েছে। তবে বোল্ট এখন বদলে গেছেন অনেকটাই। জ্যামাইকায় এখন তাঁর ঘরোয়া জীবনটা আলোয় থাকার সময়ের সেই জীবনের সঙ্গে একেবারেই মেলে না।
অবসর নেওয়ার পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসরে এলেন বোল্ট। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে