ফ্যাসিবাদ কোনো ব্যক্তি নয়, মানসিক রোগের নাম: জহির উদ্দিন স্বপন
Published: 7th, March 2025 GMT
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘দীর্ঘ লড়াই-সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ আজ ফ্যাসিবাদমুক্ত। তবে আমাদের মনে রাখতে হবে, ফ্যাসিবাদ কোনো ব্যক্তির নাম নয়; এটি একটি মানসিক রোগের নাম। সেই রোগে আক্রান্ত পতিত সরকার পলাতক হলেও ফ্যাসিবাদী অসুস্থ মানসিকতা আমাদের মধ্যেও থেকে যেতে পারে। তাই আমাদের হৃদয় ও মনোজগৎ থেকে ফ্যাসিবাদকে বিদায় করতে হবে।’
শুক্রবার সন্ধ্যায় বরিশালের গৌরনদীতে একটি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করে গৌরনদী প্রেসক্লাব।
একটি সুস্থ সমাজ ও রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক মূল্যবোধের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সভায় জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের হুঁশিয়ার থাকতে হবে যে, ফ্যাসিবাদী মনোজগত নিয়ে দেশ, সমাজ, শাসন থেকে শুরু করে কোথাও গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা যাবে না। তাই সবার মধ্যে একটি গণতান্ত্রিক মূল্যবোধ না থাকলে, সবাই মিলে একসঙ্গে পথ চলা যায় না।’
ইফতার মাহফিলে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস
জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস
ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১
কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২