তেঁতুলিয়ায় আবারও টিউবওয়েলের পানিতে চেতনানাশক মেশানো পানি পান করিয়ে ১০ লাখ টাকা ও একটি ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চুরির শিকার পরিবারের দুই সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ সোমবার ভোর রাতে তেঁতুলিয়া উপজেলার ২ নং তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে ছাগল ব্যবসায়ী শমসের আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্র জানিয়েছে, শমসের আলী ও তার পরিবারের সদস্যরা ইফতারের ঘণ্টা খানেক পর অস্বস্তিবোধ করলে ঘুমিয়ে পড়েন। পরে ভোরে সেহেরি খাওয়ার জন্য পাশের বাড়ি বধূ ডাকতে এসে দেখেন এক ঘরে তালা দেওয়া এবং অন্য ঘরে গামছা দিয়ে দরজা বাঁধা। দরজা খুলে দিলে তারা চুরির বিষয়টি টের পান।

ভুক্তভোগী শমসের আলীর স্ত্রী জানান, সেহেরিতে রান্না করার জন্য বৌমা ডাকলে আমরা চেতন হই। পরে দেখি বাহির পাশে দুটি দরজা আটকানো। বাহির থেকে খুলে দিলে চুরির সন্দেহ হয়। পরে খাটের ভেতরের বস্তায় রাখা ১০ লাখ টাকা এবং আমার ছেলের একটি স্মার্টফোন নিয়ে যায়।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে টাকা ও মোবাইল নিয়ে যায়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ