মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচে একদিনের ব্যবধানে উইকেটের দুই রূপ দেখা গেল। রোববার মিরপুরে প্রাইম ব্যাংক ডিপিএলের রেকর্ড ৪২২ রান করে বড় ব্যবধানে জিতেছিল। সোমবার হোম অব ক্রিকেটে ৬৯ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হেরেছে শাইনপুকুর। 

বিকেএসপির ৪ নম্বর মাঠে ইয়াসির রাব্বি-নুরুল হাসানদের ধানমন্ডি ক্রিকেট ক্লাবকে ১৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।  বিকেএসপির ৩ নম্বর মাঠে লিটন দাস-জুনিয়র তামিমদের গুলশান ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। 

সোমবার মিরপুরে শাইনপুকুর শুরুতে ব্যাট করে রেজাউর রহমান রাজা ও তানভির ইসলামের বোলিংয়ে ২৫.

৫ ওভারে অলআউট হয়। তারা তিনটি করে উইকেট নেন। দুই উইকেট নেন শেখ মাহেদী। শাইনপুকুরের হয়ে ওপেনার মঈনুল ১৮ ও নিওন জামান ১৪ রান করেন। জবাবে লিজেন্ডস অব রূপগঞ্জ ৯.৩ ওভারে জয় তুলে নেয়। তানজিদ তামিম ৩৫ ও সাইফ হাসান ৩৯ রান করেন। 

গাজী গ্রুপ শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৯৮ রান করে। ওপেনার সাদিকুর ৩০ রান করেন। তার সঙ্গী এনামুল হক বিজয় ৬৯ ও তিনে নামা শামসুর রহমান ৬০ রান করেন। পরে আমিনুল বিপ্লব ৪৪ ও তোফায়েল ৩৩ রানের ইনিংস খেলেন। ধানমন্ডি ৩৪.২ ওভারে ১২৩ রানে অলআউট হয়। রাব্বি ১৮ ও সোহান ৩৩ রান করেন। 

মোহামেডানকে হারিয়ে চমক দেওয়া ও তরুণদের নিয়ে গড়া গুলশান ক্লাব এদিন অগ্রহী ব্যাংকের বিপক্ষে ২২২ রানে অলআউট হয়। অগ্রণী ব্যাংক এক ওভার থাকতে জয় তুলে নেয়। গুলশানের হয়ে ৬০ রান করেন লিটন দাস। অগ্রণী ব্যাংক ইমরানুজ্জামানের ৭৫ রানের পর অমিত হাসানের ৬৩ এবং মার্শাল আইয়ূবের ৪০ ও তাইবুর রহমানের ৩৫ রানে জয় পেয়েছে।   

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল র ন কর ন ব যবধ ন উইক ট

এছাড়াও পড়ুন:

বিজয়-সাদমানের শতরানের জুটি, প্রথম সেশন বাংলাদেশের

চট্ট্রগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশ। ৯ উইকেটে ২২৭ রানে দিন শুরু করে জিম্বাবুয়ে। দিনের প্রথম বলেই সফরকারীদের শেষ উইকেটটি তুলে নেন তাইজুল। ৬০ রানে ৬ উইকেট নিয়ে প্রথম ইনিংসের সেরা বোলার টাইগার এই স্পিনার।

জিম্বাবুয়েকে ২২৭ রানে গুটিয়ে দিয়ে ইতিবাচক শুরু করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। কোনো উইকেট না হারিয়েই প্রথম সেশন শেষ করেন তারা। বিজয় ৩৮ এবং সাদমান ৬৬ রানে ব্যাট করছেন। ২৬ ওভারে বাংলাদেশ করে বিনা উইকেটে ১০৫ রান। এরপরই মধ্যাহ্নভোজে যায় দুই দল। ২০২২ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম টেস্টের ওপেনিং জুটিতে পঞ্চাশ রান তুলতে পারল বাংলাদেশ। শুধু তাই নয় ৩২ ইনিংস পর বাংলাদেশ পেয়েছে ওপেনিং জুটিতে শতরানের জুটি। 

সাদমানের ফিফটি

সিলেট টেস্টে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদমান। তবে চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছেন। ৭৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি। ২৩ ওভার শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৮৬ রান। সাদমান ৫০ রানে এবং বিজয় ৩৬ রানে ব্যাট করছেন।

সাদমান-বিজয়ের জুটির ফিফটি

সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়ের ব্যাটে ইতিবাচক সূচনা পেয়েছে বাংলাদেশ।  ১৩.৪ ওভারে  বিনা উইকেটে ৫০ রান করেছে স্বাগতিকরা।  ১২ ইনিংস পর পঞ্চাশ পেরোনো শুরুর জুটি পেল তারা।  ভারতের বিপক্ষে গত বছর সেপ্টেম্বরে শেষবার ৬২ রানের জুটি গড়েছিলেন সাদমান ও জাকির হাসান।

প্রথম বলেই তাইজুলের আঘাত, ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে জিম্বাবুয়ে দিনশেষ করে ৯ উইকেটে ২২৭ রানে। তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়ে গতকাল তাদের এলোমেলো করে দিয়েছিলেন। 

দ্বিতীয় দিন বাংলাদেশের লক্ষ্য ছিল যত দ্রুত সফরকারীদের অলআউট করা যায়। এই লক্ষ্যে দিনের প্রথম বলেই মুজারাবানিকে ফেরায় তাইজুল। এতে প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট জিম্বাবুয়ে। ৬০ রানে ৬ উইকেট নিলেন তাইজুল।

তাইজুলের ঘূর্ণিতে প্রথম দিন বাংলাদেশের
 

সম্পর্কিত নিবন্ধ

  • মিরাজে দুর্দান্ত জয় বাংলাদেশের
  • বিজয়-সাদমানের শতরানের জুটি, প্রথম সেশন বাংলাদেশের
  • সাদমানের ফিফটি
  • সাদমান-বিজয়ের জুটির ফিফটি
  • প্রথম বলেই তাইজুলের আঘাত, ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে