গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ উইকেটে হারিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। দ্বিতীয় ম্যাচে সেই দলটি হেরে যায় ধানমন্ডির কাছে। আজ রূপগঞ্জ জয়ে ফিরল শাইনপুকুরকে ১০ উইকেটে হারিয়েই। এই জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষেও উঠল দলটি। আজ দিনের অন্য দুই ম্যাচে অগ্রণী ব্যাংক লিটন দাসের গুলশান ক্রিকেট ক্লাবকে ও গাজী গ্রুপ ধানমন্ডিকে হারিয়েছে।

লাঞ্চের আগেই রূপগঞ্জের জয়

প্রথম ম্যাচের পুনরাবৃত্তিই ঘটাল লিজেন্ডস অব রূপগঞ্জ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গাজী গ্রুপকে ৯৩ রানে অলআউট করেছিল তারা, এবার মিরপুরে প্রতিপক্ষকে থামিয়েছে আরও কম রানে। টসে হেরে ব্যাট করতে নেমে ৬৯ রানে অলআউট শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রান তাড়ায় নেমে ৯.

৩ ওভারে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।

শাইনপুকুর অবশ্য প্রথম উইকেটটা হারায় নবম ওভারে। ২৬ বলে ১৮ রান করে ওপেনার মঈনুল ইসলাম ক্যাচ তুলে দেন। এরপরই রীতিমতো ধস নামে শাইনপুকুরের ইনিংসে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে আরেক ওপেনার নিয়ন জামানের ব্যাট থেকে।

৩ উইকেট নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ইনপ ক র র পগঞ জ উইক ট

এছাড়াও পড়ুন:

জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার

কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের বড় রানের নিচে চাপা পড়ার ভয়টাও নিশ্চয়ই বাড়ছিল।

তবে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনটা বোলিংয়ে ভালোই কেটেছে তাঁদের। নিউজিল্যান্ডের ১০ উইকেটই তুলে নিয়ে অলআউট করেছে ৩০৭ রানে। তবে জিম্বাবুয়ে এরপরও স্বস্তিতে নেই। ১৫৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর ৩১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। ইনিংস হার এড়াতে এখনো ১২৭ রান করতে হবে জিম্বাবুয়েকে।

আরও পড়ুনআধা ঘণ্টার মধ্যেই গিলের দুই রেকর্ড ৫ ঘণ্টা আগে

দিনের প্রথম বলেই ৭০ বলে ৪১ রান করা উইল ইয়ংকে ফিরিয়ে জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন ব্লেসিং মুজারাবানি। এরপর ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। এবারও জিম্বাবুয়ের ত্রাতা হন মুজারাবানি। ৫৬ বলে ৩৪ রান করা হেনরি নিকোলসকে ফেরান ব্রায়ান বেটের ক্যাচ বানিয়ে।

এরপর কনওয়ে ১৭০ বলে ৮৮ রান করে তানাকা চিবাঙ্গার বলে ফিরে গেলে আরও চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ সামলে নেওয়ার চেষ্টাটা করতে পেরেছেন শুধু ড্যারিল মিচেল। শেষের দিকের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে ১১৯ বলে ৮০ রান করে নিউম্যান নিমহারির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

নিউজিল্যান্ডের শেষ ৬ ব্যাটসম্যানের মাত্র দুজন দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন

সম্পর্কিত নিবন্ধ

  • জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার