লিটনের ফিফটি, তবু হার গুলশানের, লাঞ্চের আগেই জিতে গেল রূপগঞ্জ
Published: 10th, March 2025 GMT
গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ উইকেটে হারিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। দ্বিতীয় ম্যাচে সেই দলটি হেরে যায় ধানমন্ডির কাছে। আজ রূপগঞ্জ জয়ে ফিরল শাইনপুকুরকে ১০ উইকেটে হারিয়েই। এই জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষেও উঠল দলটি। আজ দিনের অন্য দুই ম্যাচে অগ্রণী ব্যাংক লিটন দাসের গুলশান ক্রিকেট ক্লাবকে ও গাজী গ্রুপ ধানমন্ডিকে হারিয়েছে।
লাঞ্চের আগেই রূপগঞ্জের জয়প্রথম ম্যাচের পুনরাবৃত্তিই ঘটাল লিজেন্ডস অব রূপগঞ্জ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গাজী গ্রুপকে ৯৩ রানে অলআউট করেছিল তারা, এবার মিরপুরে প্রতিপক্ষকে থামিয়েছে আরও কম রানে। টসে হেরে ব্যাট করতে নেমে ৬৯ রানে অলআউট শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রান তাড়ায় নেমে ৯.
শাইনপুকুর অবশ্য প্রথম উইকেটটা হারায় নবম ওভারে। ২৬ বলে ১৮ রান করে ওপেনার মঈনুল ইসলাম ক্যাচ তুলে দেন। এরপরই রীতিমতো ধস নামে শাইনপুকুরের ইনিংসে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে আরেক ওপেনার নিয়ন জামানের ব্যাট থেকে।
৩ উইকেট নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের বাঁহাতি স্পিনার তানভীর ইসলামউৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ইনপ ক র র পগঞ জ উইক ট
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা