গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ উইকেটে হারিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। দ্বিতীয় ম্যাচে সেই দলটি হেরে যায় ধানমন্ডির কাছে। আজ রূপগঞ্জ জয়ে ফিরল শাইনপুকুরকে ১০ উইকেটে হারিয়েই। এই জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষেও উঠল দলটি। আজ দিনের অন্য দুই ম্যাচে অগ্রণী ব্যাংক লিটন দাসের গুলশান ক্রিকেট ক্লাবকে ও গাজী গ্রুপ ধানমন্ডিকে হারিয়েছে।

লাঞ্চের আগেই রূপগঞ্জের জয়

প্রথম ম্যাচের পুনরাবৃত্তিই ঘটাল লিজেন্ডস অব রূপগঞ্জ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গাজী গ্রুপকে ৯৩ রানে অলআউট করেছিল তারা, এবার মিরপুরে প্রতিপক্ষকে থামিয়েছে আরও কম রানে। টসে হেরে ব্যাট করতে নেমে ৬৯ রানে অলআউট শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রান তাড়ায় নেমে ৯.

৩ ওভারে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।

শাইনপুকুর অবশ্য প্রথম উইকেটটা হারায় নবম ওভারে। ২৬ বলে ১৮ রান করে ওপেনার মঈনুল ইসলাম ক্যাচ তুলে দেন। এরপরই রীতিমতো ধস নামে শাইনপুকুরের ইনিংসে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে আরেক ওপেনার নিয়ন জামানের ব্যাট থেকে।

৩ উইকেট নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ইনপ ক র র পগঞ জ উইক ট

এছাড়াও পড়ুন:

বিজয়-সাদমানের শতরানের জুটি, প্রথম সেশন বাংলাদেশের

চট্ট্রগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশ। ৯ উইকেটে ২২৭ রানে দিন শুরু করে জিম্বাবুয়ে। দিনের প্রথম বলেই সফরকারীদের শেষ উইকেটটি তুলে নেন তাইজুল। ৬০ রানে ৬ উইকেট নিয়ে প্রথম ইনিংসের সেরা বোলার টাইগার এই স্পিনার।

জিম্বাবুয়েকে ২২৭ রানে গুটিয়ে দিয়ে ইতিবাচক শুরু করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। কোনো উইকেট না হারিয়েই প্রথম সেশন শেষ করেন তারা। বিজয় ৩৮ এবং সাদমান ৬৬ রানে ব্যাট করছেন। ২৬ ওভারে বাংলাদেশ করে বিনা উইকেটে ১০৫ রান। এরপরই মধ্যাহ্নভোজে যায় দুই দল। ২০২২ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম টেস্টের ওপেনিং জুটিতে পঞ্চাশ রান তুলতে পারল বাংলাদেশ। শুধু তাই নয় ৩২ ইনিংস পর বাংলাদেশ পেয়েছে ওপেনিং জুটিতে শতরানের জুটি। 

সাদমানের ফিফটি

সিলেট টেস্টে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদমান। তবে চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছেন। ৭৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি। ২৩ ওভার শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৮৬ রান। সাদমান ৫০ রানে এবং বিজয় ৩৬ রানে ব্যাট করছেন।

সাদমান-বিজয়ের জুটির ফিফটি

সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়ের ব্যাটে ইতিবাচক সূচনা পেয়েছে বাংলাদেশ।  ১৩.৪ ওভারে  বিনা উইকেটে ৫০ রান করেছে স্বাগতিকরা।  ১২ ইনিংস পর পঞ্চাশ পেরোনো শুরুর জুটি পেল তারা।  ভারতের বিপক্ষে গত বছর সেপ্টেম্বরে শেষবার ৬২ রানের জুটি গড়েছিলেন সাদমান ও জাকির হাসান।

প্রথম বলেই তাইজুলের আঘাত, ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে জিম্বাবুয়ে দিনশেষ করে ৯ উইকেটে ২২৭ রানে। তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়ে গতকাল তাদের এলোমেলো করে দিয়েছিলেন। 

দ্বিতীয় দিন বাংলাদেশের লক্ষ্য ছিল যত দ্রুত সফরকারীদের অলআউট করা যায়। এই লক্ষ্যে দিনের প্রথম বলেই মুজারাবানিকে ফেরায় তাইজুল। এতে প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট জিম্বাবুয়ে। ৬০ রানে ৬ উইকেট নিলেন তাইজুল।

তাইজুলের ঘূর্ণিতে প্রথম দিন বাংলাদেশের
 

সম্পর্কিত নিবন্ধ

  • মিরাজে দুর্দান্ত জয় বাংলাদেশের
  • বিজয়-সাদমানের শতরানের জুটি, প্রথম সেশন বাংলাদেশের
  • সাদমানের ফিফটি
  • সাদমান-বিজয়ের জুটির ফিফটি
  • প্রথম বলেই তাইজুলের আঘাত, ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে