গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বসুন্ধরা পেপার মিলস
Published: 11th, March 2025 GMT
গতকাল সোমবার ঢাকার শেয়ারবাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। গতকাল কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। গতকাল এই কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৩৬ টাকা ৩০ পয়সা ও সর্বনিম্ন দাম ছিল ৩৩ টাকা ১০ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্যে দেখা যায়, গতকাল মূল্যবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪৭ টাকা ৫০ পয়সা ও সর্বনিম্ন দাম ছিল ৪৬ টাকা ৯০ পয়সা।
মূল্যবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে ছিল এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। এই কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২০ টাকা ও সর্বনিম্ন দাম ছিল ১৭ টাকা ৮০ পয়সা। পতিত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এস আলম গোষ্ঠীর মালিকানাধীন এই কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি নিয়ে ডিএসই সম্প্রতি জানতে চেয়েছিল। জবাবে কোম্পানিটি জানায়, মূল্যবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের ভূমিকা নেই।
মূল্যবৃদ্ধির তালিকায় চতুর্থ স্থানে ছিল প্রাইম লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ। এই কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৩৯ টাকা ৩০ পয়সা ও সর্বনিম্ন দর ছিল ৩৫ টাকা ৩০ পয়সা। পঞ্চম স্থানে ছিল তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ২৮ শতাংশ।
এ ছাড়া তালিকার ৬ষ্ঠ থেকে ১০ম স্থানে আছে যথাক্রমে নর্দার্ন ইনস্যুরেন্স, ওরিয়ন ইনফিউসন লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাইন পুকুর সিরামিকস লিমিটেড ও এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই ক ম প ন র শ য় র র দ ম ব ড় ছ দশম ক গতক ল
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।