উয়েফা নেশনস লিগে ২১ মার্চ ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। কোচ রবার্তো মার্তিনেজ এখনো পর্তুগালের স্কোয়াড ঘোষণা করেননি। অনিবার্য কোনো কারণ না থাকলে স্কোয়াডে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম থাকাটা নিশ্চিতই। পর্তুগিজ কিংবদন্তি ৪০ বছরে পা রাখলেও জাতীয় দলের হয়ে এখনো তাঁকে নিয়মিতই মাঠে দেখা যায়। কেন? ‘কোচেস ভয়েস’–এ প্রশ্নের উত্তর দিয়েছেন পর্তুগালের কোচ মার্তিনেজ।

আরও পড়ুন‘লিভারপুল-পিএসজির ম্যাচে যারা জিতবে, তারাই ফাইনাল খেলবে’২ ঘণ্টা আগে

পাঁচবার ব্যালন ডি’অরজয়ী রোনালদোর বয়স হলেও তাঁকে এখনো কেন জাতীয় দলে ডাকা হয়—এ প্রশ্নের উত্তর কোচেস ভয়েসে নিজের লেখা কলামে দিয়েছেন মার্তিনেজ, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়কে নিয়ে যখন কথা বলি, তখন তাকে তিনটি দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করি। তার প্রতিভা তর্কাতীত; ফুটবল ইতিহাসে অন্যতম সেরা। তার অভিজ্ঞতাও অনন্য; একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি ইউরোয় খেলেছে এবং আন্তর্জাতিক ম্যাচ খেলেছে দুই শতাধিক। কিন্তু যে বিষয় সবচেয়ে বেশি নজর কাড়ে, সেটা হচ্ছে তার নিবেদন।’

জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রোনালদো। গোলও করেছেন সবচেয়ে বেশি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ত য় দল পর ত গ

এছাড়াও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ