বিএনপির দু’পক্ষে সংঘর্ষ ভাগবাটোয়ারা নিয়ে
Published: 11th, March 2025 GMT
সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত সড়কে কয়লা ও চুনাপাথরবোঝাই ট্রাক থেকে প্রতিদিন অন্তত তিন লাখ টাকার চাঁদাবাজি হয়। এ চাঁদাবাজির নিয়ন্ত্রণ ও ভাগবাটোয়ারা নিয়ে সীমান্তবর্তী দুটি ইউনিয়নের বিএনপি নেতাকর্মী দ্বন্দ্বে জড়াচ্ছেন। এর জেরে সোমবার রাতে উপজেলার মহিষখলা বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। একজন নিহত হওয়ার খবর প্রকাশ হলেও স্বজনরা বলছেন, তিনি ঘটনাস্থলেই ছিলেন না; মারা গেছেন হৃদরোগে।
চাঁদাবাজির ঘটনায় বিএনপির দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাঁদাবাজি-চোরাচালান ঠেকাতে মহিষখলায় পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়েছেন।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের বড় শুল্ক স্টেশন চারাগাঁও ও বাগলী থেকে চুনাপাথর ও কয়লার একটি বড় অংশ সম্প্রতি ট্রাকে মহিষখলা হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। বিগত সরকারের শেষ সময়ে এই পথে ট্রাক চলাচল শুরু হলেও সরকার পরিবর্তনের পর এ পথে ব্যস্ততা বেড়েছে। প্রতিদিন আড়াইশ থেকে তিনশ ট্রাক চলছে। ৫ আগস্টের আগে উত্তর বংশিকুণ্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি আইনুদ্দিনের নেতৃত্বে এ সড়কে চাঁদাবাজি হতো। এর ভাগ প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের পকেটেও যেত। আইনুদ্দিন কারাগারে থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
পরে এ সড়কে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা। চাঁদা তোলা ও ভাগবাটোয়ারা নিয়ে উত্তর ও দক্ষিণ বংশিকুণ্ডা (একাংশ) বিএনপি’র নেতাকর্মীর বিরোধ চলছে গেল কয়েক মাস ধরেই। কয়েকদিন আগে বিএনপির উচ্চপর্যায় থেকে সমঝোতার চেষ্টা করেও সফলতা আসেনি।
উত্তর বংশিকুণ্ডা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান শিকদার বলেন, ‘বহিস্কৃত বিএনপি নেতা হযরত আলীর ছোট ভাই যুবদলের সোহেল রানা প্রতিদিন দুইশ থেকে তিনশ ট্রাক থেকে এক হাজার টাকা করে চাঁদা তোলেন। তারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করায় আমরা প্রতিবাদ জানাই। এতে সাবেক ছাত্রদল নেতা হারুন মাহমুদ আকাশকে সোমবার তারা মারধর করেন। পরে হারুন ঘটনাটি গ্রামের লোকজনকে জানালে গ্রামবাসী ইফতারের পর জড়ো হয়ে মহিষখলা বাজারে গেলে সংঘর্ষ ঘটে।’ এ সময় এক ব্যক্তির মৃত্যুর খবর মামলার সুবিধার্থে প্রচার করা হয়– দাবি করে এ ছাত্রদল নেতা বলেন, ‘হোসেনপুরের বাসিন্দা মোহাম্মদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’
সাবেক ছাত্রদল নেতা উপজেলার দক্ষিণ বংশিকুণ্ডা ইউনিয়নের দাতিয়াপাড়ার বাসিন্দা হারুন মাহমুদ আকাশ বলেন, ‘হযরত আলী ও তাঁর ভাই মুক্তার হোসেন প্রতিদিন দুইশ থেকে তিনশ গাড়ি থেকে চাঁদা তোলেন। দলের সুনাম ক্ষুণ্ন হওয়ায় প্রতিবাদ করেছি। পরে তারা (হযরতের সমর্থকরা) আক্রমণ করে। এ সময় গ্রামের লোকজন সাবেক দুই ইউনিয়ন পরিষদ সদস্যের নেতৃত্বে মহিষখলা বাজারে আসেন। সেখানে আমার সমর্থক বিএনপি নেতাকর্মীরাও ছিলেন। হযরত আলীর লোকজন আমাদের দেখামাত্রই ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।’
মধ্যনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘রাতের বেলা বিভিন্ন ট্রাক থেকে চাঁদা তুলেন হারুন মাহমুদ ও তাঁর লোকজন। পরে ট্রাকওয়ালাদের আমাদের কারও নাম বলে দেন।’ তিনি দাবি করেন, প্রশাসনসহ এলাকাবাসী বাধা দেওয়ার পরও বড় বড় ট্রাক এ সড়ক দিয়ে চলছে। তাঁর দাবি, সোমবার দাতিয়াপাড়া থেকে ১৫-২০টি গাড়িতে লোকজন এনে হামলা চালায় হারুন মাহমুদের সমর্থকরা। এ সময় তাঁর পক্ষের ২০ জন আহত হন। তাদের নেত্রকোনার কলমাকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোসেনপুরের মোহাম্মদ আলীর ওপর ঢিল পড়ে। পরে তিনি মারা যান। তার ছেলেদের দাবি, তিনি হৃদরোগে মারা গেছেন।
উত্তর বংশিকুণ্ডা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল মিয়া বলেন, সীমান্তের এ সড়ক দিয়ে চুনাপাথর, কয়লার ট্রাক বছর দুয়েক আগেও যায়নি। এগুলো নৌপথে নেওয়া হতো। বছরখানেক হয় এ পথে চুনাপাথর-কয়লা যাচ্ছে। শত শত ট্রাক যাওয়ায় সড়কের অবস্থাও বেহাল। বাড়ি-ঘর ধুলোময়। শব্দে ঘুমানো যাচ্ছে না। সড়কের বেহাল দশা ঠেকাতে প্রতিবাদ করেও লাভ হচ্ছে না।
মধ্যনগর থানার ওসি সজীব রহমান বলেন, মহিষখলায় সংঘর্ষে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন আহত হয়েছেন। মোহাম্মদ আলী মারামারি শুরুর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ছ ত রদল র ল কজন স ঘর ষ হ দর গ ব এনপ উপজ ল এ সড়ক
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে কারখানা চালু করল সুইজারল্যান্ডের সিকা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নতুন কারখানা চালু করেছে সুইজারল্যান্ডভিত্তিক রাসায়নিক উৎপাদনকারী প্রতিষ্ঠান সিকা বাংলাদেশ। আজ সোমবার দুপুরে সোনারগাঁয়ের টিপরদী এলাকায় মেঘনা অর্থনৈতিক অঞ্চলে (এমআইইজেড) প্রতিষ্ঠানটির কারখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। বিশেষ অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল। এ ছাড়া সিকা বাংলাদেশের প্রধান সঞ্জীবন রায়, সিকা এশিয়া প্যাসিফিক ম্যানেজমেন্টের আঞ্চলিক ব্যবস্থাপক ইউমি কানসহ মেঘনা গ্রুপ ও সিকা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিকা বাংলাদেশের কান্ট্রি হেড সঞ্জীবন রায় বলেন, ‘সিকা বাংলাদেশ’ হলো সিকার ১০০তম সহযোগী প্রতিষ্ঠান, যা আমাদের জন্য এক গৌরবের মাইলফলক। সিকা এখন বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের প্রতীক। নির্মাণ ও শিল্প খাতে স্থায়িত্ব, শক্তি এবং উপকরণের দক্ষতা বৃদ্ধিতে আমরা নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের নির্মাণ খাতের রাসায়নিক বাজার বর্তমানে প্রায় ১০ কোটি মার্কিন ডলারের। এ বাজারে সিকার অবস্থান আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি প্রায় ৫০ কোটি সুইস ফ্রাঁ বিনিয়োগে নতুন কারখানা করেছে।
অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ৮ হাজার বর্গমিটার জায়গাজুড়ে স্থাপিত কারখানাটিতে দুটি আধুনিক উৎপাদন লাইন রয়েছে। যার মধ্যে একটি লিকুইড অ্যাডমিক্সচার ও অন্যান্য কংক্রিট পণ্য উৎপাদনের জন্য এবং অপরটি পাউডারভিত্তিক পণ্য তৈরির জন্য। বিশ্বজুড়ে নির্মাণ ও মোটরগাড়ি শিল্পের জন্য বন্ডিং, সিলিং, রিইনফোর্সিং, প্রটেকশন ও ড্যাম্পিং পণ্যে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিকা বর্তমানে ১০০টিরও বেশি দেশে কার্যক্রম রয়েছে।
সিকা বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেন, সিকা মানেই গুণগত মান, উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ। ‘সিকা’ বিশ্বজুড়ে নির্মাণ খাতে উচ্চমানের উদ্ভাবনী পণ্য এবং সমাধান দিয়ে আসছে। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দ্রুত বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
সিকার এই যাত্রা মেঘনা অর্থনৈতিক অঞ্চল ও বাংলাদেশের জন্য গর্বের বলে উল্লেখ করেন এমজিআইয়ের চেয়ারম্যান মোস্তফা কামাল। তিনি বলেন, ‘নির্মাণ খাতে সিকা বিশ্বে নেতৃত্বদানকারী একটি প্রতিষ্ঠান। সিকার বিনিয়োগ আমাদের অঞ্চলের সমৃদ্ধি বয়ে আনতে সহায়ক হবে। মেঘনা অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিতের জন্য অবকাঠামোসহ যাবতীয় সুযোগ–সুবিধা নিয়ে বিনিয়োগকারীদের পাশে থাকবে।’