হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য মাসিক ৪০ হাজার টাকা ভাতায় পিএইচডি ফেলোশিপ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) পোস্ট গ্রাজুয়েট ডিন অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে উল্লেখ করে বলা হয়েছে, যোগ্য প্রার্থীদের জন্য মর্যাদাপূর্ণ এ পিএইচডি ফেলোশিপ উচ্চশিক্ষার উৎকর্ষতা বৃদ্ধি ও বহুমুখী গবেষণাকে উৎসাহিত করার জন্য প্রদান করা হচ্ছে। ফলে দেশি—বিদেশি গবেষকদের গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিজ্ঞানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

আগ্রহী প্রার্থীদের হাবিপ্রবি ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত সনদপত্র, নম্বরপত্র ও গবেষণা প্রস্তাবনা) সংযুক্ত করে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অফিসে জমা প্রদান করতে হবে। পাশাপাশি সফট কপি ডিন অফিসের ইমেইলে পাঠাতে হবে।

পিএইচডি ফেলোশিপের জন্য নির্বাচিত প্রার্থীদের মাসে ৪০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে, যা গবেষণার মান ও বিষয়ের ওপর নির্ভর করে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত পাওয়া যাবে। সফলভাবে পিএইচডি ডিফেন্স সম্পন্ন করার পর ৩০ হাজার টাকা বোনাস প্রদান করা হবে। স্কোপাস ইনডেক্সড (এসসিআই) জার্নালে গবেষণা প্রকাশ করলে অতিরিক্ত ২০ হাজার টাকা প্রণোদনা প্রদান করা হবে।

ফেলোশিপের জন্য আবেদনের যোগ্যতা হিসেবে আবেদনকারীর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৩.

৫ এর উপরে থাকতে হবে। এ ফেলোশিপ নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে প্রদান করা হবে; যারা গবেষণা অসম্পূর্ণ রেখে মাঝপথে বন্ধ করে দেবেন বা ৫ বছরের মধ্যে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হবেন না, তাদের সম্পূর্ণ ফেলোশিপের অর্থ ফেরত দিতে হবে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত ফেলোশিপের জন্য আবেদন করা যাবে।

ঢাকা/সংগ্রাম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প এইচড র জন য

এছাড়াও পড়ুন:

ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে

ভিডিও দেখা মানেই এখন ইউটিউব। একসময় এই মাধ্যমে শুধু ২৪০পি বা ৩৬০পি রেজল্যুশনের ভিডিওই দেখা যেত। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে এইচডি, ফুল এইচডি ও ৪কে রেজল্যুশন। যা ইউটিউবে ভিডিও দেখার অভিজ্ঞতাকে করেছে আরও প্রাণবন্ত। এবার বড় পর্দায় ভিডিওর মান আরও উন্নত করতে গুগল মালিকানাধীন মাধ্যমটি চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন সুবিধা ‘সুপার রেজল্যুশন’।

নতুন এই সুবিধার মাধ্যমে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে কম রেজল্যুশনে আপলোড করা ভিডিওর মান উন্নত করবে। ২৪০পি থেকে ৭২০পি পর্যন্ত ভিডিওগুলো এআই প্রযুক্তির সহায়তায় রূপান্তরিত হবে এইচডি মানে। বড় পর্দায়, বিশেষ করে স্মার্ট টিভিতে, যাতে ভিডিও ঝাপসা বা বিকৃত না দেখায়, সেটিই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য।

ইউটিউব জানিয়েছে, ‘সুপার রেজল্যুশন’ ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে ছবির সূক্ষ্মতা ও রঙের ভারসাম্য ঠিক করবে। ফলে পুরোনো বা নিম্নমানের ভিডিও আরও স্পষ্ট ও প্রাণবন্তভাবে দেখা যাবে।

প্রাথমিকভাবে এই সুবিধা ১০৮০পি ভিডিওর জন্য চালু করা হচ্ছে। ধীরে ধীরে এটি ৪কে রেজল্যুশনেও কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা চাইলে এই সুবিধা বন্ধ রাখার সুযোগও পাবেন। এতে ভিডিওর মূল রেজল্যুশন অপরিবর্তিত থাকবে এবং নির্মাতারা আসল ফাইল অক্ষত রাখতে পারবেন।

ভিডিওর মান উন্নয়নের পাশাপাশি ইউটিউব হোমপেজেও আসছে নতুন পরিবর্তন। এখন ব্যবহারকারীরা হোমপেজ থেকেই কোনো চ্যানেলের ভিডিও প্রিভিউ আকারে দেখতে পারবেন। পাশাপাশি মাধ্যমটির ‘শো’ বিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে ধারাবাহিক সিরিজ বা সম্পর্কিত ভিডিও সহজে দেখা যায়। নির্মাতাদের জন্য বাড়ছে থাম্বনেইল আপলোডের সীমা। আগে যেখানে থাম্বনেইলের সর্বোচ্চ ফাইলের আকার ছিল ২ মেগাবাইট, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০ মেগাবাইট। এতে নির্মাতারা ৪কে রেজল্যুশনের উচ্চমানের ছবি থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন।

পাশাপাশি ইউটিউব পরীক্ষামূলকভাবে চালু করছে কিউআর কোডভিত্তিক কেনাকাটার সুবিধা। এই সুবিধা চালু হলে দর্শকেরা ভিডিওতে প্রদর্শিত পণ্যের কিউআর কোড স্ক্যান করে সরাসরি তা কিনতে পারবেন।

সূত্র: টেক্লুসিভ

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি, এমফিলে মাসে ১৫ হাজার–পিএইচডিতে ২০ হাজার টাকা
  • পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে: জবি উপাচার্য
  • বিশ্ব শিক্ষক দিবস: রাবিতে ৩ অধ্যাপককে সম্মাননা
  • ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে