বিডিএসএফের নতুন সভাপতি তাসনীম আহমেদ, সম্পাদক মাহমুদুল হাসান
Published: 14th, March 2025 GMT
বাংলাদেশ স্টাডি ফোরামের (বিডিএসএফ) নির্বাহী পর্ষদের নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী তাসনীম আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদুল হাসান।
বৃহস্পতিবার রাজধানীর শাহবাগের ঢাকা ক্লাবে বার্ষিক ইফতার মাহফিল ও আলোচনাসভা শেষে বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডিএসএফ উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জাহাংগীর আলম চৌধুরী, সহ-প্রতিষ্ঠাতা সাবিদিন ইব্রাহিম, সাইমুম রেজা তালুকদার পিয়াস, আলাউদ্দীন মোহাম্মদ ও স্থায়ী পরিষদের আবু বকর সিদ্দিক, আরিফ রহমান, কাইয়ুম আহমেদ, ইব্রাহিম হোসেন প্রমুখ।
বিডিএসএফের স্থায়ী পর্ষদ (স্ট্যান্ডিং কমিটি) ও উপদেষ্টা পরিষদ (অ্যাডভাইজরি কাউন্সিল) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নতুন নির্বাহী পর্ষদ (এক্সিকিউটিভ কমিটি) অনুমোদন করে। এতে সহ-সভাপতি হয়েছেন সাফকাত আলম আঁখি, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা সেঁজুতি, মুখপাত্র সুস্মিতা হোসেন স্বর্ণালী, কোষাধ্যক্ষ সাদিয়া ইসলাম তৃষা, কর্মসূচি সম্পাদক ইয়াসিন আরাফাত, অনুষ্ঠান সম্পাদক মাহমুদ হাবিব। সাইখন হাসান ও বাপ্পী আহমেদ অর্গানাইজেশনাল সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য বিডিএসএফের নির্বাহী পর্ষদের এ কমিটি অনুমোদন করা হলো। প্রয়োজন সাপেক্ষে ছয় মাস পর রদবদল করা হতে পারে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নওগাঁয় ১০ জনকে ঠেলে দিল বিএসএফ
নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭ এস কাছ দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হলে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করেন। তাদের মধ্যে দুজন পুরুষ এবং আটজন নারী।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
আরো পড়ুন:
গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে ঠেলে দিয়েছে বিএসএফ
আটকরা হলেন—আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।
বিজিবি জানিয়েছে, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুরে ওই ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে যান। মুম্বাই শহরে পুরুষ দুজন রাজমিস্ত্রি হিসেবে এবং নারী আটজন গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেখানে তাদেরকে আটক করে ভারতীয় পুলিশ। গত ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পে তাদেরকে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিলে বিজিবি টহল দল তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/সাজু/রফিক